FEARLESS : DAUNT::
A
perplexed : enlighten
B
nondescript : neglect
C
avaricious : motivate
D
impassive : perturb
উত্তরের বিবরণ
Analogy: FEARLESS : DAUNT :: impassive : perturb
-
FEARLESS অর্থ নির্ভীক বা শঙ্কাহীন।
-
DAUNT অর্থ নিরুৎসাহিত বা ভীত করা।
-
একটি fearless ব্যক্তি কখনো daunt করা যায় না; অর্থাৎ বৈশিষ্ট্যের বিপরীত।
-
IMPASSIVE অর্থ নির্বিকার বা নিরাবেগ।
-
PERTURB অর্থ উত্তেজিত বা ব্যাকুল করা।
-
একটি impassive ব্যক্তি perturb করা যায় না; অর্থাৎ বৈশিষ্ট্যের বিপরীত।
-
Other options (for reference):
-
ক) perplexed : enlighten – হতবুদ্ধি : জ্ঞানদান করা; সম্পর্ক নেই।
-
খ) nondescript : neglect – সহজে শ্রেণিভুক্ত করা যায় না : অবহেলা; সম্পর্ক নেই।
-
গ) avaricious : motivate – লোভী : উদ্বুদ্ধ করা; সম্পর্ক নেই।
-
ঘ) impassive : perturb – নির্বিকার : উত্তেজিত করা; বৈশিষ্ট্যের বিপরীত, সঠিক মিল।
-

0
Updated: 17 hours ago
What is the meaning of “Belligerent”?
Created: 1 month ago
A
Kind
B
Peaceful
C
Friendly
D
Aggressive
Correct Answer
ঘ) Aggressive ✅
Explanation:
-
Belligerent (Adjective, Noun)
-
Bangla Meaning: যুদ্ধরত, যুধ্যমান।
-
English Meaning: inclined to or exhibiting assertiveness, hostility, or combativeness.
-
-
Aggressive (Adjective)
-
Bangla Meaning: আক্রমণাত্মক, রাগান্বিত এবং হিংসাত্মক।
-
English Meaning: tending toward or exhibiting aggression.
-
Other Options
ক) Kind → সদয়, সহানুভূতিশীল।
খ) Peaceful → শান্তিপূর্ণ, শান্তিকামী।
গ) Friendly → বন্ধুত্বপূর্ণ, সহৃদয়, মিত্রোপযুক্ত।

0
Updated: 1 month ago
A person whose 'head' is in the clouds is-
Created: 2 months ago
A
proud
B
a day dreamer
C
an aviator
D
useless
A person whose head is in the clouds is - a day dreamer.
Have one’s head in the clouds:
English Meaning: (of a person) out of touch with reality/day dreaming.
Bangla Meaning: পরিস্থিতি সম্পর্কে পুর্ণ ধারণা না রাখা / আকাশ কুসুম কল্পনা।
Ex. Sentence: He's always got his head in the clouds.
Bangla Meaning: সে সর্বদাই দিবা-স্বপ্নে বিভোর থাকে।
• অন্য অপশনগুলোর অর্থ -
ক) proud -
- (সদার্থে) গর্বিত; মর্যাদাবান।
- (কদার্থে) উদ্ধত; অহংকারী; প্রগলভ; অহংকৃত; দাম্ভিক।
গ) an aviator
- একজন বিমান, নভোযান বা বেলুনের চালক; বৈমানিক।
ঘ) useless
- অকাজের; মূল্যহীন; অর্থহীন; অপদার্থ; অকেজো; অকার্যকর
Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
Which part of a letter contains the sender’s address and the date?
Created: 1 month ago
A
Salutation
B
Heading
C
Body
D
Closing
Correct Answer
খ) Heading ✅
Explanation:
-
চিঠির উপরের অংশে যেখানে প্রেরকের ঠিকানা ও তারিখ লেখা থাকে, সেটাকে Heading বলা হয়।
Other Options
ক) Salutation → চিঠির অভিবাদন, যেমন: Dear Sir.
গ) Body → চিঠির মূল অংশ, যেখানে বার্তার বিস্তারিত লেখা হয়।
ঘ) Closing → চিঠির শেষের অংশ, যেখানে বিদায়মূলক শব্দ যেমন: Yours sincerely লেখা হয়।

0
Updated: 1 month ago