কোনটি শুদ্ধ বানান?
A
দন্দ
B
দ্বন্দ
C
দ্বন্দ্ব
D
দন্ব
উত্তরের বিবরণ
• 'দ্বন্দ্ব' বানানটি শুদ্ধ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
'দ্বন্দ্ব' শব্দের অর্থ:
- বিরোধ (দ্বন্দ্ব-কলহে উভয় পক্ষের ক্ষতি)।
- কলহ; ঝগড়া; বিবাদ।
- দ্বিধা।
- মল্লযুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
অশুদ্ধ বানান কোনটি?
Created: 2 weeks ago
A
কৃচ্ছ্সাধন
B
কূপমণ্ডূক
C
বিদূষিত
D
পিপীলিকা
• অশুদ্ধ বানান: কৃচ্ছ্সাধন
-
শুদ্ধ বানান: কৃচ্ছ্রসাধন
-
এটি একটি বিশেষ্য পদ
-
শব্দের অর্থ: কৃচ্ছ্রসাধনা
অন্যদিকে,
-
পিপীলিকা
-
বিদূষিত
-
কূপমণ্ডূক
উপরিউক্ত শব্দগুলোর বানান শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 week ago
A
অনির্বচ্যনীয়
B
অনির্বাচ্যনীয়
C
অনির্বচনীয়
D
অনির্বাচনীয়
অনির্বচনীয়
-
শুদ্ধ বানান: অনির্বচনীয়
-
পদভেদ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত শব্দ
অর্থ:
-
বর্ণনাতীত
-
অবর্ণনীয়
স্ত্রীবাচক রূপ: অনির্বচনীয়া
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
সচ্ছল
B
সচ্ছুল
C
সচ্চল
D
সচ্চছল
এটি একটি দেশি শব্দ। এর অর্থ ‘অভাবহীন, সম্পদশালী; সংগত’।

0
Updated: 1 month ago