জাতিসংঘের কোন বিশেষায়িত প্রতিষ্ঠান শিশু তহবিল, বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে?
A
UNESCO
B
UNEP
C
UNICEF
D
UNDP
উত্তরের বিবরণ
UNICEF বা United Nations Children's Fund হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা ও উন্নয়নের জন্য কাজ করে। এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
-
প্রতিষ্ঠার তারিখ: ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর।
-
প্রাথমিক নাম: United Nations International Children's Emergency Fund।
-
বর্তমান নাম: ১৯৫৩ সালে নাম পরিবর্তন করে United Nations Children's Fund রাখা হয়।
-
সদরদপ্তর: যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক।
-
বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল।
-
সদস্য রাষ্ট্র: ১৯৩ টি দেশ।
-
কার্যক্রমের এলাকা: বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চল।
0
Updated: 1 month ago
Which of the following is the largest border in the world between two countries?
Created: 1 month ago
A
Brazil and Argentina
B
Russia and China
C
United States and Canada
D
India and Bangladesh
পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে, যা তার বিশাল দৈর্ঘ্য এবং আন্তর্জাতিক গুরুত্বের জন্য পরিচিত।
-
যুক্তরাষ্ট্র ও কানাডার স্থল সীমান্তের দৈর্ঘ্য ৮,৮৯৩ কিলোমিটার।
-
দ্বিতীয় দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত হলো কাজাখস্তান ও রাশিয়ার, যার দৈর্ঘ্য ৭,৬৪৪ কিলোমিটার।
-
তৃতীয় দীর্ঘতম সীমান্ত আর্জেন্টিনা ও চিলির, দৈর্ঘ্য ৬,৬৯১ কিলোমিটার।
-
চতুর্থ দীর্ঘতম সীমান্ত চীন ও মঙ্গোলিয়ার, দৈর্ঘ্য ৪,৬৩০ কিলোমিটার।
-
পঞ্চম দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত ভারত ও বাংলাদেশের, দৈর্ঘ্য ৪,১৪২ কিলোমিটার।
0
Updated: 1 month ago
’জি-২০’ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 1 month ago
A
কানাডা
B
জাপান
C
সাউথ আফ্রিকা
D
ব্রাজিল
জি২০ (G20) হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার একটি প্রধান ফোরাম, যা বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ১৯৯৯ সালে বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে গঠিত হয়। ফোরামটি শুধু অর্থনীতি নয়, বরং জলবায়ু পরিবর্তন, স্থিতিশীল উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করার প্ল্যাটফর্মও সরবরাহ করে।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৯৯
-
উদ্দেশ্য: বৈশ্বিক অর্থনৈতিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ, প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় ভূমিকা নেওয়া
-
বৈশ্বিক আলোচনার ক্ষেত্র: অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, স্থিতিশীল উন্নয়ন ইত্যাদি
-
সদস্য সংখ্যা: ২১টি (১৯টি দেশ + ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন)
-
বার্ষিক বৈঠক: ১৯৯৯ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে
-
সাম্প্রতিক ও ভবিষ্যৎ সম্মেলন:
-
১৯তম সম্মেলন: ১৮-১৯ নভেম্বর, ২০২৪, রিও ডি জেনেরিও, ব্রাজিল
-
২০তম সম্মেলন: ২৭-২৮ নভেম্বর, ২০২৫, সাউথ আফ্রিকা
-
0
Updated: 1 month ago
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
Created: 1 month ago
A
১৫ সেপ্টেম্বর
B
২৫ এপ্রিল
C
২২ মে
D
১৫ নভেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় প্রতি বছর ১৫ সেপ্টেম্বর।
-
এই দিবসের ঘোষণা জাতিসংঘ ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর দেয়।
-
এরপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
জাতিসংঘের অন্যান্য গুরুত্বপূর্ণ নির্ধারিত দিবস:
-
২১ মার্চ: আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
-
২৫ এপ্রিল: বিশ্ব ম্যালেরিয়া দিবস
-
২২ মে: বিশ্ব জীববৈচিত্র্য দিবস
উৎস:
0
Updated: 1 month ago