’জি-২০’ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে?
A
কানাডা
B
জাপান
C
সাউথ আফ্রিকা
D
ব্রাজিল
উত্তরের বিবরণ
জি২০ (G20) হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার একটি প্রধান ফোরাম, যা বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ১৯৯৯ সালে বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে গঠিত হয়। ফোরামটি শুধু অর্থনীতি নয়, বরং জলবায়ু পরিবর্তন, স্থিতিশীল উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করার প্ল্যাটফর্মও সরবরাহ করে।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৯৯
-
উদ্দেশ্য: বৈশ্বিক অর্থনৈতিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ, প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় ভূমিকা নেওয়া
-
বৈশ্বিক আলোচনার ক্ষেত্র: অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, স্থিতিশীল উন্নয়ন ইত্যাদি
-
সদস্য সংখ্যা: ২১টি (১৯টি দেশ + ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন)
-
বার্ষিক বৈঠক: ১৯৯৯ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে
-
সাম্প্রতিক ও ভবিষ্যৎ সম্মেলন:
-
১৯তম সম্মেলন: ১৮-১৯ নভেম্বর, ২০২৪, রিও ডি জেনেরিও, ব্রাজিল
-
২০তম সম্মেলন: ২৭-২৮ নভেম্বর, ২০২৫, সাউথ আফ্রিকা
-

0
Updated: 18 hours ago
বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি?
Created: 4 days ago
A
শাপলা
B
যমুনা
C
দোয়েল
D
এসার
বাংলাদেশে তৈরি ল্যাপটপ ‘দোয়েল’ দেশের প্রযুক্তি ও উৎপাদন খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন।
-
উদ্বোধন: ২০১১ সালের ১১ অক্টোবর
-
ল্যাপটপের মাদারবোর্ডসহ প্রায় ৬০% যন্ত্রাংশ দেশের মাটিতে তৈরি।
-
উৎপাদন প্রতিষ্ঠান: টেশিস কোম্পানি, যাত্রা শুরু ১৯৬৭ সালে টেলিফোন সেট উৎপাদনের মাধ্যমে।
-
কম্পিউটারের ব্যবহার বাংলাদেশে শুরু হয় ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে।
-
IBM 1620 ছিল একটি মেইনফ্রেইম কম্পিউটার।
-
স্থাপিত হয়েছিল তৎকালীন পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্রে, যা বর্তমানে বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র নামে পরিচিত।
-
কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত।

0
Updated: 1 day ago
এন্টার্কটিকা মহাদেশের চতুর্দিকে কোন মহাসাগর রয়েছে?
Created: 1 week ago
A
আটলান্টিক মহাসাগর
B
প্রশান্ত মহাসাগর
C
দক্ষিণ মহাসাগর
D
ভারত মহাসাগর
এন্টার্কটিকা (Antarctica):
- এন্টার্কটিকা মহাদেশ আয়তনে বিশ্বে পঞ্চম।
- এর মোট আয়তন :১ কোটি ৪২ লক্ষ বর্গকিমি; পঞ্চম বৃহত্তম।
- এটি ৯০° দক্ষিণ মেরুরেখা থেকে ৬০° দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত।
- মহাদেশটি পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং দক্ষিণ মেরুকে কেন্দ্র করে প্রায় বৃত্তাকারে অবস্থিত।
- এ মহাদেশের চতুর্দিকে দক্ষিণ মহাসাগর অবস্থিত।
- মহাদেশটি সারাবছর বরফে আচ্ছন্ন থাকে বলে মনুষ্য বসবাসের অনুপযোগী।
- শীতলতম এই মহাদেশে কোনো দেশ নেই।
- এখানকার উল্লেখযোগ্য প্রাণি অ্যালবাট্রস, পেঙ্গুইন, সীল ইত্যাদি। এছাড়া এ মহাদেশে মস ও শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মে।

0
Updated: 1 week ago
নিচের কোনটি মানব সৃষ্ট দুর্যোগ?
Created: 1 week ago
A
নদীভাঙন
B
ঘূর্ণিঝড়
C
রাসায়নিক দূষণ
D
খরা
- রাসায়নিক দূষণ মানব সৃষ্ট দুর্যোগ।
প্রাকৃতিক দুর্যোগঃ
- প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত দুর্যোগসমূহকে বুঝায়।
- যেমন: বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদীভাঙন, সুনামি, আগ্নেয়গিরির, ইত্যাদি।
• মানব- সৃষ্ট দুর্যোগ:
- মানব-সৃষ্ট দুর্যোগ বলতে মানব কর্মকান্ডের ফলে সংঘটিত দুর্যোগসমূহকে বুঝায়।
- যেমন: জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড, রাসায়নিক দূষণ, যুদ্ধ-বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা,
বনাঞ্চল ধ্বংস, পরিবেশ দূষণ, মরুকরণ, অগ্নিকাণ্ড ইত্যাদি।

0
Updated: 1 week ago