জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে?
A
আসিফ নজরুল ইসলাম
B
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
C
নাহিদ ইসলাম
D
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
উত্তরের বিবরণ
‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল, যা সেই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদান করে। এটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্ট ২০২৫ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। ঘোষণাপত্রটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বারা পাঠ করা হয়।
-
প্রকাশের তারিখ: ৫ আগস্ট ২০২৫
-
প্রকাশক: অন্তর্বর্তীকালীন সরকার
-
পাঠক: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা
-
মোট ধারা: ২৮টি
-
মূল উদ্দেশ্য:
-
রাজনৈতিক, সাংবিধানিক ও শাসন কাঠামোর সংস্কার
-
ছাত্র-জনতা ও গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃতি
-
আইনি সুরক্ষা প্রদান
-
0
Updated: 1 month ago
জৈব নিরাপত্তা সংক্রান্ত কার্টাগেনা প্রটোকল কত সালে কার্যকর হয়?
Created: 1 month ago
A
১১ সেপ্টেম্বর ২০০৩
B
২৯ জানুয়ারি, ২০০০
C
২৯ জানুয়ারি, ২০০২
D
১১ জুন ২০০৪
কার্টাগেনা প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা জৈব নিরাপত্তা সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত। এটি জৈব প্রযুক্তি ও জীববৈচিত্র্য সংক্রান্ত সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
• পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
• এটি একটি জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল, যা জৈব প্রযুক্তি ও জৈববৈচিত্র্য সংরক্ষণের জন্য দিশা নির্ধারণ করে।
• এর মূল উদ্দেশ্য হলো জৈব জ্বালানি ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা।
• প্রটোকলের খসড়া অনুমোদন হয় কলম্বিয়ার কার্টাগেনা শহরে।
• স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০।
• কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩।
• চুক্তিতে ১০৩টি দেশ স্বাক্ষরকারী হিসেবে আছে এবং ১৭৩টি দেশ অনুমোদনকারী হিসেবে রয়েছে।
• বাংলাদেশ এই প্রটোকল ২০০০ সালে স্বাক্ষর করে এবং ২০০৪ সালে অনুমোদন করে।
0
Updated: 1 month ago
কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
বগুড়া
B
দিনাজপুর
C
নাটোর
D
পাবনা
কান্তজিউ মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শ্যামগড় এলাকায়, ঢেপা নদীর তীরে অবস্থিত। এটি ইন্দো-পারস্য স্থাপত্য শৈলীতে নির্মিত একটি অসাধারণ টেরাকোটা অলঙ্কৃত মন্দির, যা বৈচিত্র্যময় কারুকাজ এবং নিপুণ নির্মাণশৈলীর জন্য খ্যাত।
-
মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় ১৭০৪ খ্রিস্টাব্দে, দিনাজপুরের রাজা মহারাজা প্রাণনাথের তত্ত্বাবধানে।
-
প্রাণনাথের মৃত্যুর (১৭২২ খ্রিঃ) পর, তাঁর দত্তক পুত্র রাজা রামনাথ রায় ১৭৫২ খ্রিস্টাব্দে নির্মাণ কাজ সম্পন্ন করেন।
উৎস:
0
Updated: 1 month ago
মানবিক গুনাবলী এবং সঠিক বিবেক-বুদ্ধির বহিঃপ্রকাশই-
Created: 1 month ago
A
সুশাসন
B
নৈতিকতা
C
মূল্যবোধ
D
উপরের কোনটিই নয়
মূল্যবোধ:
- মূল্যবোধ এর নির্দিষ্ট কোন মাপকাঠি বা যৌক্তিকতা প্রমাণের সুযোগ নেই।
- কেননা একজনের কাছে যা আর্দশ, তা অন্য জনের কাছে বিরক্তির কারণও হতে পারে।
- তবে অনেকের মতে মানবিক গুনাবলী এবং সঠিক বিবেক-বুদ্ধির বহিঃপ্রকাশই মূল্যবোধ।
- সমাজবিজ্ঞানী এইচ এম জনসন (H.M. Johnson) এর মতে "সামাজিক মূল্যবোধ হল একটি মানদন্ড"।
- ক্লাইড কুখোন বলেন "সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত"।
- সমাজবিজ্ঞানী এফ ই মেরিল (F. E. Meril) বলেন "সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।
0
Updated: 1 month ago