কোনটি বেগম রোকেয়া রচিত উপন্যাস?
A
সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ
B
অবরোধবাসিনী
C
সঠিক উত্তর: ক
D
মতিচূর
উত্তরের বিবরণ
রোকেয়া সাখাওয়াৎ হোসেন ৯ই ডিসেম্বর ১৮৮০ সালে পায়রাবন্দ গ্রাম, রংপুর-এ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ এবং মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯১৬ সালে তিনি আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। তাঁর গ্রন্থ Sultana’s Dream নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। এটি একটি প্রতীকী রচনা, যেখানে Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
-
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২)
-
Sultana’s Dream (নকশাধর্মী রচনা)
-
পদ্মরাগ (উপন্যাস)
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)
-
এছাড়াও অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ
-

0
Updated: 18 hours ago
বাংলা সাহিত্যে গদ্যরীতির সূচনা হয় কবে থেকে?
Created: 6 days ago
A
আঠারো
B
সপ্তদশ
C
ষোল
D
পঞ্চদশ
বাংলা গদ্যের উৎপত্তি আধুনিক যুগের আগ পর্যন্ত সাহিত্যগুণসমৃদ্ধ কোনো গদ্যরচনার প্রমাণ পাওয়া যায় না। প্রাচীনতম নিদর্শন হিসেবে ধরা হয় ১৫৫৫ সালে কোচবিহারের রাজার লেখা আসামরাজকে একটি পত্র। ষোল শতক থেকে গদ্যরীতি শুরু হলেও উনিশ শতকের পূর্ব পর্যন্ত তা মূলত নিতান্ত প্রয়োজনীয় কাজে সীমাবদ্ধ থাকে, ফলে ভাষাগত দিক থেকে গদ্যের উৎকর্ষ সাধন সম্ভব হয়নি।
উৎস:

0
Updated: 6 days ago
আনোয়ার পাশা রচিত উপন্যাস কোনটি?
Created: 2 days ago
A
রেইনকোট
B
চিলেকোঠার সেপাই
C
অলাতচক্র
D
রাইফেল রোটি আওরাত
‘রাইফেল রোটি আওরাত’ (১৯৭৩) আনোয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এটি মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: অধ্যাপক সুদীপ্ত শাহীন
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ
অন্য মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যকর্ম:
-
‘চিলেকোঠার সেপাই’ – আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস
-
‘রেইনকোট’ – আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প
-
‘অলাতচক্র’ – আহমদ ছফা রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
উৎস:

0
Updated: 2 days ago
'বেদান্তগ্রন্থ' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 6 days ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
উইলিয়াম কেরি
C
রামমোহন রায়
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
‘বেদান্তগ্রন্থ’ ১৮১৫ সালে রাজা রামমোহন রায় কর্তৃক ব্রহ্মসূত্রের অনুবাদ ও টীকা হিসেবে রচিত হয়। বাংলাগদ্যের ইতিহাসে এর গুরুত্ব অসাধারণ। এই গ্রন্থে তিনি প্রমাণ করার চেষ্টা করেন যে হিন্দুধর্মের মূল ভিত্তি পৌত্তলিকতা নয়, বরং ব্রহ্মই একমাত্র তত্ত্ব ও উপাস্য। এর ফলে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে প্রবল বিতর্ক সৃষ্টি হয়।
রামমোহন রায় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ হলো—
-
তিনি বাংলার নবজাগরণের আদি পুরুষ। জন্মগ্রহণ করেন ১৭৭২ সালের ২২ মে হুগলী জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে।
-
১৮৩০ সালে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাঁকে ‘রাজা’ উপাধি প্রদান করেন এবং ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে পক্ষে ওকালতির জন্য ইংল্যান্ডে পাঠান।
-
২০ আগস্ট ১৮২৮ সালে তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় কলকাতায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
-
তিনি শিব প্রসাদ রায় ছদ্মনামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন।
-
তাঁর রচিত গ্রন্থের সংখ্যা প্রায় ৩০টি।
উৎস:

0
Updated: 6 days ago