রতন তার বাড়ি থেকে রওয়ানা করে 10 কি.মি. পূর্বে যায়। এরপর বামে ঘুরে 6 কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে 5 কি.মি. যায়। এখন বাম দিকে ঘুরে হাঁটলে, কোন দিকে হাঁটবে?
A
পশ্চিম দিকে
B
উত্তর দিকে
C
পুর্ব দিকে
D
দক্ষিণ দিকে
উত্তরের বিবরণ
বাম দিকে ঘুরে হাঁটলে, দক্ষিণ দিকে হাঁটবে।

0
Updated: 19 hours ago
সামিয়ার বয়স ১৬ বছর। তার বয়স তার ভাইয়ের বয়সের ৪গুণ। সামিয়ার বয়স যখন তার ভাইয়ের বয়সের ২গুণ হবে তখন সামিয়ার বয়স কত হবে?
Created: 3 weeks ago
A
২০ বছর
B
২৪ বছর
C
২৫ বছর
D
নির্ণয় করা সম্ভব নয়।
সমাধান:
সামিয়ার বয়স ১৬ বছর
∴ ভাইয়ের বয়স = ১৬/৪ বছর = ৪ বছর
ধরি,
ক বছর পর সামিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে।
∴ ১৬ + ক = ২(৪ + ক)
বা, ১৬ + ক = ৮ + ২ক
বা, ক = ৮
∴ ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে যখন সামিয়ার বয়স = ১৬ + ৮ = ২৪ বছর হবে।

0
Updated: 3 weeks ago
Virus : Smallpox : : Bacteria : ?
Created: 12 hours ago
A
Influenza
B
Chickenpox
C
Jaundice
D
Pneumonia
সমাধান:
Virus : Smallpox : : Bacteria : Pneumonia
• ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।
• ব্যাকটেরিয়াজনিত রোগ:
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।

0
Updated: 12 hours ago
XY দণ্ডটি Y এর দিকে অগ্রসর হলে B গিয়ারটির ঘূর্ণনের দিক কেমন হবে?
Created: 12 hours ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
C
যেকোনো দিকে
D
কোনদিকেই ঘুরবে না
সমাধান:
XY দণ্ডটি Y এর দিকে অগ্রসর হলে A গিয়ারটির ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটার দিকে।
B গিয়ারটি A গিয়ারটির সাথে যুক্ত থাকায়,
B গিয়ারটির ঘূর্ণনের দিক হবে A গিয়ারটির বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে।

0
Updated: 12 hours ago