৬টা ৪৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
A
৫৭.৫°
B
৪৭.৫°
C
৬৭.৫°
D
৭৫.৫°
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৬টা ৪৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
সমাধান:
মধ্যবর্তী কোণ = │(11m - 60h)/2 │°
= │(11 × 45 - 60 × 6)/2│°
= │(495 - 360)/2│°
= │135/2│°
= 67.5°
0
Updated: 1 month ago
Wages শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
রাষ্ট্রদূত
B
মজুরী
C
ধ্বনিবিদ্যা
D
ন্যায়পাল
Wage বা Salary শব্দের বাংলা পারিভাষিক শব্দ হলো মজুরী।
অন্যদিকে:
-
Ambassador: রাষ্ট্রদূত
-
Phonetics: ধ্বনিবিদ্যা
-
Ombudsman: ন্যায়পাল
উৎস:
0
Updated: 1 month ago
উপরের চিত্রে কতটি ত্রিভুজ আছে?
Created: 1 month ago
A
৯টি
B
১২টি
C
১১টি
D
১০টি
চিত্রে ১টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৬ টি।
চিত্রে ২টি করে ঘর নিয়ে ত্রিভুজ (12, 34, 56) আছে ৩ টি।
চিত্রে ৪টি করে ঘর নিয়ে ত্রিভুজ (1234, 3456) আছে ২টি।
∴ মোট ত্রিভুজ আছে = (৬ + ৩ + ২) = ১১ টি
0
Updated: 1 month ago
নিচের এলোমেলো বর্ণগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি কিসের সাথে সম্পর্কিত?
"S, L, I, O, D, D, A, F, F"
Created: 1 month ago
A
Poem
B
Play
C
Essay
D
Autobiography
প্রদত্ত বর্ণগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি গঠিত হয় তা হলো DAFFODILS, যা William Wordsworth রচিত একটি কবিতার নাম।
-
প্রদত্ত বর্ণসমূহ: S, L, I, O, D, D, A, F, F
-
সঠিক ক্রমে সাজালে: DAFFODILS
-
DAFFODILS হলো প্রকৃতি ও সৌন্দর্যকে কেন্দ্র করে রচিত একটি কবিতা।
-
কবিতাটিতে ফুলের সৌন্দর্য, প্রকৃতির আনন্দ এবং মানুষের মানসিক প্রশান্তি তুলে ধরা হয়েছে।
0
Updated: 1 month ago