'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থে মোট কয়টি কবিতা হয়েছে?
A
১৩টি
B
১৬টি
C
১৯টি
D
২১টি
উত্তরের বিবরণ
সাত সাগরের মাঝি ফররুখ আহমদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যা মূলত জাগরণের উদ্দেশ্যে রচিত। এই কাব্যগ্রন্থে মোট উনিশটি কবিতা স্থান পেয়েছে, যা ১৯৪৩-৪৪ খ্রিষ্টাব্দের মধ্যে লেখা। কবি বাংলা প্রচলিত শব্দ পরিত্যাগ করে বহু অপ্রচলিত আরবি ও ফারসি শব্দ ব্যবহার করেছেন। পাশাপাশি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাজচিত্রের বিরূপ প্রভাবও কাব্যগ্রন্থে ফুটে উঠেছে।
-
কাব্যনাট্য:
-
নৌফেল ও হাতেম
-
-
সনেট সংকলন:
-
মুহূর্তের কবিতা
-
-
কাহিনিকাব্য:
-
হাতেমতায়ী
-
-
শিশুতোষ গ্রন্থ:
-
পাখির বাসা
-
0
Updated: 1 month ago
‘কীর্তিবিলাস’ - কোন ধরনের নাটক রচনার প্রথম প্রচেষ্টা?
Created: 1 month ago
A
বিয়োগান্তক
B
হাস্যরসাত্মক
C
ঐতিহাসিক
D
কোনোটিই নয়
‘কীর্তিবিলাস’ বাংলা সাহিত্যে বিয়োগান্তক নাটক রচনার প্রথম প্রচেষ্টা হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর রচয়িতা যোগেন্দ্রচন্দ্র গুপ্ত, এবং এটি ১৮৫২ সালে প্রকাশিত হয়। নাটকটি রচিত হয়েছে সপত্নীপুত্রের প্রতি বিমাতার অত্যাচারের কাহিনির ভিত্তিতে।
নাটকটির প্রধান বৈশিষ্ট্যসমূহ হলো—
-
বিভিন্ন চরিত্রের মৃত্যুর মাধ্যমে ট্র্যাজেডির রূপায়ণ করা হয়েছে।
-
পাশ্চাত্য আদর্শে এতে পাঁচ অঙ্ক রয়েছে, তবে সংস্কৃত নাট্যরীতির প্রভাবে এতে ‘নান্দী’ ও ‘সূত্রধার’ যোগ হয়েছে।
-
নাটকের ভাষা সংস্কৃতের প্রভাবে কিছুটা আড়ষ্ট ও কৃত্রিম।
উৎস:
0
Updated: 1 month ago
'মস্যাধার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
মস্যা + ধার
B
মসি + আধার
C
মসী + ধার
D
মসী + আধার
'মস্যাধার' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ
-
মসী + আধার = মস্যাধার
🔹 সন্ধির নিয়ম
-
ই-কার (◌ি) বা ঈ-কার (◌ী)-এর পর ই বা ঈ ছাড়া অন্য কোনো স্বর এলে, ই/ঈ স্থলে য/য-ফলা বসে।
-
এই য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
📌 সূত্র: [ ঈ + আ = য্ + আ ]
উদাহরণ:
-
মসী + আধার = মস্যাধার
তথ্যসূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago
নিচের কোনটি জসীম উদ্দীনের রচিত গানের সংকলন নয়?
Created: 1 month ago
A
গাঙের পাড়
B
জারিগান
C
রঙ্গিলা নায়ের মাঝি
D
রাখালী
জসীম উদ্দীন
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে
-
পরিচয়: প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ, কর্মজীবন শুরু পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে
-
উপাধি: 'পল্লিকবি'
গানের সংকলন:
-
রঙিলা নায়ের মাঝি
-
গাঙ্গের পাড়
-
জারিগান
কাব্যগ্রন্থ:
-
রাখালী (প্রথম কাব্যগ্রন্থ, প্রকাশিত ১৯২৭)
উৎস:
0
Updated: 1 month ago