He was debarred ____ promotion.
A
from
B
of
C
off
D
with
উত্তরের বিবরণ
বাক্যটি “He was debarred from promotion” থেকে বোঝা যায় যে তাকে পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। Debar শব্দের সঠিক ব্যবহার এবং প্রিপজিশন ব্যাখ্যা করা হলো।
-
Debar শব্দের অর্থ হলো বাধা দেওয়া বা বঞ্চিত করা, সাধারণত কোনো অধিকার বা সুবিধা থেকে।
-
কাউকে কোনো কাজ বা সুবিধা থেকে বিরত রাখার সময় from প্রিপজিশন ব্যবহার হয়।
-
এখানে promotion (পদোন্নতি) হলো যা থেকে debarred করা হয়েছে।
-
বাক্যটির অর্থ: তাকে পদোন্নতির সুযোগ থেকে বাধা দেওয়া হয়েছিল।
-
Other options:
-
খ) of – “debar of” বলা যায় না, এটি ব্যাকরণগতভাবে ভুল।
-
গ) off – “off” দূরত্ব বা আলাদা হওয়া বোঝায়, এখানে প্রযোজ্য নয়।
-
ঘ) with – “with” সহযোগিতা বোঝায়, “debar”-এর সাথে ব্যবহার হয় না।
-
0
Updated: 1 month ago
They'd left the party before midnight, ________?
Created: 1 month ago
A
hadn't they
B
had they
C
would they
D
wouldn't they
Tag question ব্যবহারের নিয়মগুলো হলো:
-
Tag question ব্যবহৃত হয় কোনো উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
-
যদি মূল statement positive হয়, তাহলে tag question হবে negative।
-
Subject এবং tense অনুযায়ী auxiliary verb দিয়ে tag question তৈরি হয়।
Confusing Contraction ('d) ক্ষেত্রে নিয়ম:
-
যদি 'd এর পরে verb base form আসে, তাহলে এটিকে modal auxiliary “would” হিসেবে ধরা হয়।
-
উদাহরণ: If I were a rich man, I'd establish a hospital, wouldn't I?
-
-
যদি 'd এর পরে verb past participle হয়, তাহলে এটিকে past perfect tense-এর “had” হিসেবে ধরা হয়।
-
উদাহরণ: I'd reached there in time, hadn't I?
-
Correct sentence: They'd left the party before midnight, hadn't they?
অর্থ: তারা মধ্যরাতের আগে পার্টি ত্যাগ করেছিল, তাই না?
0
Updated: 1 month ago
She cannot comply ______ his request.
Created: 1 month ago
A
with
B
to
C
for
D
of
Complete sentence: She cannot comply with his request.
-
Bangla meaning: সে তার অনুরোধ মেনে চলতে পারে না।
-
Comply with (sth):
-
English meaning: to obey an order, rule, or request; to act according to an order, set of rules, or request
-
Bangla meaning: পরের ইচ্ছা পূরণে সম্মত হওয়া; মেনে নেওয়া; মত দেওয়া
-
-
More examples:
-
We are unable to comply with your request.
-
We cannot comply with your request.
-
Source:
0
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 2 months ago
A
Exeggarate
B
Exaggerate
C
Exaggarate
D
Exoggerate
Correct Spelling and Meaning of "Exaggerate"
-
Spelling: Exaggerate (Verb)
-
English meaning: To make something seem larger, better, worse, or more important than it really is.
-
Bangla meaning: অতিরঞ্জিত করা; অত্যুক্তি করা; বাড়িয়ে বলা
Example Sentence:
-
He exaggerated his role in the project to impress the manager.
-
Bangla: সে ম্যানেজারকে প্রভাবিত করতে প্রকল্পে নিজের ভূমিকা বাড়িয়ে বলেছিল।
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary
0
Updated: 2 months ago