জুলাই ঘোষণাপত্রে কতটি ধারা রয়েছে?
A
২৮টি
B
২৭টি
C
২৯টি
D
২৪টি
উত্তরের বিবরণ
জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দলিল, যা সেই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করে। এটি জনগণের স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইকে সম্মানিত করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। ৫ই আগস্ট, ২০২৫, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে '৩৬ জুলাই উদ্যাপন' অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র পাঠ করেন।
-
প্রধান বিষয়বস্তু: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের দীর্ঘমেয়াদী সংগ্রামের ইতিহাস তুলে ধরা।
-
মোট দফা: ২৮টি, যা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো স্পষ্টভাবে বর্ণনা করে।
-
উদ্বোধন অনুষ্ঠান: ৫ই আগস্ট, ২০২৫, মানিক মিয়া অ্যাভিনিউ, '৩৬ জুলাই উদ্যাপন'
-
পাঠক: অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
0
Updated: 1 month ago
মধুপুর ও ভাওয়ালের বনাঞ্চল কী ধরনের বনভূমি?
Created: 1 month ago
A
ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বন
B
ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি
C
স্রোতজ বনভূমি
D
ক্রান্তীয় পাতাঝরা বনভূমি
বাংলাদেশের বনভূমি বিভিন্ন ধরনের এবং জলবায়ু ও ভৌগোলিক অবস্থার উপর নির্ভর করে।
-
ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি:
-
বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের প্রায় সব অংশ এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু অংশে বিস্তৃত।
-
পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে চিরহরিৎ বন এবং কম বৃষ্টিপ্রবণ অঞ্চলে পাতাঝরা গাছের বন দেখা যায়।
-
-
ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি:
-
বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপানসমূহে অবস্থিত।
-
দুই ভাগে বিভক্ত:
১. ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার মধুপুর ও ভাওয়ালের বনভূমি
২. দিনাজপুর ও রংপুর জেলায় বরেন্দ্র বনভূমি -
শীতকালে বৃক্ষের পাতা ঝরে যায়, এবং গ্রীষ্মকালে নতুন পাতা গজায়।
-
-
স্রোতজ বনভূমি বা সুন্দরবন:
-
বিস্তৃত এলাকা: উত্তরে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলা; দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে হরিণঘাটা নদী, পিরোজপুর ও বরিশাল জেলা; পশ্চিমে রাইমঙ্গল, হাড়িয়াভাঙ্গা নদী এবং ভারতের পশ্চিমবঙ্গের আংশিক প্রান্ত সীমা।
-
খুলনা বিভাগের ৬,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
-
সমুদ্রের জোয়ার-ভাটা, লোনা পানি এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে এ অঞ্চল বৃক্ষ সমৃদ্ধ।
-
উৎস:
0
Updated: 1 month ago
সরকারি গেজেট অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
৮৩৮
B
৮৩৪
C
৮৩৬
D
৮৩২
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদদের গেজেট
-
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদদের তালিকা সরকারি গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।
-
এটি প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
-
সরকারি গেজেট অনুযায়ী শহীদের সংখ্যা ৮৩৬।
-
এর আগে, ২ আগস্ট পর্যন্ত শহীদের সংখ্যা ছিল ৮৪৪। ৩ আগস্ট, ২০২৫ তারিখে ৮ জনের নাম বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হয়। এতে শহীদদের সংখ্যা ৮৩৬ হয়ে যায়।
উল্লেখ্য: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য বিশেষ তহবিলের ব্যবস্থা করা হচ্ছে।
উৎস:
i) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
ii) প্রথম আলো
0
Updated: 2 months ago
বাংলাদেশ সংবিধানে কয়টি অধ্যায় রয়েছে?
Created: 1 month ago
A
১টি
B
৪টি
C
৭টি
D
১১টি
সংবিধানের ১১টি অধ্যায় ও আলোচ্য বিষয়সমূহ:
-
প্রথম অধ্যায়: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় অধ্যায়: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় অধ্যায়: মৌলিক অধিকার
-
চতুর্থ অধ্যায়: নির্বাহী বিভাগ
-
পঞ্চম অধ্যায়: আইনসভা
-
ষষ্ঠ অধ্যায়: বিচার বিভাগ
-
সপ্তম অধ্যায়: নির্বাচন
-
অষ্টম অধ্যায়: মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম অধ্যায়: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম অধ্যায়: সংবিধানের সংশোধন
-
একাদশ অধ্যায়: বিবিধ
0
Updated: 1 month ago