কোন ব্যক্তিকে বেশি বল প্রয়োগ করতে হবে?
A
A
B
B
C
উভয়েই সমান বল প্রয়োগ করবে
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
সমাধানটি বিশ্লেষণ করলে দেখা যায়:
-
A ব্যক্তির জন্য: বল প্রয়োগের হিসাব:
-
B ব্যক্তির জন্য: বল প্রয়োগের হিসাব:
সুতরাং, B ব্যক্তিকে বেশি বল প্রয়োগ করতে হবে।
0
Updated: 1 month ago
একটি খেলার মাঠে কিছু দ্বিপদী প্রাণী এবং কিছু চতুষ্পদী প্রাণী আছে। মোট 12 টি মাথা এবং 40 টি পা দেখা গেল। চতুষ্পদী প্রাণীর সংখ্যা কত?
Created: 1 month ago
A
7 টি
B
16 টি
C
10 টি
D
8 টি
সমাধান:
ধরি,
চতুষ্পদী প্রাণীর সংখ্যা = x
দ্বিপদী প্রাণীর সংখ্যা = y
শর্তমতে,
x + y = 12......(1) [মাথার সংখ্যা]
4x + 2y = 40........(2) [পায়ের সংখ্যা]
এখন, (1) নং হতে পাই,
∴ y = 12- x
(2) নং এ y এর মান বসিয়ে পাই,
4x + 2(12 - x) = 40
⇒ 4x + 24 - 2x = 40
⇒ 2x = 40 - 24
⇒ 2x = 16
⇒ x = 16/2
∴ x = 8
সুতরাং, চতুষ্পদী প্রাণীর সংখ্যা 8 টি।
0
Updated: 1 month ago
সিরিজের প্রশ্নবোধক (?) স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
৬, ৪, ৩৬, ২০, ২১৬, ১০০, ?, ৫০০
Created: 1 month ago
A
৮৪০
B
১০২৪
C
৪৯২
D
১২৯৬
সমাধান:
এখানে দুইটি অনুক্রম বিদ্যমান।
প্রথম অনুক্রম: ৬, ৩৬, ২১৬, ১২৯৬
প্রথম অনুক্রমটিতে ৬ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৬
২য় পদ = ৬ × ৬ = ৩৬
৩য় পদ = ৩৬ × ৬ = ২১৬
৪র্থ পদ = ২১৬ × ৬ = ১২৯৬
দ্বিতীয় অনুক্রম:
৪, ২০, ১০০, ?
দ্বিতীয় অনুক্রমটিতে ৫ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৪
২য় পদ = ৪ × ৫ = ২০
৩য় পদ = ২০ × ৫ = ১০০
৪র্থ পদ = ১০০ × ৫ = ৫০০
0
Updated: 1 month ago
রতন তার বাড়ি থেকে রওয়ানা করে 10 কি.মি. পূর্বে যায়। এরপর বামে ঘুরে 6 কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে 5 কি.মি. যায়। এখন বাম দিকে ঘুরে হাঁটলে, কোন দিকে হাঁটবে?
Created: 1 month ago
A
পশ্চিম দিকে
B
উত্তর দিকে
C
পুর্ব দিকে
D
দক্ষিণ দিকে
বাম দিকে ঘুরে হাঁটলে, দক্ষিণ দিকে হাঁটবে।
0
Updated: 1 month ago