CARE International কোন দেশ ভিত্তিক মানবকল্যাণধর্মী সাহায্য সংস্থা?
A
কানাডা
B
জার্মানি
C
ফ্রান্স
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
Co-operative for Assistance and Relief Everywhere (CARE) হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বৃহত্তম মানবকল্যাণধর্মী সাহায্য সংস্থা, যা বিশ্বের দরিদ্র ও সংকটাপন্ন জনগণের কল্যাণে কাজ করে। সংস্থাটি ১৯৪৫ সালের শরৎকালে কলেজ পার্ক, এমডি-তে লিংকন ক্লার্কের বাড়ির পারিবারিক কক্ষে প্রতিষ্ঠিত হয় এবং ২৭ নভেম্বর, ১৯৪৫ তারিখে আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়। ১৯৫২ সালে CARE মেক্সিকোতে তার প্রথম মিশন শুরু করে। প্রধান কার্যালয় অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৪৫
-
প্রথম মিশন: ১৯৫২, মেক্সিকো
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
-
মূল কার্যক্রম:
-
দারিদ্র্য দূরীকরণ
-
সংকট সহায়তা
-
খাদ্য ও পানি সরবরাহ
-
নারী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
-

0
Updated: 18 hours ago
গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন-
Created: 2 days ago
A
সমুদ্রগুপ্ত
B
প্রথম চন্দ্রগুপ্ত
C
বিজয়গুপ্ত
D
চন্দ্রগুপ্ত মৌর্য
গুপ্ত সম্রাজ্য ভারতে সাম্রাজ্যবাদী গুপ্তদের শাসন ৩২০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয়। এ সময় বাংলায় কিছু স্বাধীন রাজ্যের উত্থান ঘটে।
-
সম্রাজ্যের প্রথম শাসক ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত।
-
তাঁর পুত্র সমুদ্র গুপ্ত বিজয়ের মাধ্যমে সাম্রাজ্যের প্রসার ঘটান।
-
গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে দক্ষিণ-পূর্ব বাংলার সমতট রাজ্য ও পশ্চিম বাংলার পুষ্করণ রাজ্য উল্লেখযোগ্য।
-
প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালেই বাংলার উত্তরাংশের কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধীনে আসে।
-
সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমগ্র বাংলা অধিকৃত হলেও সমতট একটি করদ রাজ্য হিসেবে বিবেচিত হয়।
-
সমুদ্রগুপ্তের রাজত্বকাল থেকে ছয় শতকের মাঝামাঝি পর্যন্ত বাংলার উত্তরাংশ গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ একটি ‘প্রদেশ’ বা ‘ভুক্তি’ হিসেবে পরিগণিত হতো।
-
গুপ্তদের রাজধানী ছিল মহাস্থানগড়ের পুঞ্জনগর, যেমন মৌর্যদের।
উৎস:

0
Updated: 2 days ago
কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে?
Created: 4 days ago
A
আমেরিকা
B
অস্ট্রেলিয়া
C
নেপাল
D
নিউজিল্যান্ড
মহিলাদের প্রথম ভোটাধিকার অর্জনের ইতিহাস বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ধাপে ধাপে ঘটেছে।
-
বিশ্বে প্রথম: ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করেন।
-
অন্যান্য দেশ:
-
১৯০২ – অস্ট্রেলিয়া
-
১৯০৬ – ফিনল্যান্ড
-
১৯১৫ – ডেনমার্ক
-
১৯১৮ – যুক্তরাজ্যের নারীরা (শর্তসাপেক্ষে)
-
১৯২০ – যুক্তরাষ্ট্রের নারীরা
-
-
মুসলিম দেশগুলো:
-
১৯১৮ – কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে
-
১৯৩০ – তুর্কি নারীরা
-
১৯৪৯ – আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা
-
-
দক্ষিণ এশিয়া:
-
১৯৪৭ – পাকিস্তান
-
১৯৫০ – ভারত
-
১৯৭২ – বাংলাদেশ
-

0
Updated: 1 day ago
মুক্তিযুদ্ধের ’জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
Created: 3 weeks ago
A
মেজর খালেদ মোশাররফ
B
মেজর জামিল চৌধুরি
C
মেজর জিয়াউর রহমান
D
মেজর সফিউল্লাহ
মুক্তিবাহিনীর ব্রিগেডসমূহ
জেড ফোর্স
-
মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেড, জেড ফোর্স, জুলাই মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটির নামকরণ করা হয়েছে মেজর জিয়াউর রহমানের ইংরেজি আদ্যক্ষর ‘জেড’ অনুসারে।
-
এটি গঠিত হয় ১ম, ৩য় এবং ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
এস ফোর্স
-
দ্বিতীয় নিয়মিত ব্রিগেড, এস ফোর্স, অক্টোবর মাসে গঠিত হয়।
-
এতে অংশ নেয় দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা।
-
ব্রিগেডের অধিনায়ক ছিলেন সফিউল্লাহ।
কে ফোর্স
-
কে ফোর্স গঠিত হয় ৭ই অক্টোবর, যার সদস্যরা ছিলেন ৪র্থ, ৯ম এবং ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা।
-
ব্রিগেডের অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ, এবং ব্রিগেডটির নামকরণ করা হয় তার ইংরেজি আদ্যক্ষর ‘কে’ অনুসারে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago