Which of the following is correct:
A
Each of the students are good.
B
Each of the students is good.
C
Each of the student is good.
D
All of the students is good.
উত্তরের বিবরণ
বাক্যটি “Each of the students is good” সঠিকভাবে গঠিত কারণ “Each” একটি singular subject। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Each হলো singular subject, যদিও এটি একাধিক ব্যক্তি বা জিনিসকে বোঝায়।
-
Singular subject-এর সাথে singular verb ব্যবহার হয়, তাই এখানে is ব্যবহার করা হয়েছে, are নয়।
-
সঠিক phrase: Each of the students (plural noun “students” ব্যবহার হয় “each of” এর পরে)।
-
এখানে “Each” মানে প্রত্যেক এবং এটি একবচন, তাই singular verb is ব্যবহার করা হয়েছে।
-
Other options:
-
ক) Each of the students are good – “Each” singular, তাই “are” ভুল।
-
গ) Each of the student is good – “student” plural হওয়া উচিত (“students”)।
-
ঘ) All of the students is good – “All” plural, তাই verb are হওয়া উচিত, “is” নয়।
-

0
Updated: 17 hours ago
A good title for the passage will be_____.
Created: 2 months ago
A
Telescope and exploration of the universe.
B
Digital telescope and exploration of the universe.
C
Astronomers and exploration of the universe.
D
Space exploration in the new millennium.
The correct answer is - option খ) Digital telescope and exploration of the universe.
• The passage tells us about how modern digital telescopes have become and how they help astronomers to explore the world easily and efficiently.
- so "Digital telescope and exploration of the universe." is a suitable title for the passage.
• Option Explanation:
- সাধারণত, passage -এর title নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখতে হয় যে, - passage -এর মূল theme টি যেন focus করা হয়।
- অর্থাৎ, passage -এর প্রতিটি para ভালো করে পড়ে দেখতে হবে যে, passage টিতে কোন বিষয়ে জোর দেওয়া হয়েছে।
- এখানে প্রথম প্যারায় telescope এবং data base - এর সম্পর্ক এবং exploration - এর উপস্থিতি ছাড়াই digital sensor যুক্ত করার মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা যায় বলা হয়েছে।
- অর্থাৎ, আবিষ্কারের ক্ষেত্রে digital telescope -এর বিষয়টিকেই জোর দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
• সুতরাং, passage -এর বিষয়ের প্রাসঙ্গিকতার বিবেচনায় option (খ) ই সঠিক উত্তর।

0
Updated: 2 months ago
She cannot comply ______ his request.
Created: 2 days ago
A
with
B
to
C
for
D
of
Complete sentence: She cannot comply with his request.
-
Bangla meaning: সে তার অনুরোধ মেনে চলতে পারে না।
-
Comply with (sth):
-
English meaning: to obey an order, rule, or request; to act according to an order, set of rules, or request
-
Bangla meaning: পরের ইচ্ছা পূরণে সম্মত হওয়া; মেনে নেওয়া; মত দেওয়া
-
-
More examples:
-
We are unable to comply with your request.
-
We cannot comply with your request.
-
Source:

0
Updated: 2 days ago
Which of the following is correct?
Created: 2 weeks ago
A
I still have a few money in my pocket.
B
I still have a little money in my pocket.
C
I still have quite little money in my pocket.
D
I still have many money in my pocket.
Correct sentence: I still have a little money in my pocket.
Little, A little, Few, A few এর ব্যবহার:
-
এগুলো Quantifier determiners।
-
Little এবং A little ব্যবহৃত হয় Uncountable nouns এর সাথে।
-
Few এবং A few ব্যবহৃত হয় Countable nouns এর সাথে।
-
Little ও Few হলো negative quantifier determiners, অর্থাৎ খুব অল্প বা প্রায় নেই।
ব্যবহারের অর্থ অনুযায়ী:
-
অল্প কয়েকটি অর্থে Countable noun এর আগে A few ব্যবহৃত হয়।
-
অল্প একটু বা সামান্য অর্থে Uncountable noun এর আগে A little ব্যবহৃত হয়।
-
A few বা A little উভয়ের অর্থ হলো Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।
প্রদত্ত বাক্যের ব্যাখ্যা:
-
বাক্যে money একটি Uncountable noun, তাই এখানে Little/A little ব্যবহার হবে।
-
বাক্যটি বোঝাচ্ছে এখনও কিছু টাকা আছে, তাই Little নয়, বরং a little money in my pocket ব্যবহার হবে।
-
A little অর্থ হলো: অল্প একটু বা সামান্য।

0
Updated: 2 weeks ago