নিচের কোনটি সবচেয়ে ছােট?
A
১৮/৩৬
B
৪/১২
C
৫/৩
D
১৬/৩১
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
সমাধান:
এখানে,
১৮/৩৬ = ০.৫
৪/১২ = ০.৩৩৩
৫/৩ = ১.৬৬৭
১৬/৩১ = ০.৫১৬
সবচেয়ে ছােট সংখ্যা ৪/১২
0
Updated: 1 month ago
তৃতীয় চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 2 months ago
A
20
B
21
C
25
D
30
প্রশ্ন: তৃতীয় চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 25
• প্রতিটি চিত্রের উপরের দুইটি সংখ্যার গুনফলের বর্গমূল হবে নিচের সংখ্যাটি।
প্রথম চিত্রে,
√(4 × 9)
= √36 = 6
দ্বিতীয় চিত্রে,
√(9 × 16)
= √144 = 12
তৃতীয় চিত্রে,
ধরি, সংখ্যাটি = x
∴ √(16x) = 20
⇒ 16x = 400
⇒ x = 400/16
⇒ x = 25
0
Updated: 2 months ago
সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪
Created: 1 month ago
A
৫৬
B
৪২
C
৪৮
D
৫২
প্রশ্ন: সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪
সমাধান:
২৩ - ২২ = ৮ - ৪ = ৪
৩৩ - ৩২ = ২৭ - ৯ = ১৮
৪৩ - ৪২ = ৬৪ - ১৬ = ৪৮
৫৩ - ৫২ = ১২৫ - ২৫ = ১০০
৬৩ - ৬২ = ২১৬ - ৩৬ = ১৮০
৭৩ - ৭২ = ৩৪৩ - ৪৯ = ২৯৪
0
Updated: 1 month ago
হাঁস ও ছাগল একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি। তা হলে কতটি হাঁস আছে?
Created: 1 month ago
A
৪০ টি
B
৬৫ টি
C
২০ টি
D
৬০ টি
প্রশ্ন: হাঁস ও ছাগল একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি। তা হলে কতটি হাঁস আছে?
সমাধান:
ধরি,
হাঁস আছে ক টি
ছাগল আছে = (৮০ - ক)টি
প্রশ্নমতে,
২ক + ৪(৮০ - ক) = ২০০
বা, ২ক + ৩২০ - ৪ক = ২০০
বা, ৩২০ - ২ক = ২০০
বা, - ২ক = ২০০ - ৩২০
বা, - ২ক = - ১২০
∴ ক = ৬০
∴ হাঁস আছে ৬০ টি।
0
Updated: 1 month ago