সার্ক কোন দেশসমূহের একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম?
A
দক্ষিণ-পূর্ব এশিয়ার
B
দক্ষিণ- পশ্চিম এশিয়ার
C
দক্ষিণ এশিয়ার
D
দক্ষিণ-উত্তর এশিয়ার
উত্তরের বিবরণ
দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের উদ্দেশ্যে গঠিত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন হলো South Asian Association for Regional Cooperation (SAARC)। এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
-
সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায়।
-
সদরদপ্তর অবস্থিত কাঠমান্ডু, নেপাল।
-
সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি দেশ।
-
সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
-
বর্তমান মহাসচিব হলেন গোলাম সারওয়ার।
-
সার্কের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি দেশ।
-
বর্তমান সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।
-
সর্বশেষ সদস্য আফগানিস্তান, যা ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।
0
Updated: 1 month ago
উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে বলা হয়-
Created: 1 month ago
A
হ্যারিকেন
B
টাইফুন
C
সাইক্লোন
D
উইলি উইলি
টাইফুন হলো এক ধরনের উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় যা মূলত উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে সৃষ্টি হয়। এই অঞ্চলে সাগরের উষ্ণ জলরাশি বায়ুকে উত্তপ্ত করে উপরে ওঠায়, ফলে নিম্নচাপের সৃষ্টি হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয়।
• উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে “টাইফুন” বলা হয়।
• এটি সাধারণত চীন, তাইওয়ান, ফিলিপাইন ও জাপান এলাকায় প্রচণ্ড বৃষ্টি, জলোচ্ছ্বাস ও প্রবল বাতাসের সৃষ্টি করে এবং প্রায় প্রতি বছর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।
• উত্তর আটলান্টিক ও উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একই ধরনের ঘূর্ণিঝড়কে “হ্যারিকেন” বলা হয়।
• ভারত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়কে “সাইক্লোন” বলা হয়।
• আর অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড়কে “উইলি উইলি” নামে ডাকা হয়।
0
Updated: 1 month ago
Which of the following countries is not a member of BIMSTEC?
Created: 1 month ago
A
Thailand
B
Myanmar
C
Maldives
D
India
মালদ্বীপ BIMSTEC-এর সদস্য নয়। এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন যা বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। নিচে এর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলো—
-
BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation।
-
প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭।
-
এটি একটি বঙ্গোপসাগরীয় অর্থনৈতিক জোট, যার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি ও পরিবহনসহ নানা ক্ষেত্রে পারস্পরিক উন্নয়ন সাধন।
-
প্রতিষ্ঠার সময় সদস্য সংখ্যা ছিল ৪টি দেশ, পরবর্তীতে আরও দেশ যোগ হয়ে বর্তমানে এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৭টি।
-
বর্তমান সদস্য দেশসমূহ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল এবং ভুটান।
0
Updated: 1 month ago
ইমানুয়েল কান্ট কোন দেশের নীতিবিজ্ঞানী?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
জার্মানি
C
সুইডেন
D
যুক্তরাজ্য
• ইমানুয়েল কান্ট:
- ইমানুয়েল কান্টকে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা হয়।
- ইমানুয়েল কান্ট একজন জার্মান নীতিবিজ্ঞানী।
- তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি যথা: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য এবং শর্তহীন আদেশ।
- সততার জন্য সদিচ্ছা'র কথা বলেছেন ইমানুয়েল কান্ট।
- 'কর্তব্যের জন্য কর্তব্য'-ধারণাটির প্রবর্তক ইমানুয়েল কান্ট।
• ইমানুয়েল কান্ট গুরুত্বপূর্ণ কিছু বই:
- Groundwork for Metaphysics of Morals.
- Critique of Pure Reason.
- Critique of Practical Reason.
- Critique of Judgement.
0
Updated: 1 month ago