জুলাই ঘোষণাপত্রে কতটি ধারা রয়েছে?
A
২৮টি
B
২৭টি
C
২৯টি
D
২৪টি
উত্তরের বিবরণ
জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দলিল, যা সেই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করে। এটি জনগণের স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইকে সম্মানিত করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। ৫ই আগস্ট, ২০২৫, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে '৩৬ জুলাই উদ্যাপন' অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র পাঠ করেন।
-
প্রধান বিষয়বস্তু: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের দীর্ঘমেয়াদী সংগ্রামের ইতিহাস তুলে ধরা।
-
মোট দফা: ২৮টি, যা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো স্পষ্টভাবে বর্ণনা করে।
-
উদ্বোধন অনুষ্ঠান: ৫ই আগস্ট, ২০২৫, মানিক মিয়া অ্যাভিনিউ, '৩৬ জুলাই উদ্যাপন'
-
পাঠক: অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

0
Updated: 18 hours ago
'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
Created: 3 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
অস্ট্রেলিয়া
D
কানাডা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- প্রতিষ্ঠা করেন ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসন।
- অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
তথ্যসূত্র - অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।

0
Updated: 3 weeks ago
বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?
Created: 1 week ago
A
৫টি
B
৬টি
C
৪টি
D
৮টি
সুশাসন বা Good Governance সংক্রান্ত ধারণা প্রথমবার বিশ্বব্যাংক ১৯৮৯ সালে প্রদান করে।
বিশ্বব্যাংকের মতে সুশাসনের ৬টি প্রধান উপাদান:
-
বাক স্বাধীনতা ও জবাবদিহিতা
-
রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতা অনুপস্থিতি
-
সরকারের কার্যকারিতা
-
নিয়ন্ত্রণ গুণ
-
আইনের শাসন
-
দুর্নীতি দমন
অন্য সংস্থাগুলোর মতে সুশাসনের উপাদান:
-
ইউএনডিপি: ৯টি উপাদান
-
জাতিসংঘ: ৮টি উপাদান
-
আইডিএ: ৪টি উপাদান
-
এডিবি: ৪টি উপাদান
-
ইউএনএইচসিআর: ৫টি উপাদান
উৎস:

0
Updated: 1 week ago
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমানা কোনটি?
Created: 22 hours ago
A
লাইন অব কন্ট্রোল
B
ম্যাকমোহন লাইন
C
রেডক্লিফ লাইন
D
ডুরান্ড লাইন
বিভিন্ন দেশের সীমানা ও তাদের পরিচিত লাইনসমূহ নিম্নরূপ:
-
পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমানা
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা

0
Updated: 22 hours ago