CARE International কোন দেশ ভিত্তিক মানবকল্যাণধর্মী সাহায্য সংস্থা?
A
কানাডা
B
জার্মানি
C
ফ্রান্স
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
Co-operative for Assistance and Relief Everywhere (CARE) হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বৃহত্তম মানবকল্যাণধর্মী সাহায্য সংস্থা, যা বিশ্বের দরিদ্র ও সংকটাপন্ন জনগণের কল্যাণে কাজ করে। সংস্থাটি ১৯৪৫ সালের শরৎকালে কলেজ পার্ক, এমডি-তে লিংকন ক্লার্কের বাড়ির পারিবারিক কক্ষে প্রতিষ্ঠিত হয় এবং ২৭ নভেম্বর, ১৯৪৫ তারিখে আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়। ১৯৫২ সালে CARE মেক্সিকোতে তার প্রথম মিশন শুরু করে। প্রধান কার্যালয় অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৪৫
-
প্রথম মিশন: ১৯৫২, মেক্সিকো
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
-
মূল কার্যক্রম:
-
দারিদ্র্য দূরীকরণ
-
সংকট সহায়তা
-
খাদ্য ও পানি সরবরাহ
-
নারী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
-
0
Updated: 1 month ago
২ নং সেক্টর এর প্রথম সেক্টর কমান্ডার কে ছিলেন?
Created: 1 month ago
A
মেজর খালেদ মোশাররফ
B
মেজর শফিকুল ইসলাম
C
ক্যাপ্টেন মাহফুজুর রহমান
D
মেজর এ.টি.এম হায়দার
২ নং সেক্টর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা, কুমিল্লা, ফরিদপুর ও নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত।
-
সেক্টরের বাহিনী গঠিত হয় ৪-ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে।
-
সেক্টরের সদরদপ্তর ছিল আগরতলার ২০ মাইল দক্ষিণে মেলাঘরে।
-
সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
-
এই সেক্টরের অধীনে প্রায় ৩৫,০০০ গেরিলা যুদ্ধ করেছে।
-
নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় ৬,০০০।
উৎস:
0
Updated: 1 month ago
’ব্রিজটাউন’ কোন দেশের রাজধানী?
Created: 1 month ago
A
কিউবা
B
বার্বাডোস
C
জ্যামাইকা
D
ব্রাজিল
বার্বাডোস দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যা তার সমৃদ্ধ সংস্কৃতি ও পর্যটনের জন্য পরিচিত। রাজধানী এবং বৃহত্তম শহর ব্রিজটাউন, যা দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবেও গুরুত্বপূর্ণ। দেশের জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান এবং সরকারী ভাষা হলো ইংরেজি।
-
অবস্থান: দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগর।
-
রাজধানী ও বৃহত্তম শহর: ব্রিজটাউন।
-
প্রধান ধর্ম: খ্রিস্টান।
-
সরকারী ভাষা: ইংরেজি।
অন্য দেশের রাজধানীসমূহ:
-
কিউবার রাজধানী: হাভানা।
-
ব্রাজিলের রাজধানী: ব্রাসিলিয়া।
-
জ্যামাইকার রাজধানী: কিংস্টন।
0
Updated: 1 month ago
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
নীলফামারী
B
সৈয়দপুর
C
রংপুর
D
গাইবান্ধা
সরকারি EPZ (Export Processing Zone)
-
বাংলাদেশে সরকারি EPZ-এর সংখ্যা ৮টি।
-
অবস্থানগুলো:
-
চট্টগ্রাম
-
সাভার
-
মংলা (খুলনা)
-
উত্তরা (নীলফামারী)
-
ঈশ্বরদী (পাবনা)
-
কুমিল্লা
-
কর্ণফুলী (চট্টগ্রাম)
-
আদমজী (নারায়ণগঞ্জ)
-
-
সরকারি EPZ প্রতিষ্ঠা করা হয় ১৯৮৩ সালে, যা ১৯৮০ সালে বাংলাদেশ সরকারের সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী পরিচালিত।
-
বাংলাদেশের EPZ-এর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সম্পাদন করে BEPZA।
-
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ হলো উত্তরা, নীলফামারী।
উৎস: BEPZA ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago