ইরাকের রাজধানী শহর-
A
কারবালা
B
আল-কাদিসিয়াহ
C
বাগদাদ
D
সুলিমানিয়া
উত্তরের বিবরণ
ইরাক দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি আরব দেশ, যা আরব বিশ্বের পূর্বতম অংশে অবস্থিত। এটি অক্ষাংশের দিক থেকে দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলনীয় অবস্থানে রয়েছে। দেশটি ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছে এবং পারস্য উপসাগরের উত্তর প্রান্তে একটি ছোট উপকূলরেখা রয়েছে। রাজধানী বাগদাদ প্রাচীন মেসোপটেমিয়ার কেন্দ্রস্থলে, টাইগ্রিস নদীর তীরে অবস্থিত।
-
অবস্থান: দক্ষিণ-পশ্চিম এশিয়া, আরব বিশ্বের পূর্বতম অংশ
-
সীমান্তবর্তী দেশসমূহ:
-
উত্তরে: তুরস্ক
-
পূর্বে: ইরান
-
পশ্চিমে: সিরিয়া ও জর্ডান
-
দক্ষিণে: সৌদি আরব ও কুয়েত
-
-
উপকূলরেখা: পারস্য উপসাগরের উত্তর প্রান্তে ৩৬ মাইল (৫৮ কিমি) দীর্ঘ
-
রাজধানী: বাগদাদ, টাইগ্রিস নদীর তীরে
0
Updated: 1 month ago
HTML এর পূর্ণরূপ কোনটি?
Created: 1 month ago
A
Hyper Text Message Link
B
Hyper Text Markup Language
C
Hyper Test Markup Language
D
Hyper Text Markup Link
কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষেপণ ও তাদের পূর্ণরূপ নিম্নরূপ:
-
HTML: Hyper Text Markup Language
-
ATM: Automated Teller Machine
-
WAN: Wide Area Network
-
MIMD: Multiple Instruction Multiple Data
-
DBMS: Database Management System
-
CPU: Central Processing Unit
-
RAM: Random Access Memory
-
ROM: Read Only Memory
-
OMR: Optical Mark Recognition
0
Updated: 1 month ago
কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে?
Created: 1 month ago
A
আমেরিকা
B
অস্ট্রেলিয়া
C
নেপাল
D
নিউজিল্যান্ড
মহিলাদের প্রথম ভোটাধিকার অর্জনের ইতিহাস বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ধাপে ধাপে ঘটেছে।
-
বিশ্বে প্রথম: ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করেন।
-
অন্যান্য দেশ:
-
১৯০২ – অস্ট্রেলিয়া
-
১৯০৬ – ফিনল্যান্ড
-
১৯১৫ – ডেনমার্ক
-
১৯১৮ – যুক্তরাজ্যের নারীরা (শর্তসাপেক্ষে)
-
১৯২০ – যুক্তরাষ্ট্রের নারীরা
-
-
মুসলিম দেশগুলো:
-
১৯১৮ – কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে
-
১৯৩০ – তুর্কি নারীরা
-
১৯৪৯ – আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা
-
-
দক্ষিণ এশিয়া:
-
১৯৪৭ – পাকিস্তান
-
১৯৫০ – ভারত
-
১৯৭২ – বাংলাদেশ
-
0
Updated: 1 month ago
'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
Created: 2 months ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
অস্ট্রেলিয়া
D
কানাডা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- প্রতিষ্ঠা করেন ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসন।
- অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
তথ্যসূত্র - অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
0
Updated: 2 months ago