প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
4
B
6
C
8
D
12
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
3 × 6 = 9 × 2 = 18.
4 × 3 = 6 × 2 = 12.
9 × 4 = 6 × 6 = 36.
0
Updated: 1 month ago
একটি পরিবারে স্বামী-স্ত্রী ও তাদের কয়েকজন সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে প্রত্যেক ছেলের দুইজন করে বোন এবং প্রত্যেক মেয়ের তিনজন করে ভাই রয়েছে। পরিবারের মোট সদস্যসংখ্যা কত?
Created: 1 month ago
A
৭ জন
B
৮ জন
C
১২ জন
D
১৪ জন
প্রশ্নটিকে ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক।
প্রদত্ত তথ্য:
-
পরিবারে স্বামী ও স্ত্রী = ২ জন।
-
সন্তানদের মধ্যে প্রতিটি ছেলের ২ জন বোন আছে।
-
সন্তানদের মধ্যে প্রতিটি মেয়ের ৩ জন ভাই আছে।
সমাধান:
-
ধরুন, ছেলে = এবং মেয়ে =
-
প্রতিটি ছেলের ২ জন বোন →
-
প্রতিটি মেয়ের ৩ জন ভাই →
মোট সন্তান সংখ্যা:
মোট পরিবার সদস্য: স্বামী + স্ত্রী + সন্তান =
উপসংহার:
পরিবারের মোট সদস্য সংখ্যা = ৭ জন।
0
Updated: 1 month ago
নিচের এলোমেলো বর্ণ দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষরটি হবে-
Created: 1 month ago
A
ব
B
ও
C
আ
D
য়া
প্রশ্ন: নিচের এলোমেলো বর্ণ দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষরটি হবে-
হা ব আ ও য়া
সমাধান:
এলোমেলো বর্ণ দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দটি হবে আবহাওয়া।
∴ শব্দের শেষ অক্ষরটি 'য়া'।
0
Updated: 1 month ago
এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল?
Created: 1 month ago
A
১২০ কি.মি
B
১৬০ কি.মি
C
১৫০ কি.মি
D
৯০ কি.মি
প্রশ্ন: এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল?
সমাধান:
ধরি,
ঘণ্টায় ৬০ কি.মি বেগে যায় = x কি.মি
∴ ঘণ্টায় ৪০ কি.মি বেগে যায় = (২৪০ - x) কি.মি
প্রশ্নমতে,
(x/৬০) + (২৪০ - x)/৪০ = ৫
বা, {২x + ৩(২৪০ - x)}/১২০ = ৫
বা, (২x + ৭২০ - ৩x)/১২০ = ৫
বা, (৭২০ - x)/১২০ = ৫
বা, ৭২০ - x = ৬০০
বা, - x = ৬০০ - ৭২০
বা, - x = -১২০
∴ x = ১২০
∴ সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে ১২০ কিলোমিটার গিয়েছিল।
0
Updated: 1 month ago