কোন সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF গঠন করা হয়?
A
ইয়াল্টা সম্মেলন
B
রিও সম্মেলন
C
প্যারিস সম্মেলন
D
ব্রেটন উডস সম্মেলন
উত্তরের বিবরণ
International Monetary Fund (IMF) হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যা বৈশ্বিক অর্থনীতিতে মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা ও আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের উদ্দেশ্যে গঠিত হয়।
-
গঠিত হয় ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে।
-
কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১ মার্চ।
-
বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯১টি।
-
সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে।
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হলেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।
-
প্রধান কাজ: আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক সহযোগিতা বৃদ্ধি।
-
বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।
0
Updated: 1 month ago
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কবে বাংলাদেশে ফিরিয়ে এনে পুনঃ সমাহিত করা হয়?
Created: 1 month ago
A
২০০৫ সালে
B
২০০৬ সালে
C
২০০৭ সালে
D
২০০৮ সালে
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
-
সর্বকনিষ্ঠ শহীদ বীরশ্রেষ্ঠ
-
জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৫৩, ঝিনাইদহ জেলার খালিশপুর গ্রাম
-
পেশা: সেনাবাহিনী
-
মুক্তিযুদ্ধ: ৪নং সেক্টরের অধীনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ
-
পদবী: সিপাহী (১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)
শাহাদাত:
-
২৮ অক্টোবর ১৯৭১, ধলই আক্রমণে সহযোদ্ধাদের জীবন রক্ষার্থে শত্রুর বাঙ্কার ধ্বংসের সময় শত্রুর মেশিনগান বাস্টের আঘাতে শহীদ হন।
-
মৃতদেহ উদ্ধার করে ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর জেলাধীন আমবাসা গ্রামে দাফন করা হয়।
-
স্বাধীন বাংলাদেশ সরকার তাকে বীরত্বের স্বীকৃতি হিসেবে 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে।
-
শাহাদাতের ৩৬ বছর পর, ১১ ডিসেম্বর ২০০৭, বাংলাদেশ সরকারের উদ্যোগে তার দেহাবশেষ দেশে ফিরিয়ে এনে ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে রাষ্ট্রীয় সম্মানে পুনঃসমাহিত করা হয়।
0
Updated: 1 month ago
The green plastid that contains chlorophyll is called:
Created: 1 month ago
A
Chloroplast
B
Chromoplast
C
Leukoplast
D
Etioplast
সবুজ রঙ্গক ক্লোরোফিল ধারণকারী প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট (Chloroplast) বলা হয়। এটি উদ্ভিদ এবং শৈবাল কণিকায় পাওয়া যায় এবং প্রধানত সূর্যালোক থেকে শক্তি সংগ্রহ করে খাদ্য প্রস্তুত করে, যা ফটোসিন্থেসিস প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। ক্লোরোপ্লাস্টে থাকা ক্লোরোফিল পিগমেন্টটি সবুজ রঙ প্রদান করে এবং আলো শোষণ করে। এটি কোষের শক্তি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সূর্যের শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েড, স্ট্রোমা এবং গ্রানা থাকে, যা ফটোসিন্থেসিস প্রক্রিয়াকে কার্যকর করে। সুতরাং, উদ্ভিদ কোষের সবুজ রঙ এবং খাদ্য উৎপাদনের মূল কেন্দ্র হলো ক্লোরোপ্লাস্ট।
প্লাস্টিড সম্পর্কিত তথ্য:
-
প্লাস্টিড উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু।
-
প্রধান কাজ: খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদদেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা।
-
প্লাস্টিড তিন ধরনের:
১. ক্লোরোপ্লাস্ট:
-
সবুজ রঙের প্লাস্টিড।
-
পাতা, কচি কান্ড ও অন্যান্য সবুজ অংশে পাওয়া যায়।
-
গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে।
-
এতে ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জকও থাকে।
২. ক্রোমোপ্লাস্ট:
-
রঙিন প্লাস্টিড, তবে সবুজ নয়।
-
জ্যান্থফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক ধারণ করে।
-
ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা প্রধান কাজ।
৩. লিউকোপ্লাস্ট:
-
কোনো রঞ্জক পদার্থ নেই।
-
যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না (যেমন: মূল, ভ্রূণ, জনন কোষ) সেখানে পাওয়া যায়।
-
প্রধান কাজ: খাদ্য সঞ্চয়।
-
0
Updated: 1 month ago
সাহারা মরুভূমি কতটি দেশের মধ্য বিস্তৃত রয়েছে?
Created: 1 month ago
A
১১টি
B
৯টি
C
৬টি
D
৮টি
- সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার ১১টি দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত।
সাহারা মরুভূমি:
- প্রায় ৯,২০০,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
- সাহারা মরুভূমিকে বিশ্বের বৃহত্তম উষ্ণ (গরম) মরুভূমি হিসেবে বিবেচনা করা হয়।
- আয়তনের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম মরুভূমি,
- শুধুমাত্র অ্যান্টার্কটিকা ও আর্কটিকের মেরু মরুভূমির পরেই অবস্থান।
- এবং এটি আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% অংশ দখল করে রেখেছে।
- সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার ১১টি দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত।
- এই দেশগুলো হলো: আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিশিয়া, চাঁদ, মালি, নাইজার, মরিতানিয়া, পশ্চিম সাহারা।
0
Updated: 1 month ago