যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?
A
৬১৯৮
B
৬২৮৫
C
৬৩২৩
D
৬২১৭
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?
সমাধান:
PLAY = ৮১২৩
P = ৮
L = ১
A = ২
Y = ৩
RHYME = ৪৯৩৬৭
R = ৪
H = ৯
Y = ৩
M = ৬
E = ৭
∴ MALE = ৬২১৭
0
Updated: 1 month ago
Y চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে X চাকাটি কোন দিকে ঘুরবে?
Created: 1 month ago
A
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
B
ঘড়ির কাঁটার দিকে
C
যে কোন দিকে
D
স্থির থাকবে
প্রশ্ন: Y চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে X চাকাটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
দুটি চাকা পরস্পর সংলগ্নভাবে সংযুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
প্রদত্ত চিত্রে,
Y চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ২য় চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরবে।
২য় চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরলে ৩য় চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
৩য় চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ৪র্থ চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরবে।
৪র্থ চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরলে X চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
0
Updated: 1 month ago
"পদ্ম" শব্দের সমার্থক নয় কোনটি?
Created: 1 month ago
A
পুস্কর
B
রাজীব
C
অরবিন্দ
D
অদ্রি
প্রদত্ত শব্দগুলোর মধ্যে "অদ্রি" হলো "পদ্ম" শব্দের সমার্থক নয়।
-
পদ্ম এর সমার্থক: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কৈরব, নলিন, রাজীব, পুস্কর ইত্যাদি
-
অদ্রি: পর্বত শব্দের সমার্থক
উৎস:
0
Updated: 1 month ago
২০, ২৬, ১৮, ২৯, ১৬, ৩২, ১৪, ৩৫, ১২,…........... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
৩৮
B
২০
C
৪২
D
১৩
প্রশ্ন: ২০, ২৬, ১৮, ২৯, ১৬, ৩২, ১৪, ৩৫, ১২,…........... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
সমাধান:
এখানে
দুইটি ধারা বিদ্যমান
১ম ধারাটি ২০, ১৮, ১৬, ১৪, ১২................ [পার্থক্য ২ করে কমেছে]
২য় ধারাটি ২৬, ২৯, ৩২, ৩৫, ৩৮,................ [পার্থক্য ৩ বৃদ্ধি পেয়েছে]
ধারাটির পরবর্তী সংখ্যাটি = ৩৮
0
Updated: 1 month ago