রাজন পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে, বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। তারপর সে পূর্বদিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো। আবার সে দক্ষিণ দিকে 3 কি.মি. হাঁটলো । তারপর সে আরও 2 কি.মি. পূর্ব দিকে হাঁটলো। রাজন শুরুর বিন্দু থেকে সরাসরি কত দূরে আছে?
A
8 কি.মি.
B
10 কি.মি.
C
12 কি.মি.
D
14 কি.মি.
উত্তরের বিবরণ
প্রশ্ন: রাজন পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে, বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। তারপর সে পূর্বদিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো। আবার সে দক্ষিণ দিকে 3 কি.মি. হাঁটলো । তারপর সে আরও 2 কি.মি. পূর্ব দিকে হাঁটলো। রাজন শুরুর বিন্দু থেকে সরাসরি কত দূরে আছে?
সমাধান:
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান F
সরাসরি দূরত্ব AF = 5 + 3 = 8 কি.মি.
0
Updated: 1 month ago
খ, ক-এর থেকে খাটো, ক-এর থেকে গ লম্বা, ঘ-এর থেকে গ খাটো। ঙ, গ-এর থেকে খাটো কিন্তু ক-এর থেকে বড়। সবচেয়ে লম্বা কে?
Created: 1 month ago
A
খ
B
গ
C
ঘ
D
ঙ
প্রদত্ত তথ্য অনুযায়ী, বিভিন্ন বস্তুর দৈর্ঘ্য তুলনা করলে দেখা যায় ঘ সবচেয়ে লম্বা।
-
দৈর্ঘ্য সম্পর্ক:
-
খ, ক-এর থেকে খাটো
-
ক-এর থেকে গ লম্বা
-
ঘ-এর থেকে গ খাটো
-
ঙ, গ-এর থেকে খাটো কিন্তু ক-এর থেকে বড়
-
-
দৈর্ঘ্যের ক্রম (লম্বা থেকে খাটো): ঘ > গ > ঙ > ক > খ
-
সবচেয়ে লম্বা: ঘ
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
169
B
182
C
213
D
269
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 213
প্রদত্ত চিত্রে ঘড়ির কাঁটার দিকে,
প্রথম সংখ্যার দ্বিগুণ থেকে 1 বিয়োগ করে দ্বিতীয় সংখ্যাটি পাওয়া যায়।
দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণের সাথে 1 যোগ করলে তৃতীয় সংখ্যাটি পাওয়া যায়।
এই ক্রমে,
(2 × 2) - 1 = 4 - 1 = 3
(3 × 2) + 1 = 6 + 1 = 7
(7 × 2) - 1 = 14 - 1 = 13
(13 × 2) + 1 = 26 + 1 = 27
(27 × 2) - 1 = 54 - 1 = 53
(53 × 2) + 1 = 106 + 1 = 107
(107 × 2) - 1 = 214 - 1 = 213
0
Updated: 1 month ago
Elegy শব্দটির অর্থ কোনটি?
Created: 1 month ago
A
শোকগাথা
B
গীতিকা
C
সমাধি লিপি
D
প্রশংসাপত্র
Elegy শব্দের অর্থ হলো শোকগাথা বা বিলাপকাব্য, যা সাধারণত কোনো ব্যক্তির মৃত্যু বা দুঃখজনক ঘটনার প্রতি শোক প্রকাশের জন্য রচিত হয়। এটি গ্রিক শব্দ "elegos" থেকে উদ্ভূত, যার অর্থ শোকের গান বা কবিতা।
-
Elegy: শোকগাথা, বিলাপকাব্য
-
Ballad: গীতিকা
-
Epitaph: সমাধি লিপি
-
Testimonial: প্রশংসাপত্র
উৎস:
0
Updated: 1 month ago