ইসরায়েলের মুদ্রার নাম কী?
A
পাউন্ড
B
শেকেল
C
দিরহাম
D
দিনার
উত্তরের বিবরণ
ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি দেশ, যা ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত। এটি ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছে এবং বিভিন্ন সীমান্ত দেশগুলোর সঙ্গে সংযোগযুক্ত। জেরুজালেম সরকারি আসন এবং ঘোষিত রাজধানী হলেও আন্তর্জাতিকভাবে এর মর্যাদা সব দেশ স্বীকৃতি দেয়নি। দেশের অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবহৃত মুদ্রা হলো শেকেল।
-
অবস্থান: ভূমধ্যসাগরের পূর্ব প্রান্ত, মধ্যপ্রাচ্য।
-
সীমান্তবর্তী দেশসমূহ:
-
উত্তরে লেবানন
-
উত্তর-পূর্বে সিরিয়া
-
পূর্বে ও দক্ষিণ-পূর্বে জর্ডান
-
দক্ষিণ-পশ্চিমে মিশর
-
পশ্চিমে ভূমধ্যসাগর
-
-
রাজধানী: জেরুজালেম (সরকারি আসন ও ঘোষিত রাজধানী)
-
মুদ্রা: শেকেল

0
Updated: 18 hours ago
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
Created: 3 weeks ago
A
৯° সেলসিয়াস
B
৩° সেলসিয়াস
C
৫° সেলসিয়াস
D
৪° সেলসিয়াস
পানি
-
বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন।
-
পানির ঘনত্ব তাপমাত্রার ওপর নির্ভরশীল।
-
পানির ঘনত্ব সর্বাধিক হয় ৪° সেলসিয়াস তাপমাত্রায়।
-
৪° সেলসিয়াসে পানির ঘনত্ব: ১ গ্রাম/সেন্টিমিটার³ বা ১০০০ কেজি/মিটার³।
-
অর্থাৎ, ১ সি.স. পানির ভর = ১ গ্রাম, এবং ১ কিউবিক মিটার পানির ভর = ১০০০ কেজি।
-
-
যে তাপমাত্রায় বরফ গলে তরলে পরিণত হয়, সেটিকে বরফের গলনাংক বলা হয়।
-
বরফের গলনাংক: ০° সেলসিয়াস।
-
অন্যদিকে, যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তাকে স্ফুটনাংক বলা হয়।
-
পানির স্ফুটনাংক: ১০০° সেলসিয়াস।
উৎস: বিজ্ঞান, নবম–দশম শ্রেণি

0
Updated: 3 weeks ago
বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি?
Created: 4 days ago
A
কাঁঠাল গাছ
B
বট গাছ
C
আম গাছ
D
জাম গাছ
আম গাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ এবং দেশের সাংস্কৃতিক ও প্রাকৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ:
-
জাতীয় ভাষা: বাংলা
-
জাতীয় সঙ্গীত: আমার সোনার বাংলা (প্রথম ১০ চরণ)
-
জাতীয় পাখি: দোয়েল
-
জাতীয় ফুল: শাপলা
-
জাতীয় পশু: রয়েল বেঙ্গল টাইগার
-
জাতীয় বন: সুন্দরবন
-
জাতীয় ফল: কাঁঠাল
-
জাতীয় মাছ: ইলিশ
-
জাতীয় মসজিদ: বায়তুল মোকাররম
-
জাতীয় জাদুঘর: জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা
-
জাতীয় পতাকা: সবুজের মাঝে লাল বৃত্ত
-
জাতীয় কবি: কাজী নজরুল ইসলাম

0
Updated: 1 day ago
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? (আগস্ট, ২০২৫)
Created: 22 hours ago
A
এ এম এম নাসির উদ্দীন
B
মো. আনোয়ারুল ইসলাম সরকার
C
সৈয়দ রেফাত আহমেদ
D
আবুল ফজল মো. সানাউল্লাহ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত হয়েছে, যা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান।
-
নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার ও সর্বাধিক চারজন কমিশনারসহ মোট পাঁচজন নিয়ে গঠিত।
-
কমিশনারদের রাষ্ট্রপতি নিয়োগ দেন।
-
কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির ভূমিকা পালন করেন।
-
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার: এ এম এম নাসির উদ্দীন (আগস্ট, ২০২৫)।
-
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের মেয়াদ পাঁচ বছর, কার্যভার গ্রহণের তারিখ থেকে গণনা করা হয়।
-
সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করার জন্য বাধ্য।
-
নির্বাচন কমিশন সংবিধান ও দেশের নির্বাচনি আইন অনুসারে পরিচালিত হয়।
-
নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত নির্বাচনসমূহ:
-
রাষ্ট্রপতি নির্বাচন
-
জাতীয় সংসদ নির্বাচন
-
সিটি কর্পোরেশন নির্বাচন
-
জেলা পরিষদ নির্বাচন
-
উপজেলা পরিষদ নির্বাচন
-
পৌরসভা নির্বাচন
-
ইউনিয়ন পরিষদ নির্বাচন
-

0
Updated: 22 hours ago