তারাশঙ্করের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি?
A
ধাত্রীদেবতা
B
গণদেবতা
C
পঞ্চগ্রাম
D
চৈতালি ঘূর্ণি
উত্তরের বিবরণ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন প্রখ্যাত কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ। তিনি ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক জমিদারবংশে জন্মগ্রহণ করেন। তাঁর ছদ্মনাম ছিল হাবু শর্মা। তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়। তিনি ত্রয়ী উপন্যাস ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম রচনা করেন।
-
উপন্যাসসমূহ:
-
চৈতালি ঘূর্ণি
-
ধাত্রীদেবতা
-
কালিন্দী
-
কবি
-
হাঁসুলি বাঁকের উপকথা
-
গণদেবতা
-
আরোগ্য নিকেতন
-
পঞ্চপুণ্ডলী
-
রাধা
-

0
Updated: 18 hours ago
'রাজলক্ষ্মী' চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক-
Created: 4 months ago
A
বঙ্কিমচন্দ্র
B
শরৎচন্দ্র
C
তারাশংকর
D
নজরুল ইসলাম
• 'রাজলক্ষ্মী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাসের অন্তর্ভুক্ত একটি চরিত্র।
• 'শ্রীকান্ত' উপন্যাস:
- 'শ্রীকান্ত' উপন্যাসটি শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস। উপন্যাসটি চারটি খণ্ডে রচিত।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭)' শ্রীকান্তের ভ্রমণ কাহিনি নামে প্রকাশিত হয়।
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রী শ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়।
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
- 'শ্রীকান্ত' উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র হচ্ছে- 'ইন্দ্রনাথ'।
উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- শ্রীকান্ত,
- রাজলক্ষ্মী,
- অন্নদাদিদি,
- অভয়া,
- রোহিণী,
- কমললতা প্রমুখ।
এ উপন্যাসের বিখ্যাত কিছু উক্তি:
- 'মধু থাকলেই মৌমাছি এসে জোটে তারা দেশ-বিদেশের বিচার করে না।'
- 'বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।'
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, শরৎচন্দ্র রচনাবলী এবং 'শ্রীকান্ত' উপন্যাস।

0
Updated: 4 months ago
'পদ' এর প্রকারভেদ এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
Created: 1 day ago
A
বিশেষ্য
B
অনুসর্গ
C
বিভক্তি
D
যােজক
বাংলা ভাষায় পদ বলতে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বোঝানো হয়। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
-
ক্রিয়াবিশেষণ
-
অনুসর্গ
-
যোজক
-
আবেগ
(উৎস:

0
Updated: 1 day ago
কোনটি মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস?
Created: 1 month ago
A
রাজসিংহ
B
আনোয়ারা
C
পরিণীতা
D
দৃষ্টিপ্রদীপ
মোহাম্মদ নজিবর রহমান
-
তিনি মূলত একজন ঔপন্যাসিক ছিলেন।
-
জন্ম: পাবনা জেলার শাহজাদপুরের চরবেলতৈল গ্রামে।
-
নজিবর রহমান ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রত হন।
-
প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা লিখে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস
-
চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি
-
পরিণাম
-
গরীবের মেয়ে
-
দুনিয়া আর চাই না
অন্যান্য লেখকদের উল্লেখযোগ্য উপন্যাস
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – রাজসিংহ
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – পরিণীতা
-
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় – দৃষ্টিপ্রদীপ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago