'একটি কালো মেয়ের কথা' উপন্যাসের রচয়িতা কে?
A
সৈয়দ ওয়ালীউল্লাহ
B
ফররুখ আহমেদ
C
বেগম রোকেয়া
D
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তরের বিবরণ
'একটি কালো মেয়ের কথা' বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস, যা ১৯৭১ সালে প্রকাশিত হয় এবং তাঁর সর্বশেষ উপন্যাস হিসেবে পরিচিত।
-
অন্যান্য উপন্যাসসমূহ:
-
হাঁসুলী বাঁকের উপকথা
-
চৈতালি ঘূর্ণি
-
আরোগ্য নিকেতন
-
সপ্তপদী
-
কবি
-
পঞ্চগ্রাম
-
গণদেবতা
-
ধাত্রীদেবতা
-
0
Updated: 1 month ago
নিচের কোনটি প্রেমেন্দ্র মিত্র রচিত উপন্যাস?
Created: 2 months ago
A
পঞ্চশর
B
প্রথমা
C
কুয়াশা
D
মৃত্তিকা
প্রেমেন্দ্র মিত্র
-
তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক।
-
জন্ম: ১৯০৪ সালের সেপ্টেম্বর, কাশিতে।
-
তিনি কল্লোল পত্রিকায় কাজ করতেন।
-
কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০) পাস করে সাহিত্য-সাধনায় মনোযোগী হন।
-
১৯২৩ সালে প্রবাসীতে ‘শুধু কেরাণী’ ও ‘গোপন চারিণী’ নামে দুটি গল্প প্রকাশিত হয়, এবং গল্প দুটি নিয়ে কল্লোল পত্রিকা গুরুত্বের সঙ্গে আলোচনা করে।
-
সাহিত্য-সাধনার প্রথমপর্বে তিনি ‘কৃত্তিবাস ভদ্র’ ছদ্মনামে লিখতেন।
তাঁর রচিত উপন্যাস
-
পাঁক
-
কুয়াশা
-
মিছিল
-
উপনয়ন
-
আগামীকাল
-
প্রতিশোধ
-
প্রতিধ্বনি ফেরে ইত্যাদি
তাঁর রচিত গল্পগ্রন্থ
-
পঞ্চশর
-
বেনামী বন্দর
-
পুতুল ও প্রতিমা
-
মৃত্তিকা ইত্যাদি
তাঁর রচিত কাব্যগ্রন্থ
-
প্রথমা
-
সম্রাট
-
ফেরারী ফৌজ
-
সাগর থেকে ফেরা
-
হরিণ চিতা চিল
-
কখনো মেঘ ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
‘লালসালু’ - উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
Created: 1 month ago
A
Red Cloth
B
Tree Without Roots
C
Roots of Faith
D
The Holy Man
‘লালসালু’ আধুনিক বাংলা উপন্যাসের এক অনন্য মাইলফলক, যা সমাজে ধর্মের অপপ্রয়োগ, ভণ্ডামি ও নারীর জাগরণের প্রেক্ষাপটে সামাজিক চেতনার এক গভীর চিত্র তুলে ধরে। সৈয়দ ওয়ালিউল্লাহ তাঁর অসামান্য ভাষাশৈলী ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে এই উপন্যাসকে করে তুলেছেন কালোত্তীর্ণ।
লালসালু উপন্যাস সম্পর্কে মূল তথ্য:
-
প্রকাশকাল: ১৯৪৮ সালে, কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত।
-
বিষয়বস্তু: ধর্মের নামে ব্যক্তিস্বার্থে প্রতারণাকারীদের মুখোশ উন্মোচন এবং সমাজে নারী জাগরণ ও চেতনার বিকাশ।
-
প্রতীকী দিক: উপন্যাসে জমিলা চরিত্রটি বিদ্রোহ ও প্রতিবাদের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে।
-
চরিত্রসমূহ: মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরে বাপ, হাসুনির মা প্রমুখ।
-
বিশেষত্ব: ‘লালসালু’ একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস, যা সময়ের সীমা ছাড়িয়ে সার্বজনীন মানব-অভিজ্ঞতার প্রতিফলন ঘটায়।
-
অনুবাদ: ইংরেজিতে Tree Without Roots নামে অনূদিত হয় ১৯৬৭ সালে, এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক খ্যাতি অর্জন করে।
সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একাধারে কথাসাহিত্যিক ও নাট্যকার।
-
জন্ম: ১৫ আগস্ট ১৯২২, চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে।
-
শিক্ষা: আনন্দ মোহন কলেজ থেকে বি.এ (ডিস্টিংকশনসহ), ১৯৪৩ সালে।
-
সাহিত্যচর্চার সূচনায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখা পত্রিকা সম্পাদনা করেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
উপন্যাস: লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো।
-
গল্পগ্রন্থ: নয়নচারা, দুই তীর।
-
নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ।
0
Updated: 1 month ago
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মস্থান কোন জেলায়?
Created: 1 month ago
A
যশোর
B
রাজশাহী
C
রংপুর
D
বরিশাল
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, সমাজ সংস্কারক এবং মুসলিম নারীর জাগরণ ও অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
-
জন্ম ও পরিচয়: ৯ই ডিসেম্বর ১৮৮০, রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ।
-
সাহিত্যচর্চা: স্বামীর প্রেরণায় সাহিত্যচর্চা শুরু; সমকালীন মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে লেখনী প্রকাশ।
-
শিক্ষা ও সংস্কারমূলক অবদান: সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল এবং আনজুমান-ই-খাওয়াতীন-ই-ইসলাম প্রতিষ্ঠা করে মুসলিম নারীদের শিক্ষা ও সংস্কৃতির অগ্রগতিতে সহায়তা।
উল্লেখযোগ্য রচনা:
-
মতিচূর (প্রবন্ধ)
-
Sultana’s Dream (নকশাধর্মী রচনা)
-
পদ্মরাগ (উপন্যাস)
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)
0
Updated: 1 month ago