'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো- 

Edit edit

A

অন্ত্যমিল আছে 

B

অন্ত্যমিল নেই 

C

চরণের প্রথমে মিল থাকে 

D

বিশ মাত্রার পর্ব থাকে

উত্তরের বিবরণ

img

অমিত্রাক্ষর ছন্দের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এতে অন্ত্যমিল বা অন্ত্যানুপ্রাসের উপস্থিতি থাকে না। বাংলায় এটি ‘Blank verse’ নামে পরিচিত। উনিশ শতকের সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের মাধ্যমে এই ছন্দের নতুন জীবন শুরু হয়।

তিনি 'পদ্মাবতী' নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে প্রথমবারের মতো অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন, যা বাংলা অক্ষরবৃত্ত ছন্দের একটি নবযুগ হিসেবে ধরা হয়।

মূলত, অমিত্রাক্ষর ছন্দ বাংলা অক্ষরবৃত্ত ছন্দের আধুনিক রূপ বা সংস্কার। খাঁটি বাংলার ঐতিহ্যবাহী ছন্দ হিসেবে অক্ষরবৃত্ত ছন্দকে ‘তদ্ভব ছন্দ’ বলা হয় এবং এটি বাংলা কাব্যের প্রধান ছন্দ হিসেবে প্রতিষ্ঠিত।

অক্ষরবৃত্ত ছন্দকে তানবৃত্ত বা তানপ্রধান ছন্দ হিসেবেও অভিহিত করা হয়। এর মধ্যে পয়ার নামক ছন্দ প্রকারটি ৮/৬ মাত্রার বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন একটি ভাগ।

সূত্র: ভাষা-শিক্ষা (ড. হায়াৎ মামুদ), বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।

Unfavorite

0

Updated: 1 week ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD