সার্বিয়ার রাজধানী-
A
ব্রানিসেভা
B
বেলগ্রেড
C
মিত্রোভিকা
D
পিসিনজা
উত্তরের বিবরণ
সার্বিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের কেন্দ্রীয় অংশে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। এটি পৃথিবীর উত্তর ও পূর্ব উভয় গোলার্ধে অবস্থান করছে এবং ভূ-রাজনৈতিকভাবে বিভিন্ন সীমান্ত দেশগুলোর সঙ্গে সংযুক্ত। দেশের রাজধানী ও বৃহত্তম শহর হলো বেলগ্রেড, এবং সরকারি ভাষা হলো সার্বিয়ান, যা দেশের জনসংখ্যার প্রায় ৮৮% মানুষের মাতৃভাষা।
-
অবস্থান: দক্ষিণ-পূর্ব ইউরোপ, বলকান উপদ্বীপ
-
গোলার্ধ: উত্তর ও পূর্ব
-
সীমান্তবর্তী দেশসমূহ: ৮টি দেশ দ্বারা বেষ্টিত
-
রাজধানী ও বৃহত্তম শহর: বেলগ্রেড
-
সরকারী ভাষা: সার্বিয়ান
-
জনসংখ্যার মাতৃভাষা: প্রায় ৮৮% মানুষ সার্বিয়ান ভাষাভাষী
0
Updated: 1 month ago
জাপান কত সালে পার্ল হারবারে আক্রমন করে?
Created: 2 months ago
A
১৯৪২ সালে
B
১৯৪১ সালে
C
১৯৪৩ সালে
D
১৯৪৯ সালে
পার্ল হারবার
-
১৯৪১ সালের ৭ ডিসেম্বর, জাপানি সাম্রাজ্য হাওয়াইয়ের নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে।
-
এই আক্রমণের একটি প্রধান কারণ ছিল চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসসহ বিভিন্ন দেশে জাপানের আগ্রাসনের পর জাপানের ওপর আরোপিত আমেরিকান নিষেধাজ্ঞা।
-
পার্ল হারবারের আক্রমণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রবেশের সূচনা চিহ্নিত করে।
-
আক্রমণের কয়েক দিন পর হিটলার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় সংঘাতে জড়িত করে।
-
যদিও হিটলারের যুক্তি পূর্ব ফ্রন্ট থেকে সম্পদ সরানোর ক্ষেত্রে অস্পষ্ট এবং সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান অনিশ্চিত অবস্থার কারণে এটি বিশেষভাবে যৌক্তিক ছিল না, তথাপি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ও প্রশান্ত মহাসাগরীয় উভয় যুদ্ধেই জড়িত হয়ে পড়ে।
উৎস: worldatlas.com
0
Updated: 2 months ago
আয়তনের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত তম?
Created: 1 month ago
A
৯০ তম
B
৯৫ তম
C
১০৯ তম
D
১৯৫ তম
পৃথিবীর দেশগুলোর আয়তনের দিক থেকে অবস্থান ও তুলনা আন্তর্জাতিক মান অনুযায়ী নির্ধারিত। World Atlas ও Worldometer অনুযায়ী, বাংলাদেশের অবস্থান আয়তনের দিক থেকে ৯৪তম, তবে অপশনে ৯৪ না থাকায় ৯৫তম হিসেবে ধরা হয়েছে।
আয়তনের দিক থেকে পৃথিবীর শীর্ষ ৫টি দেশ:
-
রাশিয়া – ১৭,০৯৮,২৪২ কিমি²
-
কানাডা – ৯,৯৮৪,৬৭০ কিমি²
-
চীন – ৯,৭০৬,৯৬১ কিমি²
-
যুক্তরাষ্ট্র – ৯,৩৭২,৬১০ কিমি²
-
ব্রাজিল – ৮,৫১৫,৭৬৭ কিমি²
0
Updated: 1 month ago
নিচের কোনটি সামাজিক সাম্য?
Created: 1 month ago
A
নির্বাচনে অংশগ্রহণ
B
বাক-স্বাধীনতা
C
ভোটাধিকার
D
সংগঠন করার স্বাধীনতা
সামাজিক সাম্য:
- সামাজিক সাম্য হচ্ছে এমন একটি পরিস্থিতি যখন কোন একটি সমাজে প্রত্যেক ব্যক্তি বিশেষ কতগুলো ক্ষেত্রে সমান সুযোগ ভোগ করে।
- বাক-স্বাধীনতা, সম্পত্তির অধিকার, সামাজিক নিরাপত্তা ভোগ কিংবা নাগরিক অধিকার চর্চার ক্ষেত্রে সমান সুযোগ লাভ করতে পারাটা সামাজিক সাম্যের নির্দেশক।
অন্যদিকে,
রাজনৈতিক সাম্য:
- প্রত্যেক নাগরিক রাষ্ট্র কর্তৃক নির্ধারিত কিছু সুযোগ-সুবিধা পেয়ে থাকে।
- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এইসব সুযোগ-সুবিধা লাভ করাই রাজনৈতিক সাম্য।
- সংগঠন করার স্বাধীনতা, নির্বাচনে অংশগ্রহণ এর সুবিধা, ভোটাধিকার ইত্যাদি রাজনৈতিক সাম্যের পর্যায়ে পড়ে।
- রাজনৈতিক সাম্য না থাকলে রাষ্ট্রে নেতৃত্বের সংকট তৈরি হবার সম্ভাবনা থাকে।
0
Updated: 1 month ago