Amnesty International-এর প্রধান উদ্দেশ্য কী?
A
বৈশ্বিক উষ্ণায়ন রোধ
B
মানবাধিকার রক্ষা করা
C
বাণিজ্য বৈষম্য রোধ
D
বৈশ্বিক জলাশয় রক্ষা
উত্তরের বিবরণ
Amnesty International হলো বিশ্বের অন্যতম সুপরিচিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বৈশ্বিক পরিসরে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি মূলত রাষ্ট্র ও বিভিন্ন কর্তৃপক্ষ কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো উন্মোচন ও প্রতিবাদ করার জন্য পরিচিত।
-
প্রতিষ্ঠাতা: পিটার বেনেনসন।
-
প্রতিষ্ঠাকাল: ২৮ মে, ১৯৬১।
-
সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
-
প্রধান উদ্দেশ্য: মানবাধিকার রক্ষা ও সুরক্ষা নিশ্চিত করা।
-
কার্যক্রম: মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিবেদন প্রকাশ ও আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি।
-
অর্জন: ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

0
Updated: 18 hours ago
Which of the following organization was the ancestor of WTO?
Created: 2 weeks ago
A
UNTWO
B
GATT
C
IBRD
D
UNWTO
WTO (World Trade Organization):
-
পরিচিতি: WTO হলো বিশ্বের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যের স্বচ্ছতা, পূর্বাভাসযোগ্যতা ও স্বাধীন প্রবাহ নিশ্চিত করা।
-
প্রতিষ্ঠা: ১ জানুয়ারি, ১৯৯৫।
-
উৎপত্তি: এটি গঠিত হয় General Agreement on Tariffs and Trade (GATT)-এর ভিত্তিতে, যা প্রথম প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৬৬টি দেশ এর সদস্য (২০২5 অনুযায়ী)।
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
মহাপরিচালক (Director General): এনগোজি ওকোনজো ইওয়েলা (নাইজেরিয়া) – তিনি ২০২১ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রথম আফ্রিকান ও প্রথম নারী মহাপরিচালক।
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১ জানুয়ারি, ১৯৯৫ সাল থেকে WTO-এর সদস্য।
-
ভাষা: WTO-এর কার্যক্রম পরিচালিত হয় মূলত তিনটি সরকারি ভাষায়— ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ।
অতিরিক্ত তথ্য:
-
WTO এর প্রধান কাজ হলো— আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করা, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সুবিধা বৃদ্ধি করা।
-
WTO বাণিজ্য সংক্রান্ত ৬০টিরও বেশি চুক্তি পরিচালনা করে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো— Agreement on Agriculture (AoA), General Agreement on Trade in Services (GATS), Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS)।
-
WTO-এর Ministerial Conference হলো সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ, যা দুই বছরে একবার অনুষ্ঠিত হয়।

0
Updated: 2 weeks ago
Which planet is known as the “Red Planet”?
Created: 2 weeks ago
A
Venus
B
Jupiter
C
Mars
D
Mercury
মঙ্গল গ্রহ (Mars):
- মঙ্গল গ্রহ পৃথিবীর নিকটতম প্রতিবেশী।
- বছরের অধিকাংশ সময় একে দেখা যায়।
- খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়।
- এ জন্য এটা লাল গ্রহ নামে পরিচিত।
- সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার।
- এর ব্যাস ৬,৭৮৭কিলোমিটার এবং পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক।
- এই গ্রহে দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান।
- সূর্যের চারদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে ৬৮৭ দিন।
- মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি।
- মঙ্গলে ফোবোস ও ডিমোস নামে দুটি উপগ্রহ রয়েছে।

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের জাতীয় শিশুনীতি অনুসারে শিশুর বয়স সীমা কত?
Created: 4 days ago
A
০-১৮ বছর
B
০-৮ বছর
C
১-২০ বছর
D
০-১২ বছর
বাংলাদেশের জাতীয় শিশুনীতি শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত একটি গুরুত্বপূর্ণ নীতি।
-
শিশুর সংজ্ঞা:
-
শিশু: আঠারো বছরের কম বয়সী সকল ব্যক্তি।
-
কিশোর-কিশোরী: ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সী শিশু।
-
-
জাতীয় শিশুনীতি – ২০১১:
-
প্রবর্তন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ফেব্রুয়ারি ২০১১।
-
-
পরিধি:
-
নীতি বাংলাদেশের সকল শিশুর জন্য বৈষম্যহীনভাবে প্রযোজ্য।
-
-
মূলনীতি:
-
সংবিধান, শিশু আইন এবং আন্তর্জাতিক সনদসমূহের আলোকে শিশু অধিকার নিশ্চিতকরণ।
-
শিশু দারিদ্র বিমোচন।
-
শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
-
কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
-
শিশুর সার্বিক সুরক্ষা ও সর্বোত্তম স্বার্থ নিশ্চিতকরণের জন্য পদক্ষেপ গ্রহণ।
-

0
Updated: 1 day ago