বাংলাদেশে দক্ষিণ এশিয়ার কোন দেশের সাথে 'অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি' সম্পাদন করে? (আগস্ট-২০২৫)
A
পাকিস্তান
B
ভারত
C
নেপাল
D
ভুটান
উত্তরের বিবরণ
Preferential Trade Agreement (PTA) হলো বাংলাদেশের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, যা আঞ্চলিক বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত। এটি মূলত মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) পূর্ব ধাপ হিসেবে কাজ করে।
-
বাংলাদেশের সঙ্গে PTA সম্পাদনকারী দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হলো ভুটান।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ৬ ডিসেম্বর, ২০২০ তারিখে।
-
এটি সম্পূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নয়, বরং FTA-র আগের ধাপ বা আংশিক FTA।
-
চুক্তির আওতায় বাংলাদেশ ভুটানে ১০০টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে।
-
অন্যদিকে ভুটান বাংলাদেশে ৩৪টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে।

0
Updated: 18 hours ago
B-2 Spirit কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
Created: 2 days ago
A
জার্মানি
B
যুক্তরাষ্ট্র
C
ফ্রান্স
D
যুক্তরাজ্য
বি-২ স্পিরিট (B-2 Spirit) বিমানের পূর্ণ নাম হলো Northrop Grumman B-2 Spirit। এটি একটি স্টিলথ স্ট্র্যাটেজিক বোম্বার (Stealth strategic bomber)।
-
প্রথম উড্ডয়ন: ১৭ জুলাই ১৯৮৯
-
সেবা গ্রহণ: ১৯৯৩ সালে মার্কিন বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত
-
নির্মাতা: Northrop Grumman
-
নির্মাণকারী দেশ: যুক্তরাষ্ট্র
-
প্রধান ব্যবহার: গভীর শত্রু অঞ্চলে প্রবেশ করে নিখুঁত বোমা হামলা চালানো
-
বিশেষ বৈশিষ্ট্য: "Flying wing" ডিজাইন এবং রাডার-চালিত অদৃশ্যতা
উৎস:

0
Updated: 2 days ago
Who was the Governor of East Bengal during the language movement of 1952?
Created: 3 days ago
A
Malik Ghulam Muhammad
B
Khwaja Nazimuddin
C
Nurul Amin
D
Feroze Khan Noon
ভাষা আন্দোলন হলো বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ধাপ এবং এর মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। এই আন্দোলনের সূত্রপাত হয় ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
-
ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন ফিরোজ খান নুন।
-
সময়ের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
-
পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
-
ভাষা আন্দোলন বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হিসেবে পরিচিত।
-
এই আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবোধ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়।
তথ্যসূত্র:

0
Updated: 3 days ago
Who is the current president of the World Bank? (August, 2025)
Created: 3 days ago
A
Robert McNamara
B
Kristalina Georgieva
C
David Malpass
D
Ajay Banga
বিশ্ব ব্যাংক হলো বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক, যা ১৯৪৪ সালে ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় এবং ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রে অবস্থিত। বর্তমান সময়ে (আগস্ট ২০২৫) এর সদস্য সংখ্যা ১৮৯টি, এবং বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
-
বিশ্ব ব্যাংক বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে।
-
বিশ্ব ব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত, যা হলো:
-
IBRD
-
IDA
-
IFC
-
ICSID
-
MIGA
-
তথ্যসূত্র:

0
Updated: 3 days ago