যদি ROAD কে URDG লিখা হয়, তাহলে SWAN কে কী লিখা হবে?
A
VZDP
B
UXDQ
C
VXDQ
D
VZDQ
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি ROAD কে URDG লিখা হয়, তাহলে SWAN কে কী লিখা হবে?
সমাধান:
ROAD ⇔ URDG
R + 3 = U
O + 3 = R
A + 3 = D
D + 3 = G
SWAN
S + 3 = V
W + 3 = Z
A + 3 = D
N + 3 = Q
∴ SWAN ⇔ VZDQ
0
Updated: 1 month ago
যদি GAMES দিয়ে HBNFT বোঝায়, তাহলে SPORT দিয়ে নিচের কোনটি বোঝাবে?
Created: 2 months ago
A
TQPSV
B
TQPSU
C
TQPRS
D
TQPRU
প্রশ্ন:
-
যদি GAMES দিয়ে HBNFT বোঝায়, তাহলে SPORT দিয়ে কী বোঝাবে?
সমাধান:
-
প্রথম উদাহরণ বিশ্লেষণ: GAMES → HBNFT
-
প্রতিটি বর্ণকে পরবর্তী বর্ণে পরিবর্তন করা হয়েছে:
-
G → H
-
A → B
-
M → N
-
E → F
-
S → T
-
-
-
একই নিয়ম SPORT-এর ক্ষেত্রে প্রয়োগ:
-
S → T
-
P → Q
-
O → P
-
R → S
-
T → U
-
উত্তর:
0
Updated: 2 months ago
প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।'- এর সঠিক ইংরেজি কোনটি?
Created: 1 month ago
A
Carry coals to Newcastle.
B
Constant dripping wears away a stone
C
Care kills the cat
D
Cast pearls before swine
প্রশ্ন: প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।'- এর সঠিক ইংরেজি কোনটি?
সমাধান:
প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।' এর সঠিক ইংরেজি - Care kills the cat
অন্য অপশন গুলোর মধ্যে
Carry coals to Newcastle - তেল মাথায় তেল দেওয়া
Constant dripping wears away a stone -লেগে থাকলে কাজ হয়।
Cast pearls before swine - উলু বনে মুক্তা ছড়ানো।
0
Updated: 1 month ago
ক একটি লন রোলার টানছে এবং খ একটি লন রোলার ঠেলছে। কার সবচেয়ে কম কষ্ট হবে?
Created: 1 month ago
A
ক-এর
B
খ-এর
C
দুইজনেরই সমান কষ্ট হবে
D
নির্ণয় করা সম্ভব নয়
লন রোলার টানা এবং ঠেলা দুই পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, লন রোলার ঠেলার সময় প্রযুক্ত বল নিচের দিকে কাজ করে, ফলে ভরের সঙ্গে প্রযুক্ত বলও যুক্ত হয়ে লন রোলার ঠেলা কঠিন হয়।
অন্যদিকে, টানার সময় প্রযুক্ত বল উপরের দিকে কাজ করে, ফলে লন রোলারের ভর থেকে প্রযুক্ত বল বাদ হয়ে যায় এবং লন রোলার টানা সহজ হয়।
অতএব, ক-এর সবচেয়ে কম কষ্ট হবে কারণ সে লন রোলার টানছে।
0
Updated: 1 month ago