’ব্রিজটাউন’ কোন দেশের রাজধানী?
A
কিউবা
B
বার্বাডোস
C
জ্যামাইকা
D
ব্রাজিল
উত্তরের বিবরণ
বার্বাডোস দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যা তার সমৃদ্ধ সংস্কৃতি ও পর্যটনের জন্য পরিচিত। রাজধানী এবং বৃহত্তম শহর ব্রিজটাউন, যা দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবেও গুরুত্বপূর্ণ। দেশের জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান এবং সরকারী ভাষা হলো ইংরেজি।
-
অবস্থান: দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগর।
-
রাজধানী ও বৃহত্তম শহর: ব্রিজটাউন।
-
প্রধান ধর্ম: খ্রিস্টান।
-
সরকারী ভাষা: ইংরেজি।
অন্য দেশের রাজধানীসমূহ:
-
কিউবার রাজধানী: হাভানা।
-
ব্রাজিলের রাজধানী: ব্রাসিলিয়া।
-
জ্যামাইকার রাজধানী: কিংস্টন।
0
Updated: 1 month ago
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
সুইডেন
C
যুক্তরাষ্ট্র
D
জার্মানি
Transparency International (TI) হল একটি জার্মান ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা, যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হলেন পিটার ইজেন এবং সদর দপ্তর বার্লিন, জার্মানিতে অবস্থিত।
-
সংস্থার নাম: Transparency International (TI)
-
প্রতিষ্ঠিত: ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: পিটার ইজেন
-
সদর দপ্তর: বার্লিন, জার্মানি
-
কার্যক্রম: প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করা
সূত্র:
0
Updated: 1 month ago
পৃথিবীর সবচেয়ে বড় এনজিও (NGO) এর নাম কি?
Created: 1 month ago
A
ব্র্যাক
B
প্রশিকা
C
গ্রামীণ ব্যাংক
D
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
ব্র্যাক হলো বিশ্বের সবচেয়ে বড় এনজিও (NGO), যা সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
-
প্রতিষ্ঠা: ১৯৭২ সালে বাংলাদেশের স্যার ফজলে হাসান আবেদ দ্বারা প্রতিষ্ঠিত।
-
আন্তর্জাতিক কার্যক্রম: বর্তমানে ১০টিরও বেশি দেশে কার্যক্রম চালাচ্ছে।
-
মূল কার্যক্রম:
-
স্বাস্থ্য
-
শিক্ষা
-
মাইক্রোফাইন্যান্স
-
দারিদ্র্য দূরীকরণ
-
অন্যান্য বহুমুখী সামাজিক উন্নয়ন কার্যক্রম
-
-
বিশ্বব্যাপী পরিচিতি: সদস্য সংখ্যা, কার্যক্রমের পরিধি এবং বাজেটের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা।
0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় শিশুনীতি অনুসারে শিশুর বয়স সীমা কত?
Created: 1 month ago
A
০-১৮ বছর
B
০-৮ বছর
C
১-২০ বছর
D
০-১২ বছর
বাংলাদেশের জাতীয় শিশুনীতি শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত একটি গুরুত্বপূর্ণ নীতি।
-
শিশুর সংজ্ঞা:
-
শিশু: আঠারো বছরের কম বয়সী সকল ব্যক্তি।
-
কিশোর-কিশোরী: ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সী শিশু।
-
-
জাতীয় শিশুনীতি – ২০১১:
-
প্রবর্তন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ফেব্রুয়ারি ২০১১।
-
-
পরিধি:
-
নীতি বাংলাদেশের সকল শিশুর জন্য বৈষম্যহীনভাবে প্রযোজ্য।
-
-
মূলনীতি:
-
সংবিধান, শিশু আইন এবং আন্তর্জাতিক সনদসমূহের আলোকে শিশু অধিকার নিশ্চিতকরণ।
-
শিশু দারিদ্র বিমোচন।
-
শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
-
কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
-
শিশুর সার্বিক সুরক্ষা ও সর্বোত্তম স্বার্থ নিশ্চিতকরণের জন্য পদক্ষেপ গ্রহণ।
-
0
Updated: 1 month ago