নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। ভুল সংখ্যাটি কত?
২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৫, ৪৩
A
৩৪
B
৩৮
C
৪৩
D
১৪
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। ভুল সংখ্যাটি কত?
২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৫, ৪৩
সমাধান:
সিরিজের সংখ্যাগুলো যেভাবে গঠিত হয়েছে-
২ + ৩ = ৫
৫ + ৪ = ৯
৯ + ৫ = ১৪
১৪ + ৬ = ২০
২০ + ৭ = ২৭
২৭ + ৮ = ৩৫
৩৫ + ৯ = ৪৪
সে অনুসারে পরবর্তী সংখ্যাটি ৩৫ + ৯ = ৪৪ হওয়া উচিত ছিলো।
∴ ৪৩ সংখ্যাটি ভুল।

0
Updated: 15 hours ago
Which number is missing-
Created: 1 week ago
A
429
B
389
C
486
D
469
(4 × 2) - 1 = 7
(7 × 2) + 1 = 15
(15 × 2) - 1 = 29
(29 × 2) + 1 = 59
(59 × 2) - 1 = 117
(117 × 2) + 1 = 235
(235 × 2) - 1 = 469

0
Updated: 1 week ago
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
FL, IO, LR, ?, RX
Created: 6 days ago
A
NV
B
MY
C
PT
D
OU
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
FL, IO, LR, ?, RX
সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান।
প্রথম ধারা- F, I, L, ?, R
F এর পরে তৃতীয় বর্ণ I
I এর পরে তৃতীয় বর্ণ L
L এর পরে তৃতীয় বর্ণ O
O এর পরে তৃতীয় বর্ণ R
দ্বিতীয় ধারা L, O, R, ?, X
L এর পরে তৃতীয় বর্ণ O
O এর পরে তৃতীয় বর্ণ R
R এর পরে তৃতীয় বর্ণ U
U এর পরে তৃতীয় বর্ণ X
∴ প্রশ্নবোধক স্থানে OU বসবে।

0
Updated: 6 days ago
নিচের কোনটি ভিন্ন?
Created: 2 weeks ago
A
A
B
B
C
C
D
D
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?
সমাধান:
"C" ব্যতীত বাকি সবগুলোর ভেতর ও বাহিরের জ্যামিতিক গঠন একই।
"A" চিত্রে - ভেতরেও বৃত্ত এবং বাহিরেও বৃত্ত।
"B" চিত্রে - ভেতরেও বর্গ এবং বাহিরেও বর্গ।
"D" চিত্রে - ভেতরেও আয়ত এবং বাহিরেও আয়ত।
কিন্তু, "C" চিত্রে - ভেতরে বৃত্ত এবং বাহিরে আয়ত।
সুতরাং, "C" ভিন্ন

0
Updated: 2 weeks ago