প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে?
A
২৬টি
B
২৮টি
C
১৮টি
D
৩৪টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
১টি করে ঘর নিয়ে ত্রিভুজ (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪) মোট ১৪টি
২টি করে ঘর নিয়ে ত্রিভুজ (১২, ৪৫, ৫৬,৬৭, ৪৭, ৯১০, ১১১২,১১১৪, ১২১৩, ১৩১৪) মোট ১০টি
৩টি করে ঘর নিয়ে ত্রিভুজ (৩৪৭, ৪৭৮, ৮১১১২, ৩১১১২) মোট ৪টি
∴ মোট ত্রিভুজ সংখ্যা (১৪ + ১০ + ৪) = ২৮টি

0
Updated: 15 hours ago
Wages শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
Created: 3 days ago
A
রাষ্ট্রদূত
B
মজুরী
C
ধ্বনিবিদ্যা
D
ন্যায়পাল
Wage বা Salary শব্দের বাংলা পারিভাষিক শব্দ হলো মজুরী।
অন্যদিকে:
-
Ambassador: রাষ্ট্রদূত
-
Phonetics: ধ্বনিবিদ্যা
-
Ombudsman: ন্যায়পাল
উৎস:

0
Updated: 3 days ago
নিচের কোন বানানটি ভুল?
Created: 3 days ago
A
মরূদ্যান
B
অটোবি
C
অঞ্জলি
D
কটূক্তি
প্রদত্ত শব্দগুলোর মধ্যে ভুল বানান হলো অটোবি।
-
এর সঠিক বানান হলো অটবি
-
অর্থ: বন, অরণ্য, বৃক্ষ, বিটপী
উৎস:

0
Updated: 3 days ago
একটি বালু ভর্তি ট্রাক A থেকে B পর্যন্ত যেতে ৩৯ কিমি/ঘণ্টায় যায় এবং খালি অবস্থায় B থেকে A অবস্থানে ফিরে আসতে ৫২ কিমি/ঘণ্টায় বেগে ফিরে আসে। ট্রাকটির গড় গতিবেগ কিমি/ঘণ্টা কত?
Created: 6 days ago
A
৪৪.৫৭ কিমি/ঘণ্টা
B
৪১.৫৬ কিমি/ঘণ্টা
C
৪০.৫৬ কিমি/ঘণ্টা
D
৩৮.৩৮কিমি/ঘণ্টা
প্রশ্ন: একটি বালু ভর্তি ট্রাক A থেকে B পর্যন্ত যেতে ৩৯ কিমি/ঘন্টায় যায় এবং খালি অবস্থায় B থেকে A অবস্থানে ফিরে আসতে ৫২ কিমি/ঘন্টায় বেগে ফিরে আসে। ট্রাকটির গড় গতিবেগ কিমি/ঘণ্টা কত?
সমাধান:
দেওয়া আছে,
বালু ভর্তি অবস্থায় বেগ v1= ৩৯ কিমি/ঘণ্টা
খালি অবস্থায় বেগ v2= ৫২ কিমি/ঘণ্টা
গড় গতিবেগ = (২ × v1× v2)/(v1+ v2)
= (২ × ৩৯ × ৫২)/(৩৯ + ৫২ )
= ৪০৫৬ ÷ ৯১
= ৪৪.৫৭ কিমি/ঘণ্টা

0
Updated: 6 days ago