সানফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশের প্রতিনিধিদল অংশ নেয়?
A
৪৩টি
B
৫১টি
C
৪৬টি
D
৫৫টি
উত্তরের বিবরণ
সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বশান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত এক ঐতিহাসিক সম্মেলন। এই সম্মেলন থেকেই জাতিসংঘ প্রতিষ্ঠার পথ সুগম হয় এবং আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন যুগের সূচনা ঘটে।
-
সান ফ্রান্সিসকো সম্মেলন জাতিসংঘ প্রতিষ্ঠা সম্মেলন হিসেবেও পরিচিত।
-
এটি অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে।
-
সম্মেলনে অংশগ্রহণ করে ৪৬টি দেশের প্রতিনিধি দল।
-
এর মূল উদ্দেশ্য ছিল একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা ভবিষ্যতে যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখবে।
-
সম্মেলনের ফলশ্রুতিতে ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ অনুমোদিত হয় এবং নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র একে স্বীকৃতি প্রদান করে।
-
এই তারিখকেই জাতিসংঘের আনুষ্ঠানিক জন্মদিন ধরা হয়।
-
তাই প্রতি বছর ২৪শে অক্টোবর বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়।

0
Updated: 18 hours ago
কে পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন?
Created: 3 weeks ago
A
জুলফিকার
আলী ভুট্টো
B
ইস্কান্দার
মির্জা
C
ইয়াহিয়া
খান
D
আইয়ুব
খান
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি
-
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা।
-
পাকিস্তানের রাজনীতিতে শুরু থেকেই স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতা ছিল।
-
২৩ মার্চ ১৯৫৬: ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হন।
-
৭ অক্টোবর ১৯৫৮: ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের নেতৃত্বাধীন সংসদীয় সরকার উৎখাত করে দেশে প্রথম সামরিক শাসন জারি করেন।
-
সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক ঘোষণা করা হয়।
-
সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়।
-
মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক হিসেবে নিযুক্ত হন।
-
গণতন্ত্রবিরোধী কার্যক্রমে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার প্রধান সহযোগী ছিলেন আইয়ুব খান।
-
২৭ অক্টোবর ১৯৫৮: মাত্র ২১ দিনের মাথায় আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন।

0
Updated: 3 weeks ago
Which Bangladeshi film received special recognition at the 78th Cannes Film Festival?
Created: 2 weeks ago
A
Guerrilla
B
Matir Maina
C
Ali
D
Mukti
৭৮ তম কান চলচ্চিত্র পুরস্কার:
- ১২-২৩ মে ২০২৫ ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয় কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর।
উৎসবের গুরুত্বপূর্ণ পুরস্কার-
স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট, জাফর পানাহি।
সেরা পরিচালক: ক্রেবার মেনডোরসে ফিল (দ্য সিক্রেট এজেন্ট)।
সেরা অভিনেত্রী: নাদিয়া মেল্লিতি (লিটল সিস্টার)।
সেরা অভিনেতা: ওয়ানার মাউরা (দ্য সিক্রেট এজেন্ট)।
উল্লেখ্য,
- উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী'।
- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন দেওয়া হয় আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে।
- ‘আলী’ সিনেমার গল্প নারীকণ্ঠে গান গাইতে পারে এক কিশোরকে কেন্দ্র করে।
সূত্র: পত্রিকা রিপোর্ট।

0
Updated: 2 weeks ago
২ নং সেক্টর এর প্রথম সেক্টর কমান্ডার কে ছিলেন?
Created: 2 days ago
A
মেজর খালেদ মোশাররফ
B
মেজর শফিকুল ইসলাম
C
ক্যাপ্টেন মাহফুজুর রহমান
D
মেজর এ.টি.এম হায়দার
২ নং সেক্টর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা, কুমিল্লা, ফরিদপুর ও নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত।
-
সেক্টরের বাহিনী গঠিত হয় ৪-ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে।
-
সেক্টরের সদরদপ্তর ছিল আগরতলার ২০ মাইল দক্ষিণে মেলাঘরে।
-
সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
-
এই সেক্টরের অধীনে প্রায় ৩৫,০০০ গেরিলা যুদ্ধ করেছে।
-
নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় ৬,০০০।
উৎস:

0
Updated: 2 days ago