United Nations Environment Programme (UNEP)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
প্যারিস
B
নাইরোবি
C
কায়রো
D
নাকুরু
উত্তরের বিবরণ
United Nations Environment Programme (UNEP) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পরিবেশ সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা প্রদান করে।
-
প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালের ৫ জুন।
-
প্রতিষ্ঠার পেছনের ঘটনা: ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Environment)।
-
সদর দপ্তর অবস্থিত নাইরোবি, কেনিয়া।
-
বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন ডেনমার্কের ইনগার অ্যান্ডাসন।
0
Updated: 1 month ago
সুনামি কোথায় সৃষ্টি হয়?
Created: 1 month ago
A
পুুকুর
B
হ্রদ
C
সাগর
D
লেক
সুনামি হলো এক ধরনের বিশাল সমুদ্র ঢেউ, যা সাধারণত সমুদ্রের তলদেশে সংঘটিত ভূমিকম্প বা অন্যান্য ভূতাত্ত্বিক ঘটনার কারণে সৃষ্টি হয়। শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে, যেখানে “সু” মানে পোতাশ্রয় (বন্দর) এবং “নামি” মানে ঢেউ—অর্থাৎ এর শাব্দিক অর্থ “পোতাশ্রয়ের ঢেউ”।
• সুনামি (Tsunami) শব্দটি জাপানি উৎস থেকে এসেছে।
• এটি এমন এক প্রাকৃতিক দুর্যোগ, যেখানে সমুদ্র তলদেশে প্রবল ভূমিকম্পের ফলে বিশাল ঢেউ সমুদ্রপৃষ্ঠে সৃষ্টি হয়।
• সুনামির প্রধান কারণ হলো সমুদ্রতলের ভূমিকম্প।
• তাছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, পারমাণবিক বিস্ফোরণ, ভূমিধ্বস, এমনকি উল্কাপিণ্ডের পতন থেকেও সুনামি সৃষ্টি হতে পারে।
• ইতিহাসে সুনামির প্রথম লিপিবদ্ধ উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে।
• সুনামি সাধারণত উপকূলীয় অঞ্চলসমূহে ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটায়, তাই এটি একটি উপকূলীয় দুর্যোগ হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago
ঢাকার শেষ নবাব ছিলেন -
Created: 1 month ago
A
খাজা আতিকুল্লাহ বাহাদুর
B
খাজা নাজিমুদ্দিন বাহাদুর
C
খাজা সলিমুল্লাহ বাহাদুর
D
খাজা হাবিবুল্লাহ বাহাদুর
নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর ছিলেন ঢাকার নবাবপরিবারের শেষ নবাব, যিনি ঢাকা ও তার চারপাশের অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক জীবনে একটি যুগান্তকারী সময়ের সাক্ষী ছিলেন। তার শাসনামলে নবাবপরিবারের সম্পদ ও প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে।
-
নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর জন্মগ্রহণ করেন ২৬ এপ্রিল, ১৮৯৫ সালে।
-
তিনি ঢাকার পঞ্চম ও শেষ নবাব।
-
তার পিতা ছিলেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর।
-
তার শাসনামলে ঢাকার নবাবপরিবারের সম্পদ ও জৌলুশ ধীরে ধীরে কমতে থাকে।
-
১৯৫২ সালে ইস্ট পাকিস্তান এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্টের মাধ্যমে নবাবপরিবারের সম্পদ চূড়ান্তভাবে বর্জন করা হয়।
-
২১ নভেম্বর ১৯৫৮ সালে নবাব খাজা হাবিবুল্লাহ মৃত্যুবরণ করেন।
0
Updated: 1 month ago
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ জারি করেন কে?
Created: 1 month ago
A
আইয়ুব খান
B
জুলফিকার আলী ভুট্টো
C
মোহাম্মদ আলী জিন্নাহ
D
ইস্কান্দার মির্জা
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ ছিল আইয়ুব খানের শাসনামলে প্রবর্তিত এক গুরুত্বপূর্ণ আইন যা মুসলিম সমাজের পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য গৃহীত হয়। এ আইনকে কেন্দ্র করে উত্তরাধিকার, বিবাহ, তালাক ও দেনমোহরসহ নানা বিধান নির্ধারণ করা হয়।
-
১৯৬১ সালে আইয়ুব খান মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ জারি করেন।
-
এই আইনে উত্তরাধিকার, বিবাহ রেজিস্ট্রেশন, বহুবিবাহ, তালাক, বিবাহবিচ্ছেদ, দেনমোহর, স্ত্রীর ভরণপোষণ প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
-
উত্তরাধিকার সংক্রান্ত বিধান অনুযায়ী, কারো পিতা মৃত্যুবরণ করলে সে তার দাদার সম্পত্তির অংশ পাবে, যদিও দাদার আগে পিতা মারা গিয়েছে।
0
Updated: 1 month ago