Mr Hasan deals ____ bricks.
A
with
B
in
C
by
D
on
উত্তরের বিবরণ
বাক্যটি “Mr Hasan deals in bricks” বোঝায় যে মিস্টার হাসান ইটের ব্যবসা করছেন। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Deal in হলো একটি phrase, যার অর্থ কোনো পণ্য বা সামগ্রী ক্রয়-বিক্রয় করা বা ব্যবসা করা।
-
এখানে মিস্টার হাসান ইট কেনেন এবং বিক্রি করেন; অর্থাৎ ইট ব্যবসায় জড়িত।
-
Deal with হলে অর্থ হবে কোনো সমস্যা বা বিষয় মোকাবেলা করা, যা এখানে প্রযোজ্য নয়।
-
বাক্যে in প্রিপজিশন ব্যবহার করা ঠিক, কারণ এটি ব্যবসার পণ্য বা পরিষেবার সঙ্গে সম্পর্ক প্রকাশ করে।
-
Other options:
-
ক) with – “deal with” মানে সমস্যা বা কাজ সামলানো; ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
-
গ) by – প্রিপজিশন হিসেবে অর্থের সঙ্গে মিল নেই।
-
ঘ) on – সাধারণত ব্যবসার জন্য ব্যবহৃত হয় না।
-
0
Updated: 1 month ago
Which of the following was written by William Makepeace Thackeray?
Created: 1 month ago
A
Joseph Andrews
B
Silas Marner
C
Vanity Fair
D
The Old Bachelour
Vanity Fair উপন্যাসটি William Makepeace Thackeray রচিত।
Vanity Fair
-
এটি Thackeray-এর লেখা উপন্যাস।
-
Thackeray ছিলেন Victorian Period-এর একজন ঔপন্যাসিক।
-
উপন্যাসটি ১৮৪৭ থেকে ১৮৪৮ সাল পর্যন্ত monthly installments-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
বই আকারে প্রকাশিত হয় ১৮৪৮ সালে।
-
Thackeray-এর পূর্বের সাহিত্য বেশিরভাগ ছদ্মনাম বা unsigned নামে প্রকাশিত হলেও Vanity Fair তাঁর নিজের নামে প্রকাশিত প্রথম লেখা।
-
উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র: Becky Sharp, একজন মেয়ে।
William Makepeace Thackeray (1811–1863)
-
Indian-born British novelist।
-
Victorian Period-এর একজন বিশিষ্ট ঔপন্যাসিক।
-
The Cornhill Magazine-এর founder।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Vanity Fair
-
Barry Lyndon
-
The Rose and the Ring
-
The Virginians: A Tale of the Last Century
-
Catherine: A Story
-
The Newcomers
-
The Virginians ইত্যাদি
অন্য লেখক ও তাদের কাজ:
-
Joseph Andrews – Henry Fielding
-
Silas Marner – George Eliot
-
The Old Bachelor – William Congreve
উৎস:
0
Updated: 1 month ago
"Colonel Jack is the title character of a novel" created by-
Created: 2 months ago
A
Herman Malville
B
G. B. Shaw
C
Daniel Defoe
D
Rudyard Kipling
Colonel Jack
Author: Daniel Defoe
-
Colonel Jack হলো Daniel Defoe রচিত একটি উপন্যাস।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৭২২ সালে।
-
উপন্যাসটি একটি picaresque novel।
-
কাহিনী মূলত title character Colonel Jack-এর জীবনকে ঘিরে আবর্তিত।
-
Jack একজন তরুণ, যার জীবন ভরা অপরাধ, অনুশোচনা এবং সামাজিক অবস্থান পরিবর্তনের সংগ্রামে।
Main Characters
-
Jack (Colonel Jack)
-
Jack’s Father
-
Martha
-
The Highwayman
-
The Thieves
-
The Merchant
-
The Reverend
-
The Prince
Daniel Defoe (1660–1731)
-
তিনি ছিলেন একজন English novelist, pamphleteer এবং journalist।
-
আধুনিক ইংরেজি উপন্যাসের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত।
-
তাঁর সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম হলো Robinson Crusoe (১৭১৯), যা তাকে বিশ্বসাহিত্যে অমর করেছে।
-
তাঁর রচনাশৈলী ছিল সহজ, প্রাণবন্ত ও পাঠকনির্ভর, যা পাঠকদের সহজেই আকর্ষণ করে।
Notable Works
-
Robinson Crusoe
-
Captain Singleton
-
Colonel Jack
-
Moll Flanders
Source: Britannica
0
Updated: 2 months ago
Which of the following is a Coordinating Conjunction?
Created: 2 months ago
A
After
B
If
C
Once
D
Nor
• Conjunction
-
যে Part of Speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
Three Basic Types of Conjunctions:
1. Coordinating Conjunctions:
-
যা সমমানের দুইটি Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে।
-
অর্থাৎ, Coordinating Conjunctions সমান গুরুত্বসম্পন্ন দুটি Word, Phrase বা Clause যুক্ত করতে ব্যবহৃত হয়।
-
Examples: and, or, but, nor ইত্যাদি।
2. Subordinating Conjunctions:
-
যে Conjunction একটি Clause-এর শুরুতে বসে অন্য Clause-এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
-
অর্থাৎ, Subordinating Conjunctions একটি Clause অন্য Clause-এর ওপর নির্ভরশীল হলে ব্যবহৃত হয়।
-
Examples: how, if, lest, after, although, as, because, before, even if, even though, once, since, unless, until, when, where, while ইত্যাদি।
3. Correlative Conjunctions:
-
পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত Conjunction গুলোই Correlative Conjunctions।
-
অর্থাৎ, Correlative Conjunctions সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এবং একই ধরনের Word বা Phrase যুক্ত করে।
-
Examples: either…or, neither…nor, not only…but also, both…and, whether…or, as…as ইত্যাদি।
0
Updated: 2 months ago