সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর আওতায় দেশে প্রথমবারের মত কোন রোগ প্রতিরোধে টিকা দিবে সরকার? (আগস্ট-২০২৫)
A
কলেরা
B
ডেঙ্গু
C
যক্ষ্মা
D
টাইফয়েড
উত্তরের বিবরণ
টাইফয়েড টিকা হলো টাইফয়েড জ্বর প্রতিরোধে সরকারের উদ্যোগে প্রদত্ত এক গুরুত্বপূর্ণ প্রতিষেধক, যা শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিত করবে। এই টিকাদান কর্মসূচি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে।
-
দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে সরকারী টিকা কার্যক্রম শুরু হয়েছে।
-
ভ্যাকসিনটি এসেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায়।
-
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)-এর আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে।
-
এটি এক ডোজের ইনজেকটেবল টিকা, যা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করে।
-
টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়।
-
উপসর্গ: দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। গুরুতর ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে বা মৃত্যু পর্যন্ত হতে পারে।
-
বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়, এবং প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু ঘটে।

0
Updated: 18 hours ago
আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
বাগদাদ
B
কায়রো
C
জেদ্দা
D
আম্মান
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (আগস্ট, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (আগস্ট, ২০২৫)
তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।

0
Updated: 3 weeks ago
World Bank এর বর্তমান প্রেসিডেন্ট কে? (আগস্ট-২০২৫)
Created: 18 hours ago
A
ইউজিন মেয়ার
B
অজয় বাঙ্গা
C
ডেভিড ম্যালপাস
D
জিম ইয়ং কিম
World Bank হলো বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক, যা অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্থায়ী উন্নয়নের জন্য কাজ করে। এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় এবং ১৯৪৬ সাল থেকে কার্যক্রম শুরু করে। সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। বাংলাদেশ ১৯৭২ সালে বিশ্বব্যাংকের সদস্য পদ লাভ করে। বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা (আগস্ট ২০২৫ অনুযায়ী), যিনি বিশ্বব্যাংক গ্রুপের ১৪তম প্রেসিডেন্ট এবং ২ জুন, ২০২৩-এ তার পাঁচ বছরের মেয়াদ শুরু করেন।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৪৪ (ব্রেটনউডস সম্মেলন), কার্যক্রম শুরু ১৯৪৬
-
সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৭২
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা
-
১৪তম প্রেসিডেন্ট
-
২ জুন, ২০২৩-এ পাঁচ বছরের মেয়াদ শুরু
-
World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত:
-
IBRD (International Bank for Reconstruction and Development)
-
IDA (International Development Association)
-
IFC (International Finance Corporation)
-
ICSID (International Centre for Settlement of Investment Disputes)
-
MIGA (Multilateral Investment Guarantee Agency)

0
Updated: 18 hours ago
এন্টার্কটিকা মহাদেশের চতুর্দিকে কোন মহাসাগর রয়েছে?
Created: 1 week ago
A
আটলান্টিক মহাসাগর
B
প্রশান্ত মহাসাগর
C
দক্ষিণ মহাসাগর
D
ভারত মহাসাগর
এন্টার্কটিকা (Antarctica):
- এন্টার্কটিকা মহাদেশ আয়তনে বিশ্বে পঞ্চম।
- এর মোট আয়তন :১ কোটি ৪২ লক্ষ বর্গকিমি; পঞ্চম বৃহত্তম।
- এটি ৯০° দক্ষিণ মেরুরেখা থেকে ৬০° দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত।
- মহাদেশটি পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং দক্ষিণ মেরুকে কেন্দ্র করে প্রায় বৃত্তাকারে অবস্থিত।
- এ মহাদেশের চতুর্দিকে দক্ষিণ মহাসাগর অবস্থিত।
- মহাদেশটি সারাবছর বরফে আচ্ছন্ন থাকে বলে মনুষ্য বসবাসের অনুপযোগী।
- শীতলতম এই মহাদেশে কোনো দেশ নেই।
- এখানকার উল্লেখযোগ্য প্রাণি অ্যালবাট্রস, পেঙ্গুইন, সীল ইত্যাদি। এছাড়া এ মহাদেশে মস ও শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মে।

0
Updated: 1 week ago