BIMSTEC-র সদস্য রাষ্ট্র কতটি? (আগস্ট-২০২৫)
A
৫টি
B
৯টি
C
১১টি
D
৭টি
উত্তরের বিবরণ
The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) হলো একটি আঞ্চলিক সংস্থা, যা অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামাজিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে। এটি ১৯৯৭ সালে থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে সাতটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। সংস্থার সদর দপ্তর বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ; এটি BIMSTEC-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং আগস্ট ২০২৫ পর্যন্ত বর্তমান সভাপতিও।
-
প্রতিষ্ঠার সাল ও স্থান: ১৯৯৭, থাইল্যান্ড।
-
সদস্য রাষ্ট্রসমূহ (৭টি, আগস্ট ২০২৫ পর্যন্ত):
-
বাংলাদেশ
-
ভারত
-
শ্রীলঙ্কা
-
নেপাল
-
ভুটান
-
থাইল্যান্ড
-
মিয়ানমার
-
-
সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ
-
বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ (আগস্ট ২০২৫ পর্যন্ত)
-
প্রতিষ্ঠাকালীন সভাপতি: বাংলাদেশ

0
Updated: 18 hours ago
Which day is celebrated internationally as ‘World Refugee Day’?
Created: 2 weeks ago
A
October 1
B
August 12
C
August 12
D
June 20
- বিশ্ব শরণার্থী দিবস (World Refugee Day) প্রতি বছর ২০ জুন তারিখে জাতিসংঘের উদ্যোগে পালিত হয়, বিশ্বজুড়ে শরণার্থীদের অধিকার, সুরক্ষা ও মানবিক সহায়তার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে।
বিশ্ব শরণার্থী দিবস:
- ২০০১ সালের ২০ জুন প্রথম বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়।
- ২০০০ সালের ডিসেম্বরের আগে দিবসটি আফ্রিকা শরণার্থী দিবস হিসেবে পালিত হতো।
- ১৯৫১ সালে শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে জাতিসংঘের সনদটি গৃহীত হয়।
গুরত্বপূর্ণ কিছু দিবস:
- আন্তর্জাতিক পরিবেশ দিবস ৫ জুন;
- আন্তর্জাতিক প্রাণী দিবস পালিত হয় ৪ অক্টোবর;
- বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর;
- আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ১৫ সেপ্টেম্বর।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ১৩ অক্টোবর;
- আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয় ১৬ সেপ্টেম্বর;
- আন্তর্জাতিক বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় ২২ এপ্রিল;

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক নয়?
Created: 3 weeks ago
A
প্রবাসী কল্যাণ ব্যাংক
B
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
C
বাংলাদেশ কৃষি ব্যাংক
D
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
বিশেষায়িত ব্যাংক:
- বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক - ৩টি।
- প্রবাসী কল্যাণ ব্যাংক।
- বাংলাদেশ কৃষি ব্যাংক।
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক:
- সোনালী ব্যাংক পিএলসি।
- জনতা ব্যাংক পিএলসি।
- অগ্রণী ব্যাংক।
- রূপালী ব্যাংক।
- বেসিক ব্যাংক লিমিটেড।
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।

0
Updated: 3 weeks ago
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? (আগস্ট, ২০২৫)
Created: 22 hours ago
A
এ এম এম নাসির উদ্দীন
B
মো. আনোয়ারুল ইসলাম সরকার
C
সৈয়দ রেফাত আহমেদ
D
আবুল ফজল মো. সানাউল্লাহ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত হয়েছে, যা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান।
-
নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার ও সর্বাধিক চারজন কমিশনারসহ মোট পাঁচজন নিয়ে গঠিত।
-
কমিশনারদের রাষ্ট্রপতি নিয়োগ দেন।
-
কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির ভূমিকা পালন করেন।
-
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার: এ এম এম নাসির উদ্দীন (আগস্ট, ২০২৫)।
-
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের মেয়াদ পাঁচ বছর, কার্যভার গ্রহণের তারিখ থেকে গণনা করা হয়।
-
সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করার জন্য বাধ্য।
-
নির্বাচন কমিশন সংবিধান ও দেশের নির্বাচনি আইন অনুসারে পরিচালিত হয়।
-
নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত নির্বাচনসমূহ:
-
রাষ্ট্রপতি নির্বাচন
-
জাতীয় সংসদ নির্বাচন
-
সিটি কর্পোরেশন নির্বাচন
-
জেলা পরিষদ নির্বাচন
-
উপজেলা পরিষদ নির্বাচন
-
পৌরসভা নির্বাচন
-
ইউনিয়ন পরিষদ নির্বাচন
-

0
Updated: 22 hours ago