The train ____ coal.
A
bears on
B
carryes on
C
lays on
D
runs on
উত্তরের বিবরণ
বাক্যটি “The train runs on coal” বোঝায় যে ট্রেনটি কয়লা ব্যবহার করে চলাচল করে। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Runs on মানে হলো কোনো বিশেষ জ্বালানি বা শক্তির উৎস ব্যবহার করে চালিত হওয়া।
-
“The train runs on coal” অর্থ ট্রেনটি চলার জন্য কয়লা ব্যবহার করে।
-
এখানে runs on অর্থ “চালিত হয়” বা “চলে”।
-
Other options:
-
ক) bears on – “relates to” বা “has an effect on”; জ্বালানি বা চালনার সঙ্গে সম্পর্ক নেই।
-
খ) carryes on – বানান ভুল, সঠিক: carries on; অর্থ “continues”; এখানে প্রযোজ্য নয়।
-
গ) lays on – “arranges or provides something” (যেমন খাবার দেওয়া); এই প্রসঙ্গে সঠিক নয়।
-

0
Updated: 17 hours ago
Synonym of “Obstreperous”?
Created: 1 day ago
A
Noisy
B
Silent
C
Disciplined
D
Clever
সঠিক উত্তর হলো ক) Noisy।
Obstreperous (Adj)
-
Bangla Meaning: উচ্ছৃঙ্খল; অবাধ্য
-
English Meaning: marked by unruly or aggressive noisiness; clamorous
Noisy (Adj)
-
Bangla Meaning: কোলাহলপূর্ণ; হৈচৈপূর্ণ
-
English Meaning: making noise
Other options:
-
খ) Silent
-
Bangla Meaning: নীরব; শব্দহীন
-
English Meaning: making no utterance; not speaking or making noise
-
-
গ) Disciplined
-
Bangla Meaning: শিষ্য; কোনো নেতা, ধর্মমত, শিল্পধারা ইত্যাদির অনুসারী; ভক্ত
-
English Meaning: marked by or possessing discipline
-
-
ঘ) Clever
-
Bangla Meaning: চালাক; চতুর; দক্ষ
-
English Meaning: skillful or adroit in using the hands or body; nimble
-

0
Updated: 1 day ago
"All changed, changed utterly: A terrible beauty is born." - Who quoted it?
Created: 2 weeks ago
A
John Keats
B
T.S. Eliot
C
W.B. Yeats
D
Robert Browning
উক্তি: **"All changed, changed utterly: A terrible beauty is born."**
**Source:** W\.B. Yeats-এর কবিতা **"Easter, 1916"**
**Easter 1916 সম্পর্কে:**
* ১৯১৬ সালের এপ্রিলে আয়ারল্যান্ডে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান (Easter Rising) সংঘটিত হয়।
* Yeats এই কবিতায় সেই আন্দোলন এবং শহীদ নেতাদের আত্মত্যাগকে স্মরণ করেছেন।
* কবিতার লাইনটি পরিবর্তন ও ত্যাগের ব্যথা এবং নতুন আশা বা “ভয়ঙ্কর সৌন্দর্য” জন্ম নেওয়ার প্রতীক।
**William Butler Yeats:**
* Irish কবি ও নাট্যকার; Ireland-এর National Poet হিসেবে পরিচিত।
* ১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
* Abbey Theatre প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
**Major Poems:**
* The Wild Swans at Coole
* The Tower
* The Winding Stair and Other Poems
* The Second Coming
* Sailing to Byzantium
* The Lake Isle of Innisfree
* Among School Children
* A Prayer for My Daughter
* When You Are Old
* Easter 1916
* September 1919
* The Wanderings of Oisin
* Leda and The Swan
**Notable Plays:**
* The Resurrection
* The Only Jealousy of Emer
* The Dreaming of the Bones
* Four Plays for Dancers
* Calvary
* Cathleen ni Houlihan
* The Countess Cathleen
**Prose:**
* A Vision
* Celtic Twilight (essay)

0
Updated: 2 weeks ago
Which “but” is a preposition?
Created: 2 weeks ago
A
It is but right to admit our faults.
B
What can we do but sit and wait?
C
We tried hard, but did not succeed.
D
There is no one but likes him.
“What can we do but sit and wait?”
এখানে but হলো একটি preposition, কারণ এটি except অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ বাক্যটি বোঝায়: “আমরা *কিছুই করতে পারি না, শুধু বসে অপেক্ষা ছাড়া।”
But (Preposition):
Used as except, apart from, or other than.
উদাহরণ:
-
In Dhaka, we were never anything but poor.
-
I trusted no one but him.
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
It is but right to admit our faults.
-
এখানে but right শব্দকে modify করছে, তাই এটি preposition নয়।
-
-
We tried hard, but did not succeed.
-
এখানে but হলো conjunction, কারণ এটি দুটি clause কে যুক্ত করেছে।
-
-
There is no one but likes him.
-
এখানে but pronoun-এর কাজ করছে, কারণ এটি no one কে modify করছে।
-
উৎস: Macmillan Dictionary, Cambridge Dictionary and Brainly.in

0
Updated: 2 weeks ago