Which one of the following is spelled correctly?
A
Apoelogy
B
Apology
C
Apoloogy
D
Apoology
উত্তরের বিবরণ
The correct spelling of the word is Apology, যা দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়ার অর্থে ব্যবহার হয়। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Apology
-
Bangla Meaning: দুঃখ প্রকাশ; (ত্রুটি, অক্ষমতা ইত্যাদির জন্য) দুঃখজ্ঞাপক কথা।
-
English Meaning: an admission of error or discourtesy accompanied by an expression of regret.
-
-
Example Sentences:
-
I think I owe you an apology.
-
I want to make an apology.
-

0
Updated: 17 hours ago
Bertrand Russell was awarded the Nobel Prize for -
Created: 1 week ago
A
Physics
B
Peace
C
Literature
D
Philosophy
Bertrand Russell
-
জন্ম: May 18, 1872, Trelleck গ্রামে, Wales।
-
তিনি একজন British philosopher, logician, mathematician, history writer, social critic, এবং political activist।
-
পুরো নাম: Bertrand Arthur William Russell / 3rd Earl Russell
-
পিতামহ: John Russell, 1st Earl Russell, যিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও 1846 থেকে 1852 পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
-
শিক্ষাজীবন: Trinity College, Cambridge, যেখানে দর্শন ও গণিত অধ্যয়ন করেন।
-
তিনি ছিলেন বিশ শতকের একজন প্রখ্যাত দার্শনিক এবং শ্রেষ্ঠ যুক্তিবিদ্যাবিদ, এছাড়া সমাজ সংস্কারক হিসেবেও অবদান রেখেছেন।
-
দর্শনে তিনি Analytic movement এর প্রবর্তক।
-
Logic, Epistemology, এবং Philosophy of Mathematics এ তার অবদান অতুলনীয়।
-
১৯৫০ সালে তিনি Nobel Prize in Literature পান।
-
সমাজ, রাজনীতি, দর্শনসহ নানা বিষয়ে তার পান্ডিত্যপূর্ণ রচনা বিশ্বকে চিন্তার খোরাক যুগিয়ে চলেছে বহু বছর ধরে।
উৎস:

0
Updated: 1 week ago
Who is the novelist of the novel "The Rainbow"?
Created: 1 month ago
A
William Faulkner
B
D. H. Lawrence
C
George Orwell
D
James Joyce
The Rainbow
Novelist: D. H. Lawrence
-
The Rainbow উপন্যাসটি প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের কিছুদিনের মধ্যেই এতে যৌন উপাদানের বিস্তৃতি থাকায় উপন্যাসটিকে অশ্লীল (Obscene) ও আপত্তিকর হিসেবে ঘোষণা করা হয়।
-
পরবর্তীতে উপন্যাসটি নিষিদ্ধ হয়।
-
কাহিনিতে আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের দ্বন্দ্ব এবং এর মানব মনের উপর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে।
-
Lawrence বিবাহপ্রথাকে তাঁর লেখায় প্রায়শই অসফল ও অপ্রয়োজনীয় বলে দেখানোর চেষ্টা করেছেন বলে মনে করা হয়।
-
উপন্যাসটির মূল কেন্দ্রে রয়েছে Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী।
Main Characters
-
Tom Brangwen
-
Lydia Lensky
-
Tilly
-
Anna Lensky
-
William (Will) Brangwen
-
Ursula Brangwen
D. H. Lawrence (1885–1930)
-
পূর্ণ নাম: David Herbert Lawrence।
-
তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক।
-
তাঁর বিখ্যাত উপন্যাস Sons and Lovers, The Rainbow এবং Women in Love তাকে ২০শ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ইংরেজ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করে।
Notable Novels
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
📌 Additional Note:
-
The Rainbow একটি উপন্যাস হলেও, “My Heart Leaps Up” হলো একটি কবিতা, যা লিখেছেন William Wordsworth।
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 month ago
Choose the correctly spelled word.
Created: 1 month ago
A
Recommandation
B
Recomandation
C
Recommendation
D
Reccomandation
Correct Answer: গ) Recommendation
Recommendation (Noun)
-
Bangla Meaning: সুপারিশ, পরামর্শ
-
English Meaning: the act of recommending
Examples:
-
The best way to find a builder is by personal recommendation.
-
Any recommendation will then go forward to the district council's full meeting in May.
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago