I would give my right arm if I got tickets for that concert.
The underelined phrase means:
A
do absolutely anything
B
do something stupid
C
do something dangerous
D
do nothing
উত্তরের বিবরণ
“Give my right arm” একটি idiom, যা বোঝায় যে কেউ কোনো কিছুর জন্য এতটাই আকাঙ্ক্ষী যে প্রায় যেকোনো কিছু করতে প্রস্তুত।
-
I would give my right arm মানে হলো “আমি আমার খুব মূল্যবান কিছু দিয়ে থাকব”, অর্থাৎ সেটা পাওয়ার জন্য যেকোনো কিছু করতে রাজি।
-
এখানে আসলে কেউ হাত দিয়ে দেয় না; এটি শুধুমাত্র উদাহরণ হিসেবে ব্যবহার করা হয় যে কতটা প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে।
-
উদাহরণ: ঐ কনসার্টের টিকিট পেতে আমি আমার জীবনের খুব মূল্যবান কিছু দিয়েও তার জন্য যা কিছু দরকার সব করব।
-
এটি বোঝায় যে ব্যক্তি খুব উৎসাহী এবং তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত।

0
Updated: 17 hours ago
Choose the antonym of “Feeble.”:
Created: 1 month ago
A
Weak
B
Fragile
C
Mighty
D
Delicate
Correct Answer
গ) Mighty ✅
Explanation:
-
Feeble
-
Bangla Meaning: দুর্বল, নিস্তেজ, ক্ষীণ।
-
English Meaning: markedly lacking in strength.
-
-
Mighty
-
Bangla Meaning: পরাক্রমশালী।
-
English Meaning: possessing might; powerful.
-
Other Options
ক) Weak → দুর্বল, ভঙ্গুর; lacking strength।
খ) Fragile → ভঙ্গুর, ক্ষণভঙ্গুর; easily broken or destroyed।
ঘ) Delicate → সুকুমার, পেলব; pleasing to the senses।
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
A lost opportunity never returns. Here 'lost' is a -
Created: 3 weeks ago
A
gerund
B
verbal noun
C
gerundial infinitive
D
participle
Participle
উদাহরণ বাক্য: “A lost opportunity never returns.”
এখানে ‘lost’ হলো participle। কেন?
-
Verb ও Adjective উভয় কাজ করছে:
-
‘lost’ এর মূল রূপ হলো verb (lose), কিন্তু এখানে এটি noun opportunity কে modify করছে।
-
অর্থাৎ, এটি ইতিমধ্যে ‘opportunity’ হারিয়ে গেছে—এই তথ্যটি প্রকাশ করছে।
-
-
Participle কি?
-
যে শব্দ একসাথে verb এবং adjective (মাঝে মাঝে adverb) এর কাজ করে, তাকে participle বলা হয়।
-
সহজভাবে বলতে গেলে, participle হলো verb এর একটি রূপ যা noun বা pronoun কে describe করে।
-
-
রূপ অনুযায়ী participle:
-
Present Participle: ends in -ing
-
উদাহরণ: Do not disturb a sleeping dog.
-
-
Past Participle: ends in -ed, -d, -t, -en, -n
-
উদাহরণ: This is a book written by Charles Dickens.
-
-
Perfect Participle: formed with having + past participle
-
উদাহরণ: Having eaten rice, he went to bed.
-
-
সারসংক্ষেপ:
-
“lost” এখানে past participle।
-
এটি noun opportunity কে modify করছে এবং verb এর অর্থও বহন করছে।
-
তাই, যেকোনো শব্দ যা একই সঙ্গে verb এবং adjective হিসেবে কাজ করে, তাকে participle বলা হয়।
সূত্র: Azar, Betty Schrampfer. Understanding and Using English Grammar. 5th Edition. Pearson Education.

0
Updated: 3 weeks ago
His rude behavior made her _____.
Created: 3 weeks ago
A
crying
B
to cry
C
cry
D
cried
✦ Topic: Causative Verb – Make
Complete Sentence Example
-
His rude behavior made her cry.
Rule for Make
-
Make + person + base form of verb
-
Example: He made me laugh.
-
-
যদি subject নিজে কাজ না করে অন্যকে কাজ করায়, তখন causative verb হিসেবে ব্যবহৃত হয়।
Common Causative Verbs
-
Help, Get, Have, Let, Make
-
Many verbs can be turned into causative verbs by using Make, Have, Get + verb.

0
Updated: 3 weeks ago