বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?
A
১৯৭৩ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭২ সালে
D
১৯৭১ সালে
উত্তরের বিবরণ
International Labour Organization (ILO) হলো জাতিসংঘের একমাত্র ত্রিপক্ষীয় সংস্থা, যা শ্রমিক, নিয়োগকর্তা ও সরকারের অংশগ্রহণে বিশ্বব্যাপী শ্রম মান, নীতি ও কর্মসংস্থান সম্পর্কিত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে। এটি শ্রমিকদের অধিকার ও নিরাপদ, মানসম্মত কাজ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
-
১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
-
সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে।
-
বর্তমান মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, যিনি ২০২২ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন।
-
বাংলাদেশ ১৯৭২ সালে ILO-এর সদস্যপদ লাভ করে।
-
ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
-
সংস্থার প্রধান কাজ: সদস্য রাষ্ট্রের সরকার, নিয়োগকর্তা ও শ্রমিকদের একত্রিত করে শ্রম মান নির্ধারণ, নীতি তৈরি এবং সকল নারী ও পুরুষের জন্য উপযুক্ত কাজের প্রচার।
0
Updated: 1 month ago
সার্ক কোন দেশসমূহের একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম?
Created: 1 month ago
A
দক্ষিণ-পূর্ব এশিয়ার
B
দক্ষিণ- পশ্চিম এশিয়ার
C
দক্ষিণ এশিয়ার
D
দক্ষিণ-উত্তর এশিয়ার
দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের উদ্দেশ্যে গঠিত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন হলো South Asian Association for Regional Cooperation (SAARC)। এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
-
সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায়।
-
সদরদপ্তর অবস্থিত কাঠমান্ডু, নেপাল।
-
সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি দেশ।
-
সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
-
বর্তমান মহাসচিব হলেন গোলাম সারওয়ার।
-
সার্কের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি দেশ।
-
বর্তমান সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।
-
সর্বশেষ সদস্য আফগানিস্তান, যা ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।
0
Updated: 1 month ago
কৌটিল্যের মতে সুশাসনের উপাদান কয়টি?
Created: 1 month ago
A
৩টি
B
৮টি
C
৫টি
D
৪টি
প্রাচীন অর্থশাস্ত্রবিদ কৌটিল্য'র মতে, সুশাসনের উপাদান ৪টি। যথা:
- Law and Order.
- People Learning Administration.
- Justice and Rationally as the basis of decision.
- Corruption Free Government.
• বিভিন্ন সংস্থাভিত্তিক সুশাসনের উপাদানের সংখ্যা:
- UNDP: ৯টি,
- জাতিসংঘ:৮টি,
- বিশ্বব্যাংক:৬টি,
- UNHCR: ৫টি,
- AFDB: ৫টি,
- ADB :৪টি ,
- IDA : ৪টি।
0
Updated: 1 month ago
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোনটি?
Created: 2 months ago
A
মিজোরামের লুসাই পাহাড়
B
কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ
C
সিকিমের পার্বত্য অঞ্চল
D
খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ
বিভিন্ন নদীর উৎপত্তিস্থল:
- পদ্মা নদীর উৎপত্তিস্থল গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
- মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
- যমুনা নদীর উৎপত্তিস্থল ব্ৰহ্মপুত্ৰ নামে কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।
- কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
- করতোয়া নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
- সাঙ্গু নদীর উৎপত্তিস্থল মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।
- হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
- মহানন্দা নদীর উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।
তথ্যসূত্র - ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago