আধুনিক সিল্ক রোড কোন দেশের বিশেষ কৌশলগত উদ্যোগ?
A
জাপান
B
ভারত
C
চীন
D
নেপাল
উত্তরের বিবরণ
সিল্ক রোড প্রাচীনকালে চীনের সঙ্গে পশ্চিমাঞ্চলের সংযোগকে বোঝাত। চীনের রেশম ও রেশমী কাপড় মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া, ইউরোপ এবং উত্তর আফ্রিকায় পাঠানোর জন্য এই পথ ব্যবহৃত হতো, যা Silk Road বা Silk Route নামে পরিচিত। আধুনিক অর্থে সিল্ক রোড বলতে চীনের “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ” (Belt and Road Initiative বা BRI) বোঝানো হয়, যা ২০১৩ সালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ঘোষণা করেন। এই উদ্যোগের লক্ষ্য প্রাচীন বাণিজ্যপথগুলোকে আধুনিক আকারে পুনর্গঠন করে চীন এবং অন্যান্য দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও অবকাঠামোগত সংযোগ বৃদ্ধি করা। সম্প্রতি, ইরানও চীন ও পাকিস্তানের সঙ্গে এই সিল্ক রোড উদ্যোগে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে।
-
প্রাচীন সিল্ক রোড: চীন থেকে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া, ইউরোপ ও উত্তর আফ্রিকায় রেশম পাঠানোর বাণিজ্যপথ
-
আধুনিক সিল্ক রোড: চীনের Belt and Road Initiative (BRI), ২০১৩
-
উদ্দেশ্য: প্রাচীন বাণিজ্যপথ পুনর্গঠন, চীন ও অন্যান্য দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও অবকাঠামোগত সংযোগ বৃদ্ধি
-
সম্প্রতি: ইরান চীন ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে আগ্রহী

0
Updated: 18 hours ago
In which country was the city of Pompeii located?
Created: 2 weeks ago
A
Greece
B
France
C
Turkey
D
Italy
- পম্পেই ইতালির ক্যাম্পানিয়ায় অবস্থিত ছিলো।
ইতালি:
- ইতালি ১৮৬১ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- এক দশকের বিপ্লবের পর ইউরোপের তুরিনে ইতালি রাজ্য প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা আসে।
- প্রথম রাজা হিসেবে ভিক্টর ইমানুয়েল তাতে অধিষ্ঠিত হন।
- বর্তমানের ইতালির রাজধানী রোম, এটা প্রাচীন রোমান সাম্রাজ্যেরও রাজধানী ছিল।
- ইতালির মুদ্রার নাম ইউরো এবং রোমের সীমানার ভেতরে ভ্যাটিকান সিটি অবস্থিত।
- এছাড়া, রোমের কাছেই ভিসুভিয়াস পর্বতের পাদদেশে প্রাচীন পম্পেই নগরির ধ্বংসাবশেষও রয়েছে।
সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো।

0
Updated: 2 weeks ago
Which country is also known as the 'Land of Thousand Lakes'?
Created: 3 days ago
A
Italy
B
Norway
C
Switzerland
D
Finland
ফিনল্যান্ড একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যা উত্তর ইউরোপে অবস্থিত। এর সীমানা ঘেঁষে রয়েছে সুইডেন, নরওয়ে, রাশিয়া এবং বাল্টিক সাগর। রাজধানী হলো হেলসিঙ্কি, আইনসভা এডুসকুন্টা, এবং মুদ্রা ইউরো।
-
ফিনল্যান্ডকে 'হাজার হ্রদের দেশ' বলা হয়।
-
দেশে প্রায় ৫৬,০০০টি হ্রদ রয়েছে।

0
Updated: 3 days ago
Who is the current president of the World Bank? (August, 2025)
Created: 3 days ago
A
Robert McNamara
B
Kristalina Georgieva
C
David Malpass
D
Ajay Banga
বিশ্ব ব্যাংক হলো বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক, যা ১৯৪৪ সালে ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় এবং ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রে অবস্থিত। বর্তমান সময়ে (আগস্ট ২০২৫) এর সদস্য সংখ্যা ১৮৯টি, এবং বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
-
বিশ্ব ব্যাংক বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে।
-
বিশ্ব ব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত, যা হলো:
-
IBRD
-
IDA
-
IFC
-
ICSID
-
MIGA
-
তথ্যসূত্র:

0
Updated: 3 days ago