'বসন্তকুমারী' মীর মশাররফ হোসেন রচিত-
A
উপন্যাস
B
প্রহসন
C
নাটক
D
আত্মজীবনী
উত্তরের বিবরণ
‘বসন্তকুমারী’ মীর মশাররফ হোসেনের অন্যতম উল্লেখযোগ্য নাটক, যা ১৮৭৩ সালে রচিত এবং মুসলমান নাট্যকার দ্বারা রচিত প্রথম নাটক হিসেবে বিবেচিত। নাটকের কাহিনি ইন্দ্রপুরের বিপত্নীক রাজার বৃদ্ধ বয়সে যুবতী স্ত্রী গ্রহণ, রাজার যুবক পুত্রের প্রতি বিমাতার আকর্ষণ ও প্রেম নিবেদন, পুত্রের প্রত্যাখ্যান এবং বিমাতার ষড়যন্ত্রের পর রাজপরিবারের সকলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রচিত। নাটকটির অপর নাম হলো ‘বৃদ্ধস্য তরূণী ভার্যা’।
-
নাটকসমূহ:
-
বসন্তকুমারী
-
জমীদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
-
-
উপন্যাসসমূহ:
-
বিষাদ-সিন্ধু
-
-
গ্রন্থসমূহ:
-
উদাসীন পথিকের মনের কথা
-
গাজী মিয়াঁর বস্তানী
-
-
আত্মজীবনীমূলক গ্রন্থ:
-
আমার জীবনী
-
কুলসুম জীবনী
-
0
Updated: 1 month ago
'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?
Created: 2 months ago
A
কাজী আবদুল ওদুদ
B
আবুল ফজল
C
রশীদ করিম
D
হুমায়ুন কবির
নদী ও নারী
-
রচয়িতা: হুমায়ুন কবির
-
প্রকাশকাল: ১৯৪৫ সালে মূল বাংলা সংস্করণ; একই বছরে ইংরেজি অনুবাদ ‘Men and Rivers’ প্রকাশিত হয়।
-
পটভূমি: চরের মানুষের দৈনন্দিন জীবন।
-
প্রধান চরিত্র: নজু মিয়া ও আসগর মিয়া—তাদের জীবন ও সম্পর্ককে কেন্দ্র করে গল্পটি আবর্তিত।
-
বিশেষত্ব: পদ্মা নদীর প্রেক্ষাপটে বাঙালি মুসলিম সমাজের জীবনের চিত্রায়ন।
-
চলচ্চিত্র: ১৯৬৫ সালে ঢাকায় উপন্যাসটি চলচ্চিত্রে রূপান্তরিত হয়।
হুমায়ুন কবির
-
জন্ম: ২২ ফেব্রুয়ারি ১৯০৬, কোমরপুর, ফরিদপুর
-
মূল নাম: হুমায়ুন জহিরউদ্দিন আমির-ই-কবির
-
পেশা ও অবদান: রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক; ‘চতুরঙ্গ’ পত্রিকা সম্পাদনার মাধ্যমে স্মরণীয়।
-
মৃত্যু: ১৮ আগস্ট ১৯৬৯, হৃদরোগে
-
কাব্যগ্রন্থ:
-
স্বপ্নসাধ
-
সাথী
-
অষ্টাদশী
-
-
উপন্যাস: নদী ও নারী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
‘লালসালু’ - উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
Created: 1 month ago
A
Red Cloth
B
Tree Without Roots
C
Roots of Faith
D
The Holy Man
‘লালসালু’ আধুনিক বাংলা উপন্যাসের এক অনন্য মাইলফলক, যা সমাজে ধর্মের অপপ্রয়োগ, ভণ্ডামি ও নারীর জাগরণের প্রেক্ষাপটে সামাজিক চেতনার এক গভীর চিত্র তুলে ধরে। সৈয়দ ওয়ালিউল্লাহ তাঁর অসামান্য ভাষাশৈলী ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে এই উপন্যাসকে করে তুলেছেন কালোত্তীর্ণ।
লালসালু উপন্যাস সম্পর্কে মূল তথ্য:
-
প্রকাশকাল: ১৯৪৮ সালে, কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত।
-
বিষয়বস্তু: ধর্মের নামে ব্যক্তিস্বার্থে প্রতারণাকারীদের মুখোশ উন্মোচন এবং সমাজে নারী জাগরণ ও চেতনার বিকাশ।
-
প্রতীকী দিক: উপন্যাসে জমিলা চরিত্রটি বিদ্রোহ ও প্রতিবাদের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে।
-
চরিত্রসমূহ: মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরে বাপ, হাসুনির মা প্রমুখ।
-
বিশেষত্ব: ‘লালসালু’ একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস, যা সময়ের সীমা ছাড়িয়ে সার্বজনীন মানব-অভিজ্ঞতার প্রতিফলন ঘটায়।
-
অনুবাদ: ইংরেজিতে Tree Without Roots নামে অনূদিত হয় ১৯৬৭ সালে, এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক খ্যাতি অর্জন করে।
সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একাধারে কথাসাহিত্যিক ও নাট্যকার।
-
জন্ম: ১৫ আগস্ট ১৯২২, চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে।
-
শিক্ষা: আনন্দ মোহন কলেজ থেকে বি.এ (ডিস্টিংকশনসহ), ১৯৪৩ সালে।
-
সাহিত্যচর্চার সূচনায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখা পত্রিকা সম্পাদনা করেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
উপন্যাস: লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো।
-
গল্পগ্রন্থ: নয়নচারা, দুই তীর।
-
নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ।
0
Updated: 1 month ago
'অচিন্ত্যকুমার সেনগুপ্ত' এর সাহিত্যিক ছদ্মনাম-
Created: 3 months ago
A
দৃষ্টিহীন
B
লীলাময় রায়
C
নীহারিকা দেবী
D
টেকচাঁদ ঠাকুর
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
-
কবি, ঔপন্যাসিক ও সম্পাদক
-
জন্ম: ১৯০৩ সালের ১৯ সেপ্টেম্বর, নোয়াখালী; আদি নিবাস: মাদারীপুর
-
১৯২১ সালে ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে প্রথম কবিতা প্রবাসী পত্রিকায় প্রকাশিত
-
রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে কল্লোল যুগের উল্লেখযোগ্য লেখক
উপন্যাস:
কাকজ্যোৎস্না, বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর, প্রথম কদমফুল
কাব্যগ্রন্থ:
অমাবস্যা, আমরা, প্রিয়া ও পৃথিবী, নীল আকাশ, পূর্ব-পশ্চিম, উত্তরায়ণ
অন্যান্য ছদ্মনাম:
-
দক্ষিনারঞ্জন মিত্রমজুমদার: দৃষ্টিহীন
-
অন্নদাশঙ্কর রায়: লীলাময় রায়
-
প্যারীচাঁদ মিত্র: টেকচাঁদ ঠাকুর
0
Updated: 3 months ago