সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর আওতায় দেশে প্রথমবারের মত কোন রোগ প্রতিরোধে টিকা দিবে সরকার? (আগস্ট-২০২৫)
A
কলেরা
B
ডেঙ্গু
C
যক্ষ্মা
D
টাইফয়েড
উত্তরের বিবরণ
টাইফয়েড টিকা হলো টাইফয়েড জ্বর প্রতিরোধে সরকারের উদ্যোগে প্রদত্ত এক গুরুত্বপূর্ণ প্রতিষেধক, যা শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিত করবে। এই টিকাদান কর্মসূচি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে।
-
দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে সরকারী টিকা কার্যক্রম শুরু হয়েছে।
-
ভ্যাকসিনটি এসেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায়।
-
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)-এর আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে।
-
এটি এক ডোজের ইনজেকটেবল টিকা, যা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করে।
-
টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়।
-
উপসর্গ: দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। গুরুতর ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে বা মৃত্যু পর্যন্ত হতে পারে।
-
বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়, এবং প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু ঘটে।
0
Updated: 1 month ago
কোন রঙের আলাের
তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
Created: 2 months ago
A
বেগুনি
B
নীল
C
কমলা
D
লাল
আলোর তরঙ্গদৈর্ঘ্য
-
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
-
তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
-
তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
-
লাল আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
-
বেগুনি আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশি।
0
Updated: 2 months ago
IMF এর বর্তমান সদস্য সংখ্যা কতটি? (আগস্ট-২০২৫)
Created: 1 month ago
A
১৯০টি
B
১৯১টি
C
১৯৩টি
D
১৮৯টি
International Monetary Fund (IMF) হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যা ১৯৪৪ সালে ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় এবং ১৯৪৭ সালের ১লা মার্চ থেকে কার্যক্রম শুরু করে। এর প্রধান লক্ষ্য হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা। সংস্থার সদরদপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে। আগস্ট ২০২৫ অনুযায়ী, IMF-এর সদস্য সংখ্যা ১৯১টি এবং বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হলেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৪৪, ব্রিটন উডস সম্মেলন
-
কার্যক্রম শুরু: ১লা মার্চ ১৯৪৭
-
সদস্য সংখ্যা: ১৯১টি (আগস্ট ২০২৫)
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৭২ সালের ১৭ আগস্ট
-
প্রধান কাজ: আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা
0
Updated: 1 month ago
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে?
Created: 1 month ago
A
প্রধান বিচারপতি
B
আইনমন্ত্রী
C
প্রধান নির্বাচন কমিশনার
D
অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল হলো দেশের প্রধান আইন কর্মকর্তা, যিনি রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী বিভিন্ন আইনগত দায়িত্ব পালন করেন। সংবিধানের বিভিন্ন ধারায় তার নিয়োগ ও কর্তব্য নির্ধারিত।
-
সংবিধান অনুচ্ছেদ ৬৪(১) অনুযায়ী, সুপ্রীম কোর্টের বিচারক হবার যোগ্য যে কোনও ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিতে পারেন।
-
অনুচ্ছেদ ৬৪(২) অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন।
-
তিনি দেশের প্রধান আইন কর্মকর্তা।
-
১৬তম অ্যাটর্নি জেনারেল: জনাব আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
-
১৭তম অ্যাটর্নি জেনারেল: জনাব মোঃ আসাদুজ্জামান [আগস্ট, ২০২৫]।
উল্লেখযোগ্য তথ্য:
-
দেশের বর্তমান প্রধান বিচারপতি: বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ [আগস্ট, ২০২৫]।
-
দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার: এম. নাসির উদ্দিন।
উৎস:
0
Updated: 1 month ago