She always tries to ____ her classmates.
A
put on
B
run on
C
call on
D
tell on
উত্তরের বিবরণ
বাক্যটি “She always tries to tell on her classmates” বোঝায় যে সে নিয়মিত নিজের সহপাঠীদের সম্পর্কে অভিযোগ করতে চেষ্টা করে। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Tell on হলো একটি phrasal verb, যার অর্থ কারও নামে অভিযোগ দেওয়া, বিশেষ করে শিক্ষক, অভিভাবক বা কর্তৃপক্ষের কাছে।
-
এটি সাধারণত নালিশ করা বা অভিযোগ করার জন্য ব্যবহার হয়।
-
Other options:
-
ক) put on – মানে “পরা” (যেমন জামাকাপড় পরা); এখানে প্রাসঙ্গিক নয়।
-
খ) run on – মানে “চালিত হওয়া” (যেমন train runs on coal); অর্থের সঙ্গে মিল নেই।
-
গ) call on – মানে কারও সাথে দেখা করা বা কারও কাছে কিছু চাওয়া; এখানে প্রাসঙ্গিক নয়।
-

0
Updated: 17 hours ago
Sitting happily, the chicken laid eggs. The underlined part is a/an—
Created: 1 week ago
A
noun clause
B
subordinate clause
C
independent clause
D
coordinate clause
আন্ডারলাইন করা অংশটি মূলত একটি Phrase, কারণ এখানে Subject এবং Finite Verb নেই। Clause বলতে বোঝায় বাক্যের এমন একটি অংশ যেখানে Subject এবং Finite Verb থাকে। তবে এর Function অনুযায়ী একে Clause হিসেবে ধরলে, এটি একটি Subordinate Clause হবে।
-
এটি Verb "laid" (ডিম পাড়া)-কে Modify করছে।
-
Verb-কে Modify করার কারণে এটি Adverb এর ভূমিকা পালন করছে।
-
যেহেতু Adverb Clause হলো subordinate clause-এর একটি ধরন, তাই একে subordinate clause বলা যায়।

0
Updated: 1 week ago
Who wrote the novel 'The Rainbow'?
Created: 2 days ago
A
Joseph Conrad
B
H. G. Wells
C
James Joyce
D
D. H. Lawrence
The novel: The Rainbow
-
এটি D. H. Lawrence রচিত একটি গুরুত্বপূর্ণ উপন্যাস।
-
প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের অল্প সময়ের মধ্যেই যৌন উপাদানের কারণে এটি obscene বা অশ্লীল এবং আপত্তিকর উপন্যাস হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে নিষিদ্ধও করা হয়।
-
উপন্যাসটি আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের মধ্যে দ্বন্দ্ব এবং মানব মননের উপর এর প্রভাবকে কেন্দ্র করে লেখা।
-
লেখক বিবাহের মতো প্রথাকে ব্যর্থ ও অপ্রয়োজনীয় প্রমাণ করার চেষ্টা করেছেন।
-
Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী উপন্যাসের মূল কেন্দ্রবিন্দু।
D. H. Lawrence (1885–1930)
-
পুরো নাম: David Herbert Lawrence
-
তিনি একজন ইংরেজ ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
-
তার উল্লেখযোগ্য প্রভাবশালী উপন্যাসসমূহ তাকে ২০শ শতাব্দীর একজন প্রধান ইংরেজ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Famous Novels:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover ইত্যাদি
উৎস:

0
Updated: 2 days ago
They were deprived ______ their rights.
Created: 3 weeks ago
A
with
B
by
C
of
D
from
Complete sentence: They were deprived of their rights.
Explanation:
-
The verb “deprive” is always followed by the preposition “of” when indicating what someone has been denied or prevented from having.
-
Structure: deprive + someone + of + something
Examples:
-
The child was deprived of love and care.
-
She was deprived of her inheritance.
-
Many citizens were deprived of basic education.
Sources:
-
Oxford Learner's Dictionaries
-
Accessible Dictionary

0
Updated: 3 weeks ago