৮, ৭, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৩ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফলকে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে?
A
০
B
৩
C
১
D
২
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৮, ৭, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৩ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফলকে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে?
সমাধান:
প্রদত্ত সংখ্যাগুলো = ৮, ৭, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৩
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো = ৯,৩,৬,৩
সংখ্যাগুলোর যোগফল = ৯ + ৩ + ৬ + ৩ = ২১
২১ ÷ ৭ = ৩
ভাগশেষ = ০

0
Updated: 15 hours ago
সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪
Created: 11 hours ago
A
৫৬
B
৪২
C
৪৮
D
৫২
প্রশ্ন: সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪
সমাধান:
২৩ - ২২ = ৮ - ৪ = ৪
৩৩ - ৩২ = ২৭ - ৯ = ১৮
৪৩ - ৪২ = ৬৪ - ১৬ = ৪৮
৫৩ - ৫২ = ১২৫ - ২৫ = ১০০
৬৩ - ৬২ = ২১৬ - ৩৬ = ১৮০
৭৩ - ৭২ = ৩৪৩ - ৪৯ = ২৯৪

0
Updated: 11 hours ago
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসালে চিত্রটি পরিপূর্ণ হবে?
Created: 3 weeks ago
A
1
B
2
C
3
D
4
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসালে চিত্রটি পরিপূর্ণ হবে?


সমাধান:
সঠিক উত্তর- গ) 3 
প্রশ্নবোধক স্থানে (3) নং চিত্রটি বসালে চিত্রটি পরিপূর্ণ হবে।
সম্পূর্ণ চিত্রটি হবে-


0
Updated: 3 weeks ago
যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?
Created: 15 hours ago
A
৬১৯৮
B
৬২৮৫
C
৬৩২৩
D
৬২১৭
প্রশ্ন: যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?
সমাধান:
PLAY = ৮১২৩
P = ৮
L = ১
A = ২
Y = ৩
RHYME = ৪৯৩৬৭
R = ৪
H = ৯
Y = ৩
M = ৬
E = ৭
∴ MALE = ৬২১৭

0
Updated: 15 hours ago