United Nations Environment Programme (UNEP)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
প্যারিস
B
নাইরোবি
C
কায়রো
D
নাকুরু
উত্তরের বিবরণ
United Nations Environment Programme (UNEP) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পরিবেশ সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা প্রদান করে।
-
প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালের ৫ জুন।
-
প্রতিষ্ঠার পেছনের ঘটনা: ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Environment)।
-
সদর দপ্তর অবস্থিত নাইরোবি, কেনিয়া।
-
বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন ডেনমার্কের ইনগার অ্যান্ডাসন।

0
Updated: 18 hours ago
সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর আওতায় দেশে প্রথমবারের মত কোন রোগ প্রতিরোধে টিকা দিবে সরকার? (আগস্ট-২০২৫)
Created: 18 hours ago
A
কলেরা
B
ডেঙ্গু
C
যক্ষ্মা
D
টাইফয়েড
টাইফয়েড টিকা হলো টাইফয়েড জ্বর প্রতিরোধে সরকারের উদ্যোগে প্রদত্ত এক গুরুত্বপূর্ণ প্রতিষেধক, যা শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিত করবে। এই টিকাদান কর্মসূচি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে।
-
দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে সরকারী টিকা কার্যক্রম শুরু হয়েছে।
-
ভ্যাকসিনটি এসেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায়।
-
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)-এর আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে।
-
এটি এক ডোজের ইনজেকটেবল টিকা, যা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করে।
-
টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়।
-
উপসর্গ: দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। গুরুতর ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে বা মৃত্যু পর্যন্ত হতে পারে।
-
বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়, এবং প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু ঘটে।

0
Updated: 18 hours ago
Which planet is known as the “Red Planet”?
Created: 2 weeks ago
A
Venus
B
Jupiter
C
Mars
D
Mercury
মঙ্গল গ্রহ (Mars):
- মঙ্গল গ্রহ পৃথিবীর নিকটতম প্রতিবেশী।
- বছরের অধিকাংশ সময় একে দেখা যায়।
- খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়।
- এ জন্য এটা লাল গ্রহ নামে পরিচিত।
- সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার।
- এর ব্যাস ৬,৭৮৭কিলোমিটার এবং পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক।
- এই গ্রহে দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান।
- সূর্যের চারদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে ৬৮৭ দিন।
- মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি।
- মঙ্গলে ফোবোস ও ডিমোস নামে দুটি উপগ্রহ রয়েছে।

0
Updated: 2 weeks ago
NATO- এর বর্তমান মহাসচিব কে? (আগস্ট-২০২৫)
Created: 3 weeks ago
A
রাশিদ অলিমিভ
B
মার্ক রুট
C
জাৰ্গেন স্টর্ক
D
ফিলিপ্পো গ্রান্ডি
The North Atlantic Treaty Organization (NATO)
-
প্রতিষ্ঠা: ১৯৪৯ সালে, একটি সামরিক জোট হিসেবে।
-
সদস্য রাষ্ট্রের সংখ্যা: ৩২টি।
-
সদরদপ্তর:
-
শুরুতে: লন্ডন
-
১৯৫২ সালে স্থানান্তরিত: প্যারিস
-
১৯৬৭ সালে স্থানান্তরিত: ব্রাসেলস
-
-
মহাসচিব: ১ অক্টোবর ২০২৪ থেকে মার্ক রুট দায়িত্ব গ্রহণ করেছেন, যিনি জোটের ১৪তম মহাসচিব।
-
সর্বশেষ সদস্য: সুইডেন (২০২৪)
উৎস: নাটো ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago