কোনটি বেগম রোকেয়া রচিত উপন্যাস?
A
সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ
B
অবরোধবাসিনী
C
সঠিক উত্তর: ক
D
মতিচূর
উত্তরের বিবরণ
রোকেয়া সাখাওয়াৎ হোসেন ৯ই ডিসেম্বর ১৮৮০ সালে পায়রাবন্দ গ্রাম, রংপুর-এ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ এবং মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯১৬ সালে তিনি আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। তাঁর গ্রন্থ Sultana’s Dream নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। এটি একটি প্রতীকী রচনা, যেখানে Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
-
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২)
-
Sultana’s Dream (নকশাধর্মী রচনা)
-
পদ্মরাগ (উপন্যাস)
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)
-
এছাড়াও অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ
-
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যে গদ্যরীতির সূচনা হয় কবে থেকে?
Created: 1 month ago
A
আঠারো
B
সপ্তদশ
C
ষোল
D
পঞ্চদশ
বাংলা গদ্যের উৎপত্তি আধুনিক যুগের আগ পর্যন্ত সাহিত্যগুণসমৃদ্ধ কোনো গদ্যরচনার প্রমাণ পাওয়া যায় না। প্রাচীনতম নিদর্শন হিসেবে ধরা হয় ১৫৫৫ সালে কোচবিহারের রাজার লেখা আসামরাজকে একটি পত্র। ষোল শতক থেকে গদ্যরীতি শুরু হলেও উনিশ শতকের পূর্ব পর্যন্ত তা মূলত নিতান্ত প্রয়োজনীয় কাজে সীমাবদ্ধ থাকে, ফলে ভাষাগত দিক থেকে গদ্যের উৎকর্ষ সাধন সম্ভব হয়নি।
উৎস:
0
Updated: 1 month ago
'সাবিত্রী ও কিরণময়ী' - কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 month ago
A
বড়দিদি
B
চরিত্রহীন
C
দেবদাস
D
শ্রীকান্ত
‘চরিত্রহীন’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালে। এটি মূলত প্রথা বহির্ভূত প্রেম ও নারী-পুরুষের জটিল সম্পর্ককে কেন্দ্র করে রচিত। সেই কারণেই উপন্যাসটির নামকরণ হয়েছে ‘চরিত্রহীন।’ গল্পটিতে মোট চারটি নারী চরিত্র রয়েছে, যার মধ্যে দুটি প্রধান চরিত্র হলো সাবিত্রী ও কিরণময়ী।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য উপন্যাসসমূহ—
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয় ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago
'কুমুদিনী' - কোন উপন্যাসের নায়িকা?
Created: 1 month ago
A
শেষের কবিতা
B
নৌকাডুবি
C
গোরা
D
যোগাযোগ
‘যোগাযোগ’ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা প্রথম ‘তিন পুরুষ’ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় প্রকাশিত হয় এবং পরে নামকরণ করা হয় ‘যোগাযোগ’। উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ। শেষ পর্যন্ত কুমুদিনী স্বামীর কাছে দ্বিধান্বিতভাবে সমর্পিত হলেও, তার মধ্যে এক বিদ্রোহী নারীর রূপ স্পষ্ট হয়ে ওঠে।
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস—
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
নৌকাডুবি
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায় ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago