Choose the correct spelling.
A
Vaccenation
B
Vacination
C
Vaccination
D
Vacinnation
উত্তরের বিবরণ
The correct spelling of the word is Vaccination, যা টিকাকরণকে বোঝায়। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Vaccination
-
Bangla Meaning: টিকাকরণ।
-
English Meaning: the act of vaccinating.
-
-
Example Sentences:
-
If you think you need a flu vaccination, check with your doctor.
-
I had my vaccination today.
-

0
Updated: 17 hours ago
Synonym of “Elated”?
Created: 1 month ago
A
Sad
B
Cheerful
C
Angry
D
Slow
Correct Answer: খ) Cheerful
Elated (Adj)
-
Bangla Meaning: অনুপ্রাণিত হওয়া
-
English Meaning: marked by high spirits; exultant
Cheerful (Adj)
-
Bangla Meaning: আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক; মনোরম
-
English Meaning: full of good spirits; merry
Other Options:
-
Sad – দুঃখজনক; affected with or expressive of grief or unhappiness
-
Angry – ক্রুদ্ধ; feeling or showing anger
-
Slow – ধীর, মন্থর; mentally dull
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
The book, along with the notes, ____ missing.
Created: 1 month ago
A
are
B
were
C
is
D
have
Correct Answer: গ) is
ব্যাখ্যা:
-
বাক্য: The book, along with the notes, is missing.
-
মূল subject: The book → singular
-
along with the notes → additional phrase, মূল subject নয়, তাই verb-ও পরিবর্তন হয় না।
-
singular subject হলে verb-ও singular হবে → is
-
অর্থ: "নোটসহ বইটি নিখোঁজ।"
Other Options:
-
are – ভুল, কারণ plural verb; মূল subject singular।
-
were – ভুল, past tense; subject singular।
-
have – ভুল, possession বোঝায়; এখানে verb হওয়া উচিত is missing।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
To doctor an animal means-
Created: 2 weeks ago
A
To treat it
B
To sterilize it
C
To poison it
D
To cure it
Doctor শব্দের অর্থ ও ব্যবহার নিয়ে Cambridge Dictionary এবং বাংলা একাডেমি উভয়ই স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। Cambridge Dictionary অনুসারে doctor (verb) প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হলে এর অর্থ হলো প্রাণীর প্রজনন অঙ্গ সরিয়ে দেওয়া,
যাতে সেটি আর বংশবিস্তার করতে না পারে। বাংলা একাডেমির Accessible Dictionary-তে doctor শব্দটি ক্রিয়া হিসেবে কয়েকটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে।
তথ্যগুলো হলো–
-
Cambridge Dictionary অনুযায়ী:
-
Doctor (verb) প্রাণীর ক্ষেত্রে অর্থ দাঁড়ায় প্রাণীর যৌন অঙ্গ অপসারণ করা, যাতে সে সন্তান জন্ম দিতে না পারে।
-
বাংলা অর্থ: (কথ্য) চিকিৎসা করা; বিড়াল বা ছাগলকে খাসি করা: to doctor a tomcat।
-
-
বাংলা একাডেমির Accessible Dictionary অনুযায়ী:
-
(কথ্য) চিকিৎসা করা; বিড়াল বা ছাগল ইত্যাদিকে খাসি করা: to doctor a tomcat।
-
ভেজাল মেশানো।
-
(লাক্ষণিক) হিসাবপত্র জাল করা।
-
-
Options এর অর্থ:
-
ক) treat: ওষুধ, ব্যায়াম ইত্যাদির মাধ্যমে কারও রোগ সারানো বা আঘাত নিরাময় করা।
-
খ) sterilize: কারও উপর চিকিৎসা-সংক্রান্ত অপারেশন করা, যাতে সে সন্তান জন্ম দিতে না পারে।
-
গ) poison: বিষ প্রয়োগের মাধ্যমে মানুষ বা প্রাণীকে হত্যা করা বা অসুস্থ করা।
-
ঘ) cure: অসুস্থ মানুষকে আবার সুস্থ করে তোলা।
-
অতএব, doctor an animal বললে মূলত to sterilize it বোঝানো হয়।

0
Updated: 2 weeks ago