শেনজেন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
A
১৯৮৫ সালে
B
১৯৮৩ সালে
C
১৮৮৫ সালে
D
১৯৮১ সালে
উত্তরের বিবরণ
শেনজেন চুক্তি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চুক্তি, যার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করে নাগরিকদের অবাধ চলাচল নিশ্চিত করা হয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ ঐক্য ও আঞ্চলিক সংহতির ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত।
-
শেনজেন চুক্তি হলো ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশের চুক্তি।
-
১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
-
স্বাক্ষরকারী দেশগুলো ছিল বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস।
-
মূল লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ কমিয়ে অবাধ চলাচল নিশ্চিত করা।
-
এর আওতায় ভিসা ও আশ্রয় নীতিমালা সমন্বয় করা হয় এবং তথ্য বিনিময়ের জন্য শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS) চালু হয়।
-
চুক্তি কার্যকর হয় ১৯৯৫ সালে; তখন ইতালি, স্পেন, পর্তুগাল ও গ্রিস এতে যোগ দেয়।
-
পরবর্তীতে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন যুক্ত হয়।
-
যদিও প্রথমে এটি ইউরোপীয় ইউনিয়নের বাইরে শুরু হয়েছিল, আমস্টারডাম চুক্তি (১৯৯৯) শেনজেন চুক্তিকে ইইউ আইনের অংশ করে।
-
পরবর্তী সময়ে একে একে বিভিন্ন দেশ যুক্ত হয়: চেক প্রজাতন্ত্রসহ একাধিক দেশ (২০০৭), সুইজারল্যান্ড (২০০৮), লিচেনস্টাইন (২০১১) ও ক্রোয়েশিয়া (২০২৩)।
-
বর্তমানে শেনজেনভুক্ত দেশ সংখ্যা ২৯টি।

0
Updated: 18 hours ago
ইরাকের রাজধানী শহর-
Created: 18 hours ago
A
কারবালা
B
আল-কাদিসিয়াহ
C
বাগদাদ
D
সুলিমানিয়া
ইরাক দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি আরব দেশ, যা আরব বিশ্বের পূর্বতম অংশে অবস্থিত। এটি অক্ষাংশের দিক থেকে দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলনীয় অবস্থানে রয়েছে। দেশটি ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছে এবং পারস্য উপসাগরের উত্তর প্রান্তে একটি ছোট উপকূলরেখা রয়েছে। রাজধানী বাগদাদ প্রাচীন মেসোপটেমিয়ার কেন্দ্রস্থলে, টাইগ্রিস নদীর তীরে অবস্থিত।
-
অবস্থান: দক্ষিণ-পশ্চিম এশিয়া, আরব বিশ্বের পূর্বতম অংশ
-
সীমান্তবর্তী দেশসমূহ:
-
উত্তরে: তুরস্ক
-
পূর্বে: ইরান
-
পশ্চিমে: সিরিয়া ও জর্ডান
-
দক্ষিণে: সৌদি আরব ও কুয়েত
-
-
উপকূলরেখা: পারস্য উপসাগরের উত্তর প্রান্তে ৩৬ মাইল (৫৮ কিমি) দীর্ঘ
-
রাজধানী: বাগদাদ, টাইগ্রিস নদীর তীরে

0
Updated: 18 hours ago
হিউম্যান রাইটস ওয়াচ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 18 hours ago
A
লন্ডন
B
নিউইয়র্ক
C
বার্লিন
D
জেনেভা
হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch) হলো আন্তর্জাতিকভাবে পরিচিত একটি বেসরকারি মানবাধিকার সংস্থা, যা বিশ্বব্যাপী মানবাধিকারের সুরক্ষা ও প্রচারের জন্য গবেষণা ও প্রতিবেদন প্রকাশ করে থাকে। এটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করে আন্তর্জাতিক মহলে সচেতনতা সৃষ্টি করে।
-
প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে, প্রাথমিক নাম ছিল “হেলসিঙ্কি ওয়াচ”।
-
এটি একটি বেসরকারি সংস্থা, যা মানবাধিকার রক্ষায় কাজ করে।
-
প্রধান কার্যক্রম: মানবাধিকার বিষয়ক গবেষণা, পর্যবেক্ষণ ও লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ।
-
সদর দপ্তর অবস্থিত নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
-
বর্তমান অন্তর্বর্তীকালীন পরিচালক ফেডেরিকো বোরেলও।

0
Updated: 18 hours ago
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন কে?
Created: 22 hours ago
A
মাহমুদউল্লাহ রিয়াদ
B
তামিম ইকবাল
C
সাকিব আল হাসান
D
মুশফিকুর রহিম
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
-
তিনি প্রথম সেঞ্চুরি করেন ২০১৫ সালে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে।
-
সাকিব আল হাসানের দুটি এবং মুশফিকুর রহিমের একটি সেঞ্চুরি রয়েছে বিশ্বকাপে।
-
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ।
-
মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রানের ইনিংস খেলেন, যা একাধিক রেকর্ডের সৃষ্টি করে।
-
প্রোটিয়াদের বিপক্ষে শতকটি ছিল তার বিশ্বমঞ্চে তৃতীয় সেঞ্চুরি।
-
একাধিক বিশ্বকাপে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম খেলোয়াড়ও তিনি।

0
Updated: 22 hours ago