যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি কোথায় বৈঠকের জন্য মিলিত হয়েছে? (আগস্ট-২০২৫)
A
মস্কোয়
B
আলাস্কায়
C
নিউইয়র্ক
D
ক্রিমিয়ায়
উত্তরের বিবরণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক সময়ে আলাস্কায় বৈঠকের জন্য মিলিত হয়েছেন। এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে একটি সামরিক ঘাঁটিতে, যা তাদের মধ্যে সরাসরি আলোচনার একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
-
বৈঠকের স্থান: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজের উত্তর প্রান্তে অবস্থিত জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন
-
বৈঠকের সময়: স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টা (১৫ আগস্ট)
-
আলোচনার সময়কাল: প্রায় তিন ঘণ্টা
-
প্রসঙ্গ: ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ
0
Updated: 1 month ago
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম -
Created: 1 month ago
A
বঙ্গ
B
পুন্ড্র
C
বরেন্দ্র
D
গঙ্গারিডাই
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হলো 'পুন্ড্র', যা প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদগুলোর মধ্যে একটি। পুন্ড্ররা ‘জন’ বা জাতি দ্বারা গঠিত ছিল এবং বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখত।
-
জনপদ: পুন্ড্র
-
রাজধানী: পুন্ড্রনগর (বর্তমান বগুড়া শহরের নিকটে করতোয়া নদীর তীরে, পরবর্তীতে মহাস্থানগড় নামে পরিচিত)
-
পুন্ড্রদের বিস্তৃতি: বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর অঞ্চলে
-
ইতিহাস: সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি.পু. ২৭৩-২৩২ অব্দ) পুন্ড্র রাজ্য স্বাধীনতা হারায়
-
পুন্ড্ররা বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নিকটজন ছিল
প্রাচীন বাংলার অন্যান্য জনপদসমূহ:
-
বঙ্গ
-
বরেন্দ্র
-
সমতট
-
হরিকেল
-
রাঢ়
-
চন্দ্রদ্বীপ
-
তাম্রলিপ্ত
-
গঙ্গারিডাই
-
গৌড়
সূত্র:
0
Updated: 1 month ago
Amnesty International-এর প্রধান উদ্দেশ্য কী?
Created: 1 month ago
A
বৈশ্বিক উষ্ণায়ন রোধ
B
মানবাধিকার রক্ষা করা
C
বাণিজ্য বৈষম্য রোধ
D
বৈশ্বিক জলাশয় রক্ষা
Amnesty International হলো বিশ্বের অন্যতম সুপরিচিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বৈশ্বিক পরিসরে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি মূলত রাষ্ট্র ও বিভিন্ন কর্তৃপক্ষ কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো উন্মোচন ও প্রতিবাদ করার জন্য পরিচিত।
-
প্রতিষ্ঠাতা: পিটার বেনেনসন।
-
প্রতিষ্ঠাকাল: ২৮ মে, ১৯৬১।
-
সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
-
প্রধান উদ্দেশ্য: মানবাধিকার রক্ষা ও সুরক্ষা নিশ্চিত করা।
-
কার্যক্রম: মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিবেদন প্রকাশ ও আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি।
-
অর্জন: ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
0
Updated: 1 month ago
CARE International কোন দেশ ভিত্তিক মানবকল্যাণধর্মী সাহায্য সংস্থা?
Created: 1 month ago
A
কানাডা
B
জার্মানি
C
ফ্রান্স
D
যুক্তরাষ্ট্র
Co-operative for Assistance and Relief Everywhere (CARE) হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বৃহত্তম মানবকল্যাণধর্মী সাহায্য সংস্থা, যা বিশ্বের দরিদ্র ও সংকটাপন্ন জনগণের কল্যাণে কাজ করে। সংস্থাটি ১৯৪৫ সালের শরৎকালে কলেজ পার্ক, এমডি-তে লিংকন ক্লার্কের বাড়ির পারিবারিক কক্ষে প্রতিষ্ঠিত হয় এবং ২৭ নভেম্বর, ১৯৪৫ তারিখে আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়। ১৯৫২ সালে CARE মেক্সিকোতে তার প্রথম মিশন শুরু করে। প্রধান কার্যালয় অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৪৫
-
প্রথম মিশন: ১৯৫২, মেক্সিকো
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
-
মূল কার্যক্রম:
-
দারিদ্র্য দূরীকরণ
-
সংকট সহায়তা
-
খাদ্য ও পানি সরবরাহ
-
নারী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
-
0
Updated: 1 month ago