Mr Hasan deals ____ bricks.
A
with
B
in
C
by
D
on
উত্তরের বিবরণ
বাক্যটি “Mr Hasan deals in bricks” বোঝায় যে মিস্টার হাসান ইটের ব্যবসা করছেন। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Deal in হলো একটি phrase, যার অর্থ কোনো পণ্য বা সামগ্রী ক্রয়-বিক্রয় করা বা ব্যবসা করা।
-
এখানে মিস্টার হাসান ইট কেনেন এবং বিক্রি করেন; অর্থাৎ ইট ব্যবসায় জড়িত।
-
Deal with হলে অর্থ হবে কোনো সমস্যা বা বিষয় মোকাবেলা করা, যা এখানে প্রযোজ্য নয়।
-
বাক্যে in প্রিপজিশন ব্যবহার করা ঠিক, কারণ এটি ব্যবসার পণ্য বা পরিষেবার সঙ্গে সম্পর্ক প্রকাশ করে।
-
Other options:
-
ক) with – “deal with” মানে সমস্যা বা কাজ সামলানো; ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
-
গ) by – প্রিপজিশন হিসেবে অর্থের সঙ্গে মিল নেই।
-
ঘ) on – সাধারণত ব্যবসার জন্য ব্যবহৃত হয় না।
-

0
Updated: 17 hours ago
"Economic slowdown" can be defined with the word-
Created: 2 days ago
A
Boom
B
Depreciation
C
Inflation
D
Stagflation
Economic slowdown শব্দের সাথে সম্পর্কিত শব্দ হলো Stagflation।
Stagflation (Noun)
-
English Meaning: An economic situation in which prices keep rising but economic activity does not increase.
-
Bangla Meaning: শব্দটি stagnation ও inflation শব্দদ্বয়ের সন্ধিবদ্ধ রূপ; অর্থাৎ এমন সময়সীমা যখন মুদ্রাস্ফীতি দেখা দেয় কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না।
Example:
-
The oil shock helped tip the US into stagflation with prices rising 13% a year.
অন্য বিকল্পসমূহ:
-
ক) Boom – বাজারের তেজিভাব; আকস্মিক ক্রয়বিক্রয় বৃদ্ধি; অর্থনীতির দ্রুত বৃদ্ধি, slowdown-এর বিপরীত।
-
খ) Depreciation – সম্পদের মানের অবচয় (সমগ্র অর্থনীতিতে নয়)।
-
গ) Inflation – মুদ্রাস্ফীতি; দাম বৃদ্ধি (স্লোডাউন ছাড়া ও হতে পারে)।
উৎস:

0
Updated: 2 days ago
Though he was weak, he went to school.
Make it simple-
Created: 1 month ago
A
He was weak and he went to school.
B
He went to school though he was weak.
C
Despite his weakness, he went to school.
D
He was weak but he went to school.
Complex Sentence:
-
Though he was weak, he went to school.
Rule for Simplification (verb “to be” present in clause):
-
Though / Although → In spite of / Despite
-
Subject → possessive form (his, her, their…)
-
Verb “to be” → being
-
বাক্যবিন্যাসের বাকী অংশ অপরিবর্তিত রাখুন
-
Optionally, adjective → noun করে সরাসরি ব্যবহার করা যায় (being এর প্রয়োজন হয় না)
Simple Sentence:
-
Despite / In spite of + his + being weak, he went to school.
-
Despite / In spite of + his + weakness, he went to school. ✅ (preferred)
Correct Answer: গ) Despite his weakness, he went to school.

0
Updated: 1 month ago
Before submitting the project, the manager asked her assistant to ______ the final draft for any errors.
Created: 1 month ago
A
look up
B
look into
C
look over
D
look after
Phrasal Verb: Look over
-
English Meaning: to quickly examine something
-
Bangla Meaning: পরিদর্শন করা; পরীক্ষা করা
ব্যবহার:
-
কোন বিষয়ে পরীক্ষা বা পরিদর্শন বোঝাতে look over ব্যবহৃত হয়।
Example Sentence:
-
English: Before submitting the project, the manager asked her assistant to look over the final draft for any errors.
-
Bangla: প্রজেক্ট জমা দেওয়ার আগে, ম্যানেজার তার সহকারীকে খসড়া কপিটি কোনো ভুল আছে কি না তা দেখে নিতে বললেন।
অন্যান্য Related Phrasal Verbs
-
Look after → দেখাশুনা করা
-
Look into → গভীর পর্যবেক্ষণ করা
-
Look upon → বিবেচনা করা
-
Look down upon → খারাপ দৃষ্টিভঙ্গি দেখা
-
Look up to → শ্রদ্ধা করা
-
Look out for → আশা করা বা খেয়াল রাখা
-
Look to → সতর্ক করা
-
Look on → বিবেচনা করা
-
Look up → অভিধানে খোঁজা বা তথ্য খোঁজা
-
Look in (on somebody) → অল্পক্ষণের জন্য দেখা করতে আসা

0
Updated: 1 month ago