"Kubla Khan" is often described as a "fragment" or "dream-vision" because:
A
Coleridge never intended it to be a finished poem.
B
He was interrupted while writing it and could not recall the rest of his dream.
C
It was part of a larger, unfinished epic poem.
D
It only describes a small portion of Kubla Khan's life.
উত্তরের বিবরণ
Coleridge তাঁর কবিতার প্রিফেস-এ উল্লেখ করেছেন যে তিনি এই কাজটি রচনা করেছিলেন একটি opium-induced dream থেকে জেগে উঠার পরে। তিনি প্রথম অংশের দৃষ্টি বা vision লিখে রেখেছিলেন,
কিন্তু তখনই একজন দর্শক এসে বাধা দেন, যিনি “a person on business from Porlock” হিসেবে পরিচিত। দর্শক চলে যাওয়ার পরে, Coleridge লক্ষ্য করেন যে তিনি আর বাকী স্বপ্নটি মনে রাখতে পারছেন না, ফলে কবিতাটি unfinished fragment হিসেবে থেকে যায়।
-
Coleridge-এর লেখা অনুযায়ী, কবিতার প্রথম অংশটি মূলত তার স্বপ্নের অংশের প্রতিফলন।
-
Porlock visitor গল্পটি সাহিত্য ইতিহাসে বিখ্যাত হয়ে গেছে, কারণ এটি কবিতার অগ্রগতি বাধাগ্রস্ত করার একটি প্রতীক।
-
কবিতার অবশিষ্ট অংশ হারানোর কারণে এটি কখনও পূর্ণাঙ্গ রূপ পায়নি।
-
এই ঘটনা দেখায় কিভাবে external interruption এবং ব্যক্তিগত অভিজ্ঞতা সাহিত্যিক কাজকে প্রভাবিত করতে পারে।
0
Updated: 1 month ago
What is the symbolic meaning of the albatross hung around the Mariner’s neck?
Created: 1 month ago
A
It represents the Mariner’s guilt and burden for killing the bird
B
It shows his loyalty to the captain
C
It symbolises the courage to face the storm
D
It signifies the crew’s trust in him
কবিতায় আলবাট্রসকে মেরিনারের ঘাড়ে ঝুলানো হয়। এটি তার অপরাধ ও দোষবোধের প্রতীক। পাখি হত্যা করার পর তার ওপর মানসিক ও আত্মিক শাস্তি এসে পড়ে। মেরিনার প্রতিনিয়ত তার ভুলের স্মরণে কষ্ট পায়।
Coleridge এখানে দেখিয়েছেন যে, প্রকৃতির প্রতি অবজ্ঞা এবং অহংকার মানুষের জীবনে স্থায়ী প্রভাব ফেলতে পারে। আলবাট্রস প্রতীকী হয়ে দাঁড়ায়—প্রকৃতির প্রতি শ্রদ্ধার অভাবের ফলস্বরূপ নৈতিক ও আধ্যাত্মিক বোঝা।
0
Updated: 1 month ago
Besides the Mariner, who are the three people on the rescue boat?
Created: 2 months ago
A
Three angelic spirits in human form
B
The Wedding-Guest, his Bride, and the Priest
C
The Captain, the Cook, and the Doctor
D
The Pilot, the Pilot's Boy, and the Hermit
In the final part of "The Rime of the Ancient Mariner", the Mariner is rescued by three distinct characters, each playing a unique role in the story. এই তিনজনই আলাদাভাবে গল্পের মোড়কে গুরুত্বপূর্ণ।
-
The Pilot: He is the sailor who is navigating the boat and first notices the Mariner’s ship. যখন Mariner হঠাৎ জীবিত হয়ে ওঠে, Pilot এবং Hermit দুজনই ভীত হয়ে যায়।
-
The Pilot’s Boy: He assists the Pilot in rowing the boat. যখন Mariner তাদের তীরে পৌঁছে দেয়, ছেলে ভয় পেয়ে হেসে ফেলে, মনে করে Mariner একজন শয়তান। Quote: “The Devil knows how to row.”
-
The Hermit: A religious recluse living in the woods, who prays three times a day. তিনি Mariner-এর confession শুনেন এবং Mariner-এর গল্পের পর প্রশ্ন করেন: “what manner of man art thou?”
0
Updated: 1 month ago
The epigraph of "Dejection: An Ode" is taken from which ballad?
Created: 2 months ago
A
"The Unquiet Grave"
B
"La Belle Dame Sans Merci"
C
"Ballad of Sir Patrick Spence"
D
"Bonny Barbara Allen"
The epigraph from the “Ballad of Sir Patrick Spence” does more than just decorate the poem—it establishes both tone and theme:
-
Somber and ominous tone: The imagery of a “new Moon with the old Moon in her arms” is eerie and unnatural, suggesting something is wrong or out of balance.
-
Foreshadowing inner turmoil: Just as the sailors in the ballad anticipate a literal storm, Coleridge’s speaker anticipates an emotional and creative storm—his own dejection and loss of imaginative power.
-
Connection to nature and fate: The epigraph reflects a Romantic preoccupation with nature as a mirror of human emotion, showing how external signs (the moon, the storm) symbolize inner states of mind.
In short, the epigraph sets up the central metaphor of the poem: the poet’s inner dejection as a turbulent storm threatening to overwhelm his spirit.
0
Updated: 2 months ago