ক্যাম্প ডেভিড চুক্তি কোন দুটি দেশের মধ্যকার স্বাক্ষরিত হয়?
A
সিরিয়া ও মিশর
B
ইসরাইল ও মিশর
C
মিশর ও সিরিয়া
D
ইসরাইল ও ইরান
উত্তরের বিবরণ
ক্যাম্প ডেভিড চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরাইল ও মিশরের মধ্যে স্বাক্ষরিত এক ঐতিহাসিক চুক্তি। এটি যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মধ্যস্থতায় সম্পাদিত হয় এবং আরব-ইসরাইল দ্বন্দ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।
-
চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত ক্যাম্প ডেভিড অবকাশযাপন কেন্দ্রে।
-
মধ্যস্থতাকারী ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
-
স্বাক্ষরকারীরা ছিলেন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন।
-
এর মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।
-
চুক্তির ফলশ্রুতিতে মিশর সাময়িকভাবে OIC (Organization of Islamic Cooperation) ও আরব লীগ থেকে বহিষ্কৃত হয়।
-
চুক্তিটি স্বাক্ষরিত স্থান ক্যাম্প ডেভিড যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত রাষ্ট্রপতির অবকাশযাপন কেন্দ্র।
0
Updated: 1 month ago
When was the International Criminal Court (ICC) established through the Rome Statute?
Created: 1 month ago
A
1998
B
2000
C
2002
D
2005
ICC (International Criminal Court) হলো বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক ফৌজদারী আদালত, যা মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যা ও আগ্রাসনের অপরাধের বিচার করে থাকে। এটি আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বিবেচিত। নিচে এর বিস্তারিত তথ্য তুলে ধরা হলো—
-
পূর্ণরূপ: International Criminal Court (আন্তর্জাতিক অপরাধ আদালত)।
-
প্রতিষ্ঠা: ১৭ জুলাই, ১৯৯৮ — রোম সংবিধি (Rome Statute) স্বাক্ষরের মাধ্যমে গঠিত।
-
কার্যক্রম শুরু: ১ জুলাই, ২০০২।
-
সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১২৫টি।
-
১২৫তম সদস্য দেশ: ইউক্রেন।
-
বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানে (২০২৪–২০২৭)।
-
প্রেসিডেন্সির মেয়াদ: সদস্যরা ৩ বছরের জন্য নির্বাচিত হন।
-
রোম সংবিধির প্রেক্ষাপট:
-
১৯৯৮ সালের ১৫ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত ইতালির রোমে একটি আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের ১২০টি দেশের প্রতিনিধি অংশ নেন।
-
১২০–৭ ভোটের ব্যবধানে রোম সংবিধি গৃহীত হয়।
-
পর্যাপ্ত সংখ্যক রাষ্ট্র সংবিধি অনুমোদন করার পর ২০০২ সালের ১ জুলাই থেকে ICC আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
-
-
রোম সংবিধির কাঠামো: এতে মোট ১৩টি অধ্যায় ও ১২৮টি অনুচ্ছেদ রয়েছে, যা আদালতের ক্ষমতা, কাঠামো ও কার্যপ্রণালী নির্ধারণ করে।
-
ICC আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকারের সুরক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 1 month ago
IPCC-এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
International Panel on Climate Control
B
Intergovernmental Panel on Climate Change
C
International Program on Climate Change
D
Intergovernmental Program on Climate Control
IPCC হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ, মূল্যায়ন ও প্রকাশের জন্য গঠিত। এর লক্ষ্য হলো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতি নির্ধারণে বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করা।
• পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change (IPCC)।
• এটি গঠিত হয়েছে জাতিসংঘের দুটি সংস্থা—বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে।
• প্রতিষ্ঠার বছর: ১৯৮৮।
• IPCC-এর কাজের মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ, মূল্যায়ন ও রিপোর্ট প্রকাশ করা।
• ২০০৭ সালে IPCC এই কাজের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
0
Updated: 1 month ago
বাংলাদেশে কী ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
Created: 2 months ago
A
একদলীয় ব্যবস্থা
B
দ্বি-দলীয় ব্যবস্থা
C
একনায়কতন্ত্র
D
বহু-দলীয় ব্যবস্থা
একদলীয় ব্যবস্থা
-
রাষ্ট্রে যখন কেবলমাত্র একটি রাজনৈতিক দল থাকে, তখন সেটিকে একদলীয় ব্যবস্থা বলা হয়।
-
একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় সাধারণত একটিমাত্র দল বিদ্যমান থাকে।
-
এই ব্যবস্থায় বিরোধী দলের কোনো অস্তিত্ব স্বীকৃত হয় না।
দ্বি-দলীয় ব্যবস্থা
-
যখন রাষ্ট্রে মাত্র দুটি রাজনৈতিক দল থাকে, তখন তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলা হয়।
-
এ ব্যবস্থায় একটি দল সরকার গঠন করে এবং অপর দল বিরোধী দলের দায়িত্ব পালন করে।
-
প্রকৃত অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দ্বি-দলীয় ব্যবস্থাই চালু রয়েছে।
বহু-দলীয় ব্যবস্থা
-
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুইয়ের অধিক রাজনৈতিক দল ক্ষমতা অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহু-দলীয় ব্যবস্থা বলা হয়।
-
ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ অনেক দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।
উৎস: পৌরনীতি ও সুশাসন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago